দুই সীমান্ত থেকে ৯৯ পিস স্বর্ণের গহনা ও ৭৫ টি উট পাখির বাচ্চা জব্দ


এপ্রিল ২১ ২০১৮

Spread the love

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে অবৈধভাবে আনার সময় জেলার পৃথক দুটি সীমান্ত থেকে ৯৯ পিস স্বর্ণের গহনা ও ৭৫ পিস উট পাখির বাচ্চা জব্দ করেছে বিজিবি।
শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
জব্দকৃত স্বর্ণের গহনার মধ্যে রয়েছে, লকেটসহ ১১পিস চেইন, ১১ জোড়া নাকফুল, ৭৭পিস আংটি এবং ৭৫ পিস উট পাখির বাচ্চা। জব্দকৃত স্বর্ণের গহনার আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সদর উপজেলার কুশখালী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত স্বর্ণের গহনা গুলো জব্দ করে। এদিকে, পদ্মশাখরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন