পৃথিবীর পরিচিত ভোর


মার্চ ৩০ ২০১৮

রবিউল হাসনাত সজল---
Spread the love

এই মাঝ রাতে যখন
বন বিড়ালটাও গভীর ঘুমে মগ্ন
যখন পরিচিত চোখ মুখগুলো
রাত্রির ছাউনির নিচে শান্তির ঘুমে বিভোর
তখনো সেই মাঝ রাতে আমি জেগে আছি
কিন্তু কেনো?
সে উত্তর বেড়াতে গ্যাছে পশ্চিমের-
পরিচিত পিসির বাড়ি
যেখানে এখনো দিনের দেবতা হাঁসে
বৌদির কপালে আকা সকালের টিপে
আর রাত্রিগুলো ভোর হয় হলুদ জোছনায় ভিজে
তাই তো এখনো রাত্রি জাগতে ভালোলাগে-
ভালোলাগে ভুল করে-করে
নিজের ভুল ভাঙতে-আর ভুল ভাঙার পথকে
নতুনের হাত ধরাতে
যে হাত খুলে দেবে সব অন্ধ হৃদয়ের বন্ধ দোর
ফিরে পাবে পৃথিবী তার পরিচিত ভোর।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন