পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় এ বছর ব্রীডার বীজ থেকে ভিত্তি বীজ ব্রি ধান ২৮ উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। পাটকেলঘাটার প্রত্যান্ত অঞ্চালে এ বছর ব্রীডার বীজ থেকে ব্রি ধান ২৮ উৎপাদন করা হয়। সোমবার পাটকেলঘাটার তৈলকুপী, যুগীপুকুর, মৃর্জাপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষি মন্ত্রনালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সীর খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বুদ্ধদেব সেন। এসময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ সীডের প্রোপ্রাইটার বিশ্বজিৎ সাধু, কালাম সীড কোম্পানীর মো. আবুল কালাম, সোনামনি বীজ ভান্ডারের হাজী আঃ সোবহান, উষী সীডের কৃষিবিদ উত্তম মজুমদার, আহাদ সীডের আঃ আহাদ প্রমুখ।
পাটকেলঘাটায় ব্রীডার বীজ থেকে ভিত্তি বীজ ব্রি ধান ২৮ উৎপাদনে বাম্পার ফলন
এপ্রিল ১৭ ২০১৮