চালায় গুলি


মে ১১ ২০১৮

Spread the love

সিরাজ উদ্দিন শিরুল

রাত গভীরে সবাই ঘুমে
হায়না দানব আসে
বুকের উপর চালায় গুলি
দাঁত কেলিয়ে হাসে।

দানব ছিলো মানব তো নয়
রক্ত খেলায় মাতে
হায়নাদেরই দোসর ছিলো
সব রাজাকার সাথে।

লাশের উপর লাশের সারি
শহর নগর গাঁয়ে
জাগলো মানুষ মুক্তিকামী
জাগিয়ে দিলো মায়ে।

ঘুমের মানুষ জাগলে পরে
ক্যামনে দাবায় রাখে
ঝাঁকে ঝাঁকে ছুটলো সবাই
হাজার হাজার লাখে।

বীর বাঙালি উঠলো জেগে
হায়নারা সব পালায়
দু’হাত তুলে কান ধরেছে
পিন্ডি লাহোর হালায়।

মারের উপর মারতে থাকে
শত্রু ঘাঁটি উড়ায়
মুক্তিসেনার সাহস বলেই
বীরের খেতাব কুঁড়ায়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন