সংবাদ বিজ্ঞপ্তি: শুক্রবার বিকালে পাটকেলঘাটাস্থ ডাক বাংলো চত্বরে মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সরদার মোঃ মোসলেমের পরিচালনায় জাসদ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য মীর মোর্তুজা, জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলীম, প্রভাষ ঘোষ জীবন, শেখ হিরো আলম প্রমুখ। সম্মেলনে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মোঃ মোক্তার হোসেন কে সভাপতি, সরদার মোসলেম, মীর মোর্তেজা কে সহ-সভাপতি, আবু মুছাকে সাধারণ সম্পাদক, গৌতম দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ আসাদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট সরুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু।
জাসদ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের সম্মেলন
মে ১১ ২০১৮