হাইকোর্টে স্থায়ী হলেন ৮ বিচারপতি


ফেব্রুয়ারি ৮ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ৮ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

স্থায়ী নিয়োগপ্রাপ্ত আটজন হলেন বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এম ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

এ বিষয়ে মঙ্গলবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ দেন। দুই বছর পর তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

২০১৫ সালের ১২ ফেব্র“য়ারি ১০ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তাদের মধ্যে সম্প্রতি বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন আর ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী করা হয়নি।

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন