বাংলাদেশের মানুষ ভোটাধিকারটা চান: মওদুদ


জানুয়ারি ২৮ ২০১৭

Spread the love

এসবিনিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকারটা চান। জানুয়ারির নির্বাচনে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষেজেড ফোর্স সাইবার ট্রুপসএর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল। অথচ তারাই এখন এটা প্রত্যাহার করেছে। দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা জনগণও মানবে না। দেশে যে গণতন্ত্র আছে, সেটা দলীয় গণতন্ত্র। সত্যিকারের গণতন্ত্র নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন