নিজস্ব প্রতিবেদক : ঘুষ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও নানা অনিয়মের অভিযোগে জনপ্রতিনিধিদের উদ্যোগে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০মে) সকালে ডাকবাংলো চত্বরে তালা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনে সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় ইউএনও অপসারনের দাবিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবহান, ওয়ার্কাস পার্টির তালা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান লিপু, রাজিব হোসেন রাজু, অধ্যাপক সুভাষ কুমার সেন, গণেষ দেবনাথ, এম মফিদুল হক লিটু, রফিকুল ইসলাম, সভাষ চন্দ্র সেন,মোঃ আজিজুর রহমান রাজু, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
তালাতে সমাবেশ : আবারো ইউএনও ফরিদ হোসেনকে প্রত্যাহারের দাবি
মে ৩০ ২০১৮