অন্তর থেকে দায়িত্ব পালন করেছি : কাজী রকিবউদ্দীন


ফেব্রুয়ারি ৭ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক  : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, আমরা অন্তর থেকে  দায়িত্ব পালন করেছি। নতুন যারা আসছেন তাদের প্রতিও আমাদের আশা এবং আস্থা রয়েছে। তারাও গুরুত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি  বলেন, নতুন কমিশনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসছেন। এটি একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের জন্য শুভেচ্ছা রইল।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শাহ আলম এ সময় তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে ৫ জনকে নতুন ইসির জন্য মনোনীত করেন।

এই কমিশনে সিইসি নুরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন