কালিগঞ্জে বজ্রপাতে আহত – ২


মে ১০ ২০১৮

Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার খড়মি গ্রামে বজ্রপাতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার খড়মি গ্রামের মৃত কছিমুদ্দি গাজীর পুত্র কাশেম গাজী (৩৫), উচ্চেপাড়া গ্রামের আমের আলীর পুত্র আব্দুর রহিম (২৬)। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা আশঙ্খাজনক। জানা যায় খড়মি বিওপি ক্যাম্পের পাশে কাশেম গাজীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বৃহস্পতিবার বেলা ১ টার সময় বিকট শব্দে বজ্রপাত পড়লে আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রহিমকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি ঘটলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। অপর জনকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন