আমাদের নজরুল


মে ২৫ ২০১৮

চিত্তরঞ্জন সাহা চিতু---
Spread the love

বাংলার বুলবুল,
আমাদের প্রিয় কবি
বিদ্রোহী নজরুল।

লিচুচোর ভোর হলো
আরো কত ছড়া,
লেখাগুলো ভারি মজা
যেন রসে ভরা।

প্রতিবাদ ছিলো তার,
জেলে যেতো বার বার।
তবু কবি করতো না ভয়,
নির্ভয়ে লেখা লিখে
আনতো বিজয়।

সেই কবি মান করে
বলে নিতো কথা,
কেটে ছিলো চুপচাপ
বড় নীরবতা।

আমাদের সেই কবি
আছে হৃদয় জুড়ে,
ভুলবো না কিছুতেই
থাকুক যত দূরে

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন