সাতক্ষীরার ছেলে হ্যালো’র শান্ত খুলনা বিভাগের শ্রেষ্ঠ বাংলাবিদ


এপ্রিল ২২ ২০১৮

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এহসানুল কাদির শান্ত খুলনা বিভাগের শ্রেষ্ঠ বাংলাবিদ নির্বাচিত হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের কর্মকর্তা তাহের শিপন জানান, খুলনা বিভাগের দশটি’র জেলার সেরা আট হাজার প্রতিযোগিকে সাথে নিয়ে খুলনা সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তুমুল প্রতিযোগিতা। সেখানে নিজের সেরাটি দিয়ে এহসানুল কাদির শান্ত শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রথম স্থান অধিকারী এহসানুল কাদির শান্ত শিশুদের সংবাদ ভিত্তিক একমাত্র পূর্ণাঙ্গ সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক। সে সাতক্ষীরার সদর উপজেলার মাগুরা গ্রামের এ্যাড. মো. আনিসুর কাদির ও মিসেস রোকেয়া কাদিরের দ্বিতীয় সন্তান। তার বাবা মা ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা কো অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন সকলের কাছে শান্ত’র জাতীয় পর্যায়ে সাফল্যে’র জন্য সকলের শুভ কামনা চেয়েছেন।
এদিকে, চ্যানেল আই ও ইস্পাহানি বাংলাবিদের আরেকটি আয়োজন সুন্দর হাতের লেখা বিভাগীয় সেরা এবং যশোরে এইচএসবিসি ও প্রথম আলো’র আয়োজনে অনুষ্ঠিত ভাষা প্রতিযোগিতায় বিভাগের সেরা দশ বানানবিদের একজন নির্বাচিত হয়েছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন