এসবিনিউজ ডেস্ক : অসচ্ছলদের আইনি সহায়তা দিতে ফান্ড দেবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইনগত সহায়তার যেসব মামলায় একপক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা মামলা পরিচালনা করেন, সেসব মামলায় অন্যপক্ষেও জ্যেষ্ঠ আইনজীবী নিয়োগে ফান্ড গঠন করা হবে বলে ঘোষণা দেন তিনি।
পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষকে আইনগত সহায়তা দিতে আইনজীবীদের প্রতি আহবান জানান সুরেন্দ্র কুমার। শনিবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট অডিটরিয়াম লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
বাংলাদেশে কর প্রদানের সীমা সর্বনিম্ন হলেও শত শত কোটি টাকার অনেক মালিক কর দেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।