এনইউবিটি খুলনাতে পরিবেশ বিশয়ক সেমিনার


মে ১০ ২০১৮

Spread the love

সংবাদ বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার এনভায়রমেন্ট ক্লাবের উদ্যোগে বাংলাদেশ “ইয়োথ এনভায়রমেন্ট ইনিশিয়েটিভ” সহযোগিতায় পরিবেশ এর উপর দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। এতে খুলনার প্রায় ১৫টি স্কুল ও মাদ্রাসার ৫০ জনের অধিক শিক্ষার্থীদের নিয়ে “গ্রীন লার্নিং” শিরোনামে পরিবেশ দূষন,বায়ু দূষন, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনা সৃষ্টি করা হয়। সেমিনারের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জনাব রাজীব হাসনাত শাকিল, কো- আডিনেটর এনভায়রমেন্ট ক্লাব এনইউবিটি খুলনা, বাংলাদেশ ইয়োথ এনভায়রমেন্ট ইনিশিয়েটিভ এর প্রশিক্ষক রবি সংকর হাওলাদার, বহ্নি শিখা চৌধুরী ও মো: আল মুমিন খান ¯েœহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন আমেরিকান কর্ণার খুলনার কো- অর্ডিনেটর ফারজানা রহমান।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন