এসবিনিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে পাঁচজনের নাম জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাখার জন্য প্রস্তাবনা দিয়েছে দলটি।
বাকি চার সদস্য হলেন সাবেক পিএসসি চেয়ারম্যান ড. সাদাত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকী।
অবশ্য এসব নাম নিয়ে এখনো গোপনীয়তা অবলম্বন করছে বিএনপি। পাশাপাশি এ জোটের আরো ৬টি শরিক দলও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
সার্চ কমিটিতে বিএনপির দাবি অনুযায়ী জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন না ঘটার পরেও ইসি গঠনে নাম জমা দেয়া না দেয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল খোদ বিএনপির শীর্ষ নেতাদের মাঝেই।
এদিকে নাম চূড়ান্তের আগে দলের স্থায়ী কমিটির সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর সোমবার বিকেলে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে সার্চ কমিটিতে জমা দেয়ার সিদ্ধান্ত হয়।
Leave a Reply