1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
২৪ আশ্বিন, ১৪৩১
Latest Posts
📰সরকারি হিসাবে ডিমের চাহিদার চেয়ে উৎপাদন ৩০ শতাংশ বেশি📰পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন📰সাতক্ষীরায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 📰সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত📰আশাশুনিতে নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা 📰সাতক্ষীরায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত📰সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত 📰সে সবসময়ই চিটার: তমা📰ফিটনেস ট্রেনারকে ক্যাটরিনার ‘হুমকি’, কিন্তু কেন?📰‘বিয়ে দিয়ে দেবে নাকি’, বাড়িতে অতিথিদের ভিড়ে চিন্তায় শ্রাবন্তী

রবিবার আপনার কেমন যাবে?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭
  • ৪৬৮ সংবাদটি পড়া হয়েছে

আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও চন্দ্র। ২৯ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। শুভ বর্ণ : গোলাপী ও সাদা। শুভ বার ও গ্রহ : রবি ও সোম। শুভ রতœ : গার্নেট ও মুক্তা।

চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে,দুপর:১২:০৫ এ কুম্ভ রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি রাত :৬:১৭ পর্যন্ত, পরে ৩য়া তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):চাকরীজীবীরা কোনো জরুরী কাজে ব্যস্ত হতে পারেন। অনেক বেলা করে ঘুমনোর কারনে তরুন তরুনীরা বড় ভাই বা বোনের কাছ থেকে বকাঝকার শিকার হবেন। বন্ধুদের সাথে আজ বুঝেশুনে চলুন। কোনো বন্ধুর অনৈতিক কাজের সাথে নিজে জড়িয়ে পরতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় করতে গিয়ে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):আজ সরকারী চাকরীজীবীরা কোনো প্রকার ঝামেলার শিকার হতে পারেন। কর্মস্থলে অকারণে বহুমূখী চাপে পরতে পারেন। বেসরকারী চাকরীতে একমাত্র মাল্টিন্যাশনাল ব্যতিত কোনো প্রকার জরিমানা বা কর্মহানির সম্মূখীন হতে পারেন। সামাজিক বা দাতব্য কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন):আজ মিথুনরাশির প্রবাসী বন্ধুরা ভালো সুযোগ পেয়ে যাবেন। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদ্যমান ভিসা জটিলতা কেটে যেতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক যোগাযোগ শুভ। কোনো প্রভাবশালী বিদেশীর কারনে ভাগ্য উন্নতি হতে পারে। গার্মেন্টস শিল্পে কাজের সুযোগ পাবেন। বৈদেশীক কাজে সাফল্য আসবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রনে রাখুন। রাস্তাঘাটে তাড়াহুড়ো করলে দূর্ঘটনা বা পুলিশি হয়রাণির সম্মূখীন হতে পারেন। আজ বৈদেশীক কোনো কাজে মামলা মোকর্দ্দমার সম্মূখীন হতে পারেন। পাওনাদারের সাথে কোনো সমোঝতায় গেলে ভালো করবেন। বিদেশীর বীমা বিক্রয় কর্মীরা ভালো লাভ করতে পারবেন। শেয়ার ব্যবসায় লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ আপনার ব্যবসায়ীক অবস্থা ভালো যাবে না। কোনো অংশীদারের সাথে ব্যবসায়ীক কারনে দ্বন্দ হতে পারে। জীবন সাথীর সাথে কোনো কারনে প্রচন্ড কথা কাটাকাটির শিকার হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। কোনো প্রকার দূর্ঘটনার শিকার হয়ে জরিমানা গুণতে হতে পারে।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আজ মনের কু-প্রবৃত্তিগুলোকে দমন করা কঠিন হয়ে উঠবে। অণৈতিক সম্পর্কর বিষয়ে সাবধান থাকুন। কারো উপর বেশী নির্ভর করলে ঠকতে হবে। কর্মস্থলে কোনো সহকর্মীর শত্রুতার শিকার হতে পারেন। কাজের লোকেদের কারনে কোনো দ্রব্য বা পণ্য চুরি হতে পারে। পায়ে বা হাটুতে ব্যথা দেখা দেবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): দিনটি তুলা রাশির জাতক জাতিকার জন্য কর্মব্যস্ত একটি দিন। বৈদেশীক কাজে ব্যস্ত হতে পারেন। দুপরের পরে সন্তানের বিদেশে পড়ালেখার বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত দেখা দেবে। শিল্প সাহিত্যের চর্চায় বহু বাধা বিপত্তি ও ঝামেলা। বিদ্যার্থীদের পরীক্ষা ভালো হবে না। জানা উত্তোরও ভুল দিতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির বন্ধুদের দিনটি কিছুটা বাধা বিপত্তি ও হতাশার। দুপরে কেতু চন্দ্রের সংযোগে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রায় শেষ হয়ে আসা কোনো কাজে হটাৎ করে জটিলতা দেখা দিতে পারে। জমি ভূমি ও স্থাবর সংক্রান্ত কাজে আজ অগ্রসর না হওয়াই ভালো। কোনো আত্মীয়র কারনে পরিবারে অশান্তি দেখা দিতেপারে। ব্যবসায়ী ও চাকরীজীবীরা আশানুরুপ অগ্রগতি করতে পারবেন না।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সকাল সকালই প্রতিবেশীর কোনো আচরনে ক্ষিপ্ত হতে পারেন। ছোট ভাই বোনের বেয়াদবিতে আজ তাদের সাথে একচোট তর্ক হয়ে যেতে পারে। বৈদেশীক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা আজ ভালো লাভের আশা করতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের বিদেশ ভ্রমনের সুযোগ চলে আসবে। পত্র মারফত কোনো ভালো সংবাদ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): আজ মকর জাতক জাতিকাদের আয় উন্নতির ভালো সম্ভাবনা আছে। আমদানী রপ্তানী কারকদের আয় বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে। আজ পরিবার পরিজন নিয়ে বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার যোগ প্রবল। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): কুম্ভর জাতক জাতিকাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং। নিজের মনের উপর নিয়ন্ত্রন রাখা কষ্টকর। কারন আপনার রাগ ও জেদ হটাৎ করে বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কারনে বিদেশ যাত্রার যোগ বলবান। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে ভুল বুঝাবুঝি বা মনমালিন্য হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হবে। জীবন সাথীর কোনো প্রকার অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রবাসী বন্ধুরা ভালো ফল পাবেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সাথে বিদেশ যাবার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ প্রবল।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd