1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
৩০ পৌষ, ১৪৩১
Latest Posts
📰তালায় বন্ধ ক্লিনিক খুলতে দৌড়ঝাঁপ শুরু! 📰তালায় কেক কেটে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন 📰গুনাকরকাটি কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান📰আশাশুনিতে বিনা চাষ ও চাষকৃত জমিতে সরিষা আবাদ, দিগন্তজুড়ে হলুদ ফুলে সুশোভিত📰সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক📰আশাশুনিতে মৎস‍্য ঘেরের বাসা ও নেট পাটা ভাংচুর করে লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ 📰আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতেও ছিল: উপদেষ্টা সাখাওয়াত📰দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে : জামায়া‌তের আমির📰বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন📰কলারোয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

ঝুঁকিতে পাউবোর ৩০কিলোমিটার ভেঁড়ীবাঁধ শ্যামনগরে জলবায়ু পরিষদের মানববন্ধন ও স্মরক লিপি প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৫৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ৩০কিলোমিটার পাউবোর ভেঁড়ীবাঁধ মারাত্মক ঝুঁকিতে থাকায় তার পুননির্মাণের দাবীতে শ্যামনগর জলবায়ু পরিষদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে জলবায়ু পরিষদের মানববন্ধন ও স্মারকলিপিতে জানা যায়, শ্যামনগরের ৬টি ইউনিয়নের প্রত্যক্ষ এবং বাঁকি সকল ইউনিয়ন পরোক্ষভাবে উপকুলীয় পাউবোর বাঁধের সঙ্গে সংযুক্ত। ফলে বাঁধ ব্যবস্থাপনার উপর উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ড, খাদ্য নিরাপত্তা ও বসত ভিটাসহ সম্পদ রক্ষায় সরাসরি যুক্ত। কিন্তু, বর্তমানে সমগ্র উপকুলীয় বাঁধ দুর্বল ও ঝুঁকিযুক্ত হয়ে পড়ায় আতংকে থাকতে হয় শ্যামনগরের সকল মানুষদের।

এছাড়া পূর্বতোন আমলের ৪.২০মিটার আরএল লেভেল এর বাঁধ বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রতিরোধে সক্ষম নয়। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রায়শ: সৃষ্টি হচ্ছে। এসকল দুর্যোগে সাগর উত্তাল হয়,জোয়ারের পানি অত্যাধিক বেড়ে যায় এবং ঢেউও প্রবল হয়। এ অবস্থায় প্রধান রক্ষাকবচ উপকুলীয় বাঁধ। কিন্তু,বর্তমানে নাজুক এ বাঁধ মানুষের সম্পদ ও প্রাণ রক্ষায় অনুকুল নয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করেন, শ্যামনগর উপজেলায় মোট উপকুলীয় পাউবোর বাঁধের পরিমাণ ১৩৪.৬৬০কি:মি। যার মধ্যে ১৫ ও ৫নং পোল্ডারের ৩০কি: মিটার মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে ৫নং পোল্ডরের ঘোলা, বিড়ালক্ষী, কুপট, পূর্ব দূর্গাবাটী, ভামিয়া, নীলডুমুর,দাতিনাখালী, সেন্ট্রাল কালীনগর, দঃকদমতলা, হরিনগর, সিংহড়তলী, চুনকুড়ি,যতীন্দ্রনগর, পার্শ্বেখালী, টেংরাখালী ও কৈখালী এবং ১৫নং পোল্ডারের ডুমুরিয়া, চকবারা, জেলেখালী, লেবুবুনিয়া,পার্শ্বেমারী, নাপিতখালী, চাঁদনীমুখা গ্রাম সংলগ্ন বাঁধ।

এসকল স্থানের বাঁধ যে কোন সময় ভেঙে এলাকা প্লাবিত হতে পারে। তাই সবচেয়ে কাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইউনিয়ন পরিষদকে পাউবোর ভেড়ীবাঁধ সংস্কার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জলবায়ু পরিষদের পক্ষ থেকে দাবী জানানো হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক নাজিম উদ্দীন, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক ও জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখসহ জলবায়ু পরিষদের সকল সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd