সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীর প্রধান নিহত


ফেব্রুয়ারি ৭ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক  : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু শেখ ওরফে কোপা শামসু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

 

খুলনা র‌্যাব-৬ এর অপারেশন অফিসার জাহিদ হোসেন জানান, দুপুরের দিকে মোংলার কাছে সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারী সংযোগ খালে বনদস্যু শামসু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে।

বন্দুকযুদ্ধের পর বনের গহিনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান শামসুকে আটক করা হয়। শামসুকে আশঙ্কাজনক অবস্থায় আটক করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও ২টি রাম দা উদ্ধার করা হয়েছে।

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন