এসবিনিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগ-পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার এক টুইট বার্তায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এ ঘোষণা দিয়েছে।
রিয়াদ ছাড়া এবারের আসরে বাংলাদেশ থেকে আরও খেলবেন ওপেনার তামিম ইকবাল। গত আসরে ব্যাট হাতে দারুণ খেলেছেন তামিম। পেশোয়ারের হয়ে খেলবেন এ বাম-হাতি ওপেনার। তবে এবারের আসর থেকে বাদ পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে রাখেনি পেশোয়ার জালমি।
প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারি শারজা ও দুবাইয় এই টুর্নামেন্ট শুরু হবে।
Leave a Reply