শ্যামনগরে বিতর্ক প্রশিক্ষণ ক্যাম্প


এপ্রিল ১৮ ২০১৮

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে বিতর্ক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁন, প্রশিক্ষণের প্রশিক্ষক ঢাকা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবুবক্কর সিদ্দিক প্রিন্স, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস প্রমুখ। প্রশিক্ষণে ত্রিপাণি বিদ্যাপীঠ, মুন্সিগঞ্জ, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যা নিকেতন, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়, ভূরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন