লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন : সংস্কৃতিমন্ত্রী


জানুয়ারি ২৮ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন।

শনিবার মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমীর ৩তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, যারা গান গাইছেন, কিংবা কবিতা লিখছেন সবাই কিন্তু সংস্কৃতি চর্চা করছেন। আর যারা এগুলো শুনছেন তারা সৃজনশীলতার মধ্যে রয়েছেন। সন্তানকে সংস্কৃতি মনা তৈরী করতে বাবামাকে তার সন্তানের প্রতি বিশেষ নজর দিতে হবে।

রাজধানীর হলি আর্টিজনের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, শিক্ষিতসচ্ছল পরিবারের জন সন্তান ঠান্ডা মাথায় ২০ জন মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে যে জঙ্গিবাদ জন্ম নিয়েছে, সেই জঙ্গিবাদের মূলহোতারা সন্তানের মস্তিস্কে ঢোকার চেষ্টা করছে। বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন