এডিবির কাছে এবারও ঋণ সহায়তার প্রত্যাশা


ফেব্রুয়ারি ৮ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক: চলতি ২০১৭ সালেও আগের বছরের মতোই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৮১৩ মিলিয়ন ডলার ঋণ সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে এডিবি ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অর্থমন্ত্রী জানান, ‘এডিবির ভাইস প্রেসিডেন্ট বাৎসরিক সৌজন্য ভ্রমণে এসেছেন। তার সঙ্গে  বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর এডিবির থেকে ৮১৩ মিলিয়ন ডলার এডিবি ঋণ সহায়তা পাওয়া গেছে। চলতি বছরও একই পরিমাণ ঋণ পাওয়ার প্রত্যাশা রয়েছে। এর পাশাপাশি বাড়তি কিছু অনআনুষ্ঠানিক ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিবি।’

 

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন