এসবিনিউজ ডেস্ক : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পদ্মা সেতু না হওয়ার জন্য যেভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে, রামপাল নিয়েও তেমন ষড়যন্ত্র থাকতে পারে। তবে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সবকিছু ভুল প্রমাণিত করেছে। শুক্রবার রাজশাহীর বাগমারায় ১০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করতে এসে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কমপ্লেক্স জাদুঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, রামপাল নিয়ে যারা আন্দোলন করছেন, তারা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছাড়াই এমনটা করছেন। সরকার তাদের কথা শুনছে। সরকার তাদের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, ‘রামপাল নিয়ে আন্দোলনকারীদের যেভাবে বাধা দেওয়া হয়েছে তা ঠিক হয়নি। এটি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি এ জন্য দুঃখপ্রকাশ করছি।
প্রতিমন্ত্রী বলেন, আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। ২০১৮ সালের জুনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু উপস্থিত ছিলেন।