দেবহাটায় জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার


মে ২ ২০১৮

Spread the love

সখিপুর প্রতিনিধি: দেবহাটায় মে দিবস উপলক্ষ্যে জেলা পরিষদের সম্পত্তি উদ্ধার পরবর্তী জনসাধারণরে জন্য উন্মুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুরস্থ জেলা পরিষদের সম্পত্তি কুলপুকুর উদ্ধার করে জন সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে উদ্ধার করে উন্মুক্ত করেন জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য আল ফেরদৌস আলফা। তিনি বলেন, জেলা পরিষদের ৮বিঘা সম্পত্তি কুলপুকুর বে-দখল থাকায় পুকুরে অতিমাত্রায় মাছের খাদ্য, সার ও কিটনাশক প্রদান করায় পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী ছিল। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। এখন থেকে কেউ আর পুকুরে মাছ চাষ করতে পারবে না। এমনকি পুকুরের পানি নষ্ট করার সুযোগ পবে না। এতে সর্ব সাধারণ উপকৃত হবে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন