খোঁড়া বসন্তের কবিতা


এপ্রিল ৬ ২০১৮

খসরু পারভেজ---
Spread the love

বসন্তের কথা বলেছিলে তুমি
বসন্তে ফুল ফোটার কথা বলেছিলে
দগ্ধ দুপুরে দুরন্ত পথিকের কথা বলেছিলে
মেঘের ঘরে বৃষ্টির ঘুমিয়ে থাকার গল্প বলেছিলে

সবুজ আনন্দে নতুন পাতারা জেগে ওঠে
ভাটিয়ালি গন্ধে দুলে ওঠে বাতাসের বুক

পলাশের ঝরে পড়া মুগ্ধতায় তুমি
রক্তের উচ্ছ্বাসে জেগে ওঠা মানুষের কথা বলেছিলে
অথচ তোমার বসন্তে
কোকিল ডাকার কোনো কথা বলতে পারোনি

যে বসন্তে কোকিল ডাকে না
আমি তাকে খোঁড়া বসন্ত বলেই ডাকি।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন