সততার পরিচয় দিলেন তালা মহিলা কলেজের শিক্ষার্থী সালমা


মার্চ ১০ ২০১৮

Spread the love

তাল প্রতিনিধি: চল্লিশ হাজার টাকা পেয়ে মালিককে ফিরিয়ে দিলেন সালমা সুলতানা। তিনি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সালমা তালা উপজেলার আটারই গ্রামের জালাল জোয়াদ্দারের মেয়ে। সালমার সততায় সাধুবাদ জানিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও অধ্যক্ষ সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় সালমা তালা বাজারের অসীম ঘোষের দোকান শিল্পী ষ্টোর থেকে কাগজ কিনে কলেজ ছাত্রী নিবাসে ফিরে আসেন। ছাত্রী নিবাসে ফিরে দেখে কাগজেরর ভিতরে চল্লিশ হাজার টাকা। সালমা বিষয়টি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে জানান। এরপর অধ্যক্ষ দোকান মালিকের কাছে মুঠোফোনে বিষয়টি জানান। রাত ৮টার দিকে অফিস কক্ষে অধ্যক্ষ ও শিক্ষকর্থীদের উপস্থিতিতে মালিকের হাতে টাকা তুলে দেয়া হয়।
সালমা সুলতানা বলেন, টাকাটা তার মালিকের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি। টাকা তার মালিককে দিতে পেরে আমি মনে প্রশান্তি পাচ্ছি। অসীম ঘোষ সালমা সুলতানা প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসলে পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছে। তিনি চাইলে টাকা নিয়ে নিতে পারতেন। 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন