লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তৈরি পোশাক খাত


ফেব্রুয়ারি ৯ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক : ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার পোশাক রপ্তানির লক্ষ্যে এগিয়ে চলছে দেশের তৈরি পোশাক খাত। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে অনেকটাই শান্ত দেশের তৈরি পোশাক খাত। এর কারণ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মালিক পক্ষের আন্তরিকতা। এমনটাই মনে করেন শ্রমিক নেতারা। একই সঙ্গে, মাঝে মাঝে দু’একটি কারখানায় যে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায় তা উদ্দেশ্যমূলক বলে দাবি তাদের।

তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ মনে করে, এ শিল্পের লক্ষ্য অর্জনে উদ্দেশ্যমূলক শ্রমিক আন্দোলন বড় বাধা।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আন্দোলন চলতে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আজ থেকে ৩ বছর আগেও বায়ারদের কাছে বাংলাদেশ ছিল ১ নম্বর চয়েস। কিন্তু এখন তারা আমাদের এখান থেকে ব্যবসাটা নিয়ে অন্য কোথাও দেয়ার চিন্তা করেন।’

তাই এ ব্যাপারে সরকারকে এখনই সর্তক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রমিক-মালিক সুসম্পর্ক উন্নয়নে সব সময়ই আন্তরিক সরকার।

 

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন