আবিস্কার হল বিশ্বের প্রথম ছোট পেসমেকার


ফেব্রুয়ারি ১২ ২০১৭

Spread the love

এসবিএন : বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেসমেকার আবিষ্কার করলো বিজ্ঞানীরা। এই পেসমেকার দেখতে ছোট আকৃতির ট্যাবলেটের মত। এতে মোস্ট অ্যাডভান্সড পেসিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। পেসমেকার হচ্ছে এমন এক ধরণের ডিভাইস যেটি অনিয়মতান্ত্রিক হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রন করে। হৃদস্পন্দনের ছন্দময়তা বজায় রাখে।

পেসমেকার দু’ধরনের। একটি হচ্ছে হৃৎপিন্ডের অবিচ্ছেদ্য অংশরুপি সাইনো অ্যাট্রিয়াল নোড। যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত। অন্যটি হরচ্ছ যান্ত্রিক পেসমেকার। এটি অসুস্থ প্রাকৃতিক পেসমেকারকে নজরদারির মধ্যে রাখে। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছে, তারা ক্ষুদ্রাকৃতির এই পেসমেকারটি মার্কিন যুক্তরাষ্ট্রে এক রোগীর শরীরে স্থাপন করতে পেরেছে। এই পেসমেকারটিকে বলা হচ্ছে টিপিএস। ডিভাইসটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) এর কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছে।

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন