বালিশ পরিষ্কার করবেন যেভাবে


মার্চ ১৪ ২০১৮

Spread the love

লাইফস্টাইল ডেস্ক: কভার বদলে ব্যবহার করলেও বালিশের ভেতর জমে থাকে ধুলাবালি। অপরিষ্কার বালিশ নানা রোগের কারণ হতে পারে। বিশেষ করে চর্মরোগ ও খুশকি দেখা দেয় ময়লা বালিশ ব্যবহার করলে। কভারের পাশাপাশি নিয়মিত বালিশ পরিষ্কার করাও তাই খুব জরুরি। বালিশ অথবা কুশন কীভাবে পরিষ্কার করতে হবে জেনে নিন।

বালিশের কভার খুলে নিন।
গরম পানিতে সামান্য মাইল্ড ডিটারজেন্ট পাউডার মিশিয়ে বালিশ ডুবিয়ে রাখুন।
আধা ঘণ্টা অপেক্ষা করে হাত দিয়ে সামান্য নিংড়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
প্রচুর পানির সাহায্যে ধুতে হবে যেন ময়লা ও ফেনা পুরোপুরি চলে যায়।
আলো বাতাস আছে এমন স্থানে ক্লিপের সাহায্যে ঝুলিয়ে দিন ভেজা বালিশ।
শুকিয়ে ফেলে কভারে ঢেকে ব্যবহার করুন পরিষ্কার বালিশ।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন