স্টাফ রিপোর্টার : সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র বার্ষিক সমন্বয় সভা শনিবার বটিয়াঘাটার ওয়াইসি রিসোর্ট এন্ড পিকনিক কর্ণারে অনুষ্ঠিত হয়। সভায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করে। সকাল ১০টায় সভা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
সনাক’র সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় সনাক খুলনা’র ২০১৫-১৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা ও বিবেক প্রকল্পের ফলাফলের ধারাবাহিক উন্নয়ন এর সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে প্রত্যেক গ্র“প তাদের ইস্যুভিত্তিক কার্যক্রমের উপর দলীয় কাজে অংশগ্রহণ করেন। দলীয় কাজ শেষে প্রত্যেক গ্র“পের পক্ষ থেকে একজন প্রতিনিধি দলীয় কাজ উপস্থাপন করেন। সনাক’র উপস্থাপনায় উঠে আসে তারা তাদের ভবিষ্যতে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করবে।
দলীয় উপস্থাপনা শেষে উপস্থিত অংশগ্রহণকারীবৃন্দ মুক্তালোচনায় সনাক খুলনায় দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। নির্ধারিত আলোচক হিসেবে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস বন্ধু গ্র“পের প্রতিনিধিরা আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে ইয়েস গ্র“পের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Leave a Reply