এসবিএন : একই সঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে রেকর্ডের পথে রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পিএসএলভি সি–৩৭ নামের একটি রকেটে করে এক সঙ্গেই উপগ্রহগুলো পাঠানো হয়েছে।
তবে এর মধ্যে ১০১টি উপগ্রহই হলো বিদেশি সংস্থার। এ কাজে সফল হলে নতুন বিশ্ব রেকর্ডে নাম লিখাবে ভারত।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে স্রিহারিকোটা থেকে এসব উপগ্রহ পাঠিয়েছে ভারত।
এর আগ পর্যন্ত বিশ্ব রেকর্ডটি ছিল রাশিয়ার। ৩ বছর আগে রাশিয়া এক রকেটে করে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল।
১০১টি বিদেশি উপগ্রহের মধ্যে ৮৮টি সান ফ্রানসিসকোভিত্তিক প্লানেট ল্যাবস–এর। বাকিগুলো ইসরায়েল, কাজাখস্তান, সুইজারল্যান্ড এবং আরব আমিরাতের বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের।
এক সঙ্গে এতগুলো উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ৫শ’ কিলোমিটার উঁচুতে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার ঘটনা এই প্রথম।
ইসরো জানিয়েছে, ৩২০ টনের রকেট, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) এই সব কয়েকটি কৃত্রিম উপগ্রহ নিয়েই এক সঙ্গে পাড়ি দিয়েছে। উপগ্রহগুলোর মোট ওজন ১৫শ’ কেজির মতো। খবর অল ইন্ডিয়ার।
Leave a Reply