মিছিলে স্লোগান ধরে সব ভাই
মিছিলে আওয়াজ তোলে রব ভাই
রাজপথে অবরোধ চলছে ;
রাষ্ট্র ভাষার কথা বলছে।
মিছিলের মুখে ছিল জব্বার
ভাষাটার দাবী ছিল সব্বার
মিছিলের পিছে ছিল কালামে,
দুই পাশে রফিক আর সালামে।
হঠাৎ মিছিল থামে গুলিতে
বাঙালির বুকে পিঠে খুলিতে
রক্তে রঙিন হয় রফিকে,
ঢলে পড়ে জব্বার ও শফিকে।
সেই থেকে ওরা ইতিহাস হয়;
শহিদের সম্মানে বেঁেচ রয়।
Leave a Reply