দেবহাটায় জেলা পরিষদের ১০ প্রকল্পের অনুমোদনপত্র প্রদান


মে ৭ ২০১৮

Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের ১০ লাখ টাকার দশটি প্রকল্পের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় প্রকল্প বাস্তবায়নের জন্য কমিউনিটি পারটিসিপেশন প্রজেক্ট কমিটি (সিসিপিসি) এর কাজের অনুমোদনপত্র প্রদান করা হয়। রবিবার বিকাল ৪টায় জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্যের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও কমিটির সদস্যদের হাতে উক্ত অনুমোদনপত্র তুলে দেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা। এসময় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ১০ প্রতিষ্ঠানে দশটি প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়। যার মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের বেজরআটি আর রহমান জামে মসজিদ, কামিনিবসু জামে মসজিদ, দেবহাটা সদর ইউনিয়নের রাজার বাগ জামে মসজিদ, দেবহাটা বাজার জামে মসজিদ, জাহনাবাদ জামে মসজিদ, বুড়িরবাড়ি জামে মসজিদ, ধোপাডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা পাঞ্জেগানা মসজিদ সংস্কার এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয় সাইকেল সেড নির্মানের জন্য সর্বমোট ১০টি প্রকল্প প্রদান করা হয়েছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন