আশাশুনিতে প্রাণি সম্পদ উন্নয়নে উপকরণ বিতরণ


মে ২৯ ২০১৮

Spread the love

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের উপকরণ বিতরণ ও প্যাকেজ বাস্তবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, প্রভাষক ম মোনায়েম হোসেন, আ ব ম মোছাদ্দেক, শেখ মিরাজ আলি, ভিএফএ গৌরাঙ্গ কুমার রাহা, এস এম তোফায়েল আহমেদ, আঃ রকিব প্রমুখ। অনুষ্ঠানে ৯জনকে এলোমিনিয়ামের বালতি, ল্যাকটো মিটার, সিজারিন পট, মুরগির ঠোঁট কাটা মেশিন, অটো ভ্যাকসিনেটর গান প্রদান করা হয়।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন