Tag: weather

  • সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ করেন। সাতক্ষীরা সদর উপজেলাধীন ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদের মাগুরা তালতলা এলাকার সাধারণ জনমানুষের সাথে গণ সংযোগ করেন। এসময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবেদার রহমান, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, উপজেলা যুব সংহতির সহ সভাপতি আব্দুর রহিম, সেলিম হোসেন, জেলা যুব সংহতির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম ডাবলু, সম্রাট মেহেদী মনা, সোহেল প্রমুখ। এ সময় সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলা বাসির দোয়া ও সমর্থন কামনা করেন।

  • সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

    সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

    ঢাকা, ১২ নভেম্বর, ২০২২(বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
    আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
    সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উত্তর তামিলনাড়– উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
    আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
    আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
    আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।

    A.H