কুল্যায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই জখম


মে ১১ ২০১৮

Spread the love

কুল্যা প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রক্তাক্ত জখম হয়েছে। জার্মান হোমিও হেলথ কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।
জার্মান হোমিও চেম্বারের মালিক আহছানউল্লাহ বৃহস্পতিবার সকালে তার চেম্বারে বসে ছিলেন। তার বড় ভাই আব্দুল্যাহ মোল্যা ও স্ত্রী হোসনেয়ারা বেগম সকাল ৯ টার দিকে চেম্বারে গিয়ে অতর্কিতে হামলা চালান এবং ভাংচুর করেন। এতে আহছান উল্লাহ রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করান। আহত আহছান উল্লাহ জানান, তার ও তার মা ছালেহা বেগমের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এ হামলা করা হয়েছে বলে দাবী করে বলেন, তাদের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে। পিতা আঃ কাদের ১৫ বছর আগে মারাগেছেন। মৃত্যুর আগে তিনি দুই পুত্র ও স্ত্রীর সম্পত্তি ভাগ করে দিয়ে যান। সেখানে তার ও তার মায়ের প্রায় ৩ বিঘা জমি আছে। জমি থেকে তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। বসতঘরের দরজা, জানালা ভাংচুর, জোরপূর্বক ছাগলের ঘর তৈরি, যাতয়াতের পথ বন্ধ করে দিয়েছে। ভাইয়ের অত্যাচার সহ্য না করতে পেরে তিনি বাড়ি ছেড়ে চলে এসেছেন। তারপরও তারা নিরাপদ নন। তার মা ছালেহা বেগম জানায় আব্দুল্যাহ আমার বড় ছেলে। সে প্রায় স্ত্রীর কুমন্ত্রনায় আমাকে মারধর করে। এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন