এসবিনিউজ ডেস্ক : আগামী দিনের প্রতিটি নির্বাচনও অবাধ এবং সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্য তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে। আমি আশা করি আগামী দিনের প্রতিটি নির্বাচন অবধ ও সুষ্ঠু হবে। জনগণের তাদের ইচ্ছা মতো ভোট দেবে। যাকে চাইবে, তাকে ভোট দেবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি- বাংলাদেশের মানুষের অধিকার এবং ভোটের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই সভাটির আয়োজন করা হয়।
Leave a Reply