Tag: সাতক্ষীরা

  • সাতক্ষীরায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত

    সাতক্ষীরায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত

    নিজস্ব  প্রতিনিধি:
     সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার  (০৮ অক্টোবর) সকাল ১০ টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সংলাপে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান ।
     বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই, সাবেক কাউন্সিলর শফিক-উদ্দৌলা সাগর, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা সংস্থার সভানেত্রী সঞ্জু, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।
    উক্ত সংলাপে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।এসময়  বিগত সংলাপের ফলোআপ প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। আরো
    বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের  সভাপতি হৃদয় মন্ডল, প্রান্তিক যুব সংঘের সদস্য নুরজাহান ময়না, বেতনা যুব সংঘের সদস্য সাকিব হাসান, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য কৃষ্ণা  সরকার।
    সংলাপের উদ্দেশ্য ছিল সরকারী ও সমমনা প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরিস্কার ধারনা পাবে এবং তাদের সাথে যুব নারীদের সম্পর্কের উন্নয়ন ঘটবে। যুব নারীদের বিভিন্ন প্নাটফর্মে অন্তুর্ভক্ত ও অংশগ্রহনের সুযোগ তৈরী করে দেওয়া এবং নারীর ক্ষমতায়নে যে কমিটি গঠন করা হয়েছে তাদের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা।
    সংলাপে আলোচনার বিষয়বস্তু ছিল, যুব নারীদের  নেতৃত্তের  জায়গাগুলো কী হতে পারে? নারী নেতৃত্তের ক্ষেত্রে বাঁধাসমুহ কী কী? বাঁধা সমুহ দুর করার উপায়সমুহ কী কী? বাধা সমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের ভূমিকা সমুহ কী কী? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাহ্যিক বাঁধাসমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের (তথা পরিবার, কমিউনিটি, সাংবাদিক, সিভিল সোসাইটি, স্থানীয় সরকার ও প্রশাসনের ভূমিকা কী হতে পারে):  যুব নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বর্তমান সমাজে বিদ্যামান সুযোগ সুবিধাগুলো কী কী? ইত্যাদী বিষয়ে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন।
    পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ত¡ দিতে পারেন, সামাজিক বিভিন্ন কার্যক্রমে নারীরা নেতৃত্ত¡ দিতে পারেন ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নেতৃত্ত¡ দিতে পারেন
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন  প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, সহকারী হিসাব রক্ষক তাপসী মন্ডল।
  • কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তিসহ ৯ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

    কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তিসহ ৯ দফা দাবিতে সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার বেলা সাড়ে সোয়া ১১টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনারোড মোড়ে সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলে পুলিশ,বিজিবিসহ প্রশাসনের সদস্যদের উপস্থিত থাকলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ছাত্রদের কোন ধরনের বাধা প্রদান করেনি। ছাত্ররা খুলনা রোড মোড় অবরোধ করে ২ ঘন্টা অবস্থান করে ফিরে যান। এসময় কোটা আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত সাতক্ষীরার আসিফ হাসানের নামে সাতক্ষীরার খুলনারোড মোড়কে আসিফ চত্বর নামকরণের দাবি জানান। আন্দোলন চলাকালে যানবাহন চলাচল ব্যহত হয়।

  • সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে বাঁকাল পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে বাঁকাল পূর্বপাড়া এলাকায় ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও পৌরসভার এস ও সাগর দেবনাথ প্রমুখ। সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে বাঁকাল পূর্বপাড়ায় কালাম গাজীর বাড়ির সামনে হতে মহিদুল এর বাড়ি পর্যন্ত ৫৯০ ফুট পাকা ড্রেন ৫লক্ষ ৭৫হাজার ৪৫২ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
    এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুর রহমান, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, আব্দুল হামিদ গাজী, বাবলু গাজী, শেখ কবির হোসেন, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁকাল জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন। অপরদিকে  পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী মাঝের পাড়া মেইনরোডের মুখ হতে রিয়াজুল জান্নাত মসজিদ পর্যন্ত ২৬২ ফুট সিসি ঢালায় রাস্তা ২লক্ষ ৬১ হাজার ৯৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তাটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, রিয়াজুল জান্নাত মসজিদের সভাপতি মোঃ আব্দুর রহিম ও মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা জেলায় জনসংখ্যা জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২জন, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

    সাতক্ষীরা জেলায় জনসংখ্যা জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২জন, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

    সাতক্ষীরা প্রতিনিধি: ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ফলাফল অনুযায়ী সাতক্ষীরা জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। শত নারীর বিপরীতে ৯৯.১৫ পুরুষ রয়েছে। জনসংখ্যায় এগিয়ে সাতক্ষীরা সদর এবং সর্বনি¤œ জনসংখ্যা দেবহাটায় উপজেলায়।

    বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারি ও গৃহগণণা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়।
    সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেবের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, সদর সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

    ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রকিবুল হাসান।
    এতে বলা হয় সাতক্ষীরা জেলায় জনসংখ্যা এখন জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১০ লাখ ৯৩ হাজার ৫৫৪জন, নারীর সংখ্যা ১১ লাখ ২ হাজার ৯৩৬ জন।
    জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ০.৯০ শতাংশ। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫৭৫।
    আশাশুনি উপজেলার জনসংখ্যা ২ লাখ ৮১ হাজার ৭৫৮জন, দেবহাটা উপজেলা ১ লাখ ৩৩ হাজার ১৪জন, কলারোয়া উপজেলা ২ লাখ ৬১ হাজার ২৭০ জন, কালিগঞ্জ উপজেলায় ৩ লাখ ৫ হাজার ৪৯৫জন, সাতক্ষীরা সদর উপজেলায় ৫ লাখ ২২ হাজার ৯৬৪জন, শ্যামনগর উপজেলায় ৩ লাখ ৬৫ হাজার ৯৭০ এবং তালা উপজেলায় জনসংখ্যা ৩ লাখ ২৬ হাজার ১১১জন মানুষের বসবাস। এর মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যা ৩ হাজার ৮৬৫ এর মধ্যে নারী ১ হাজার ৮৮২জন ও পুরুষ ১ হাজার ৯৮৩জন।
    জেলার জনসংখ্যা ৮৪.৯২ শতাংশ মুসলিম, হিন্দু ১৫.৩৫, খ্রিস্টান ০.২৮, বৌদ্ধ ০.০০৫ শতাংশ এবং অন্যান্য০.০৮ শতাংশ মানুষ বসবাস করেন।
    এছাড়া জেলায় মোবাইল ব্যাবহারকারী সংখ্যা ৬৮.০৮ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ২৪ দশমিক ৭২ শতাংশ। জেলায় খানার সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৭৫২জন। এর মধ্যে পল্লীতে বসবাস করেন ৪লাখ ৫৪ হাজার ৩৬১ এবং শহরে বসবাস করেন ১লাখ ৯৩ হাজার ৩৯১জন। জেলায় বিদ্যুত সুবিধার আওতায় আছে ৯৯.৪৩ শতাংশ। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জেলার জনসংখ্যা ছিলো ১৯ লাখ ৮৫ হাজার ৯৬৯ জন। সর্বশেষ শুমারী অনুযায়ী জেলায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ লাখ ১০ হাজার ৬১৩জন।
    প্রসঙ্গত, সারাদেশে ২০২২ সালের ১৫ জুন একযোগে শুরু হয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শেষ হয় ২১জুন ।

     

    আরও পড়ুন..

    মিনিস্টার গ্রুপের সৌজন্যে তালায় ৮ দলীয় নক-আউট ফুটবল টুনামেন্টের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত 

  • মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যে উপদেশ দিলেন লায়লা পারভীন সেজুঁতি এমপি

    মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যে উপদেশ দিলেন লায়লা পারভীন সেজুঁতি এমপি

    মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- লায়লা পারভীন সেজুঁতি এমপি

    তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৮ জুন) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি।
    উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম।
    উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাবাদিক মীর জাকির হোসেনে সঞ্চলনায় উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফ, বিধান চন্দ্র সাধু, সদস্য সাংবাদিক আব্দুল জাতীয় দলের সাবেক ডিফেন্ডার উদয় সাধু প্রমুখ।
    খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী লাভ করেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সহকারী রেফারী শেখ হাবিবুর রহমান হাবিব, মো: আসাদুল ইসলাম। খেলা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তালা সদরের মো: শাওন, সেরা গোলা দাতা তালা সদরের মো: আলী হাসান। ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন, শিক্ষক জাহাঙ্গীর হাসান ও প্রধান শিক্ষক রেহেনা আক্তার।
    খেলায় প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের যুবকরা আগামী দিনের ভবিষৎ। সেই সাথে মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স¥াট বাংলাদেশ।
    খেলা শেষে প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি ঐচ্ছিক ফান্ড থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ ও গাছের চারা বিতরণ করেন।

  • আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ 

    স্টাফ রিপোর্টার :
    আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (২৪ মে)  শুক্রবার দিনব্যাপী লাবসা, আলিপুর, ভোমরা, ঘোনা, পৌর ৭ নং ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময়ের মাধ্যমে আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত কুমার মন্ডল।
    এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শফিক উদ্দৌল্লা সাগর,  অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম, বাপী বসু, আবু সাঈদ, বিপ্লব, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, সোহেল, আসাদুজ্জামান লাভলু, অমিত কুমার ঘোষ, মোঃ বেলায়েত আলী, মহিদ হোসেন, জামিনুর, নয়ন, তৌকির, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
    আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল  বলেন, আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
  • সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

    সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা
    হয়েছে। ২৩ থেকে ২৯ মে ২০২৪ জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ
    উদযাপন উপলক্ষে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র
    শেখ আনোয়ার হোসেন মিলন।
    বৃহস্পতিবার সকাল ১০টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে
    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
    প্রধান শিক্ষক আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন
    বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের।
    উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো:
    আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন,
    আবু সাঈদ, মাধবী রানী মন্ডল ও রুস্তম আলী, সাতক্ষীরা পৌরসভার
    টিকাদান সুপারভাইজার মো: ইবাদুল ইসলাম ও শাহীন বিশ^াস।
    উল্লেখ্য: পৌরসভার ৯টি ওয়ার্ডেও সকল প্রাথমিক, মাধ্যমিক ও
    মাদরাসা পর্যায়ে ৫ থেকে ১৬ বছর বয়সের সকল ছাত্রছাত্রীদের
    পর্যায়ক্রমে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের শারীরিক
    শিক্ষক মো: আবু সাঈদ।

  • কৈখালীতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

     সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১০ টা হতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে এস,কে,চক্ষু হাসপাতালের সার্বিক তত্বাবধানে  ফ্রী চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
    উপজেলার উপকূলীয় কৈখালী ইউনিয়নের দারিদ্র্য পরিবারের খেটে খাওয়া দিনমজুরদের ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
    সাধরণ মানুষের মাঝে এ যেন এক ঈদ আনন্দ,
    ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে রোগী দেখেন,এস,কে,চক্ষু হাসপাতালের
    ডাঃ আসাদুজ্জামান আসাদ, উ,স,ক মেডিকেল অফিসার,
    এস,কে,চক্ষু হাসপাতাল কেন্দ্রের ম্যানেজার আবুবক্কার সিদ্দিক স্বাধীন,এছাড়া উপস্থিত ছিলেন সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একে,এম আরিফ বিল্লাহ, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ আলফাত হোসেন,উপদেষ্টা,সাংবাদিক জি,এম,আমিনুর রহমান,উপদেষ্টা মণ্ডলীর সদস্য,গাজী আবুল হোসেন, সভাপতি মোঃ সোহেল রানা,সহ-সভাপতি মোঃ আলমগীর হায়দার, সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ নাহিদ,সিনয়র সহ-সভাপতি,আবুবক্কার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক আজাদ মিয়া রসুল,সহ আল- আমিন মেহেদী হাসান, মেকাইল হোসেন,আমিনুর রহমান প্রমুখ।
  • ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

    ঘূর্ণিঝড় ‘রেমাল’
    মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা
    কমিটির সভা করেছে জেলা প্রশাসন।
    বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক
    হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও
    উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রস্তুতি সভায়
    যোগ দেন।
    সভা শেষে হুমায়ুন কবির বলেন,‘‘ ঘূর্ণিঝড়
    ‘রেমাল ’ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি
    নেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব
    পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে
    নির্দেশ দেওয়া হয়েছে। ’’
    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়
    সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল ’
    মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি
    শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হচ্ছে ।
    এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা
    হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। জরুরী
    ত্রাণ কার্যে ব্যবহারের জন্য রয়েছে ৫ লাখ ২৫
    হাজার টাকা।

  •  জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার  মধ্যবিনিময় সভা

    বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে মধ্যবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ ই মে সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের কুরাইশী ফুডপার্কে এ মতবিনিময় সভায় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মো. রিপনুল হোসেন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির  কোষাধ্যক্ষ  উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। এসময়  জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, সংগঠনের সদস্য হতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে। সংগঠনকে অবশ্যই নির্ধারিত চাঁদা দিতে হবে। যারা চাঁদার টাকা দিতে ব্যর্থ হবে তাদের সদস্য পদ দেওয়া হবে না। এছাড়া জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। কারও পক্ষে কাজ করার কোন নজির কেন্দ্রীয় কমিটির নেই। তিনি আরো বলেন, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রুলস আনতে আদালতের দারস্থ হতে হবে। খুব শিগ্রই এটির বিষয়ে সমাধান আসবে।

  • তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

    শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
    খাদ্য গুদাম তালা আয়োজনে বুধবার (১৫ মে) সকাল ১১ টায় পাটকেলঘাটায় খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
    এসময় উপস্থিত ছিলেন,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, পাটকেলঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সজীব উদ্দৌলার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমূখ।
    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ,কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
    এবার উপজেলার চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৫০০ মেট্রিক টন চাউল প্রতিকেজি ৪৫ টাকা এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৭ মেট্রিক টন ধান প্রতিকেজি ৩২ টাকা ।

  • আশাশুনিতে (পিএফজি)’র অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

    আশাশুনিতে (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। পিএফজির কো-অরডিনেটর এস.এম বাচ্চুর  উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইকে চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিল, বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির জাতীয় পার্টির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মৌমাছি এনজিও কর্মকর্তা সুশান্ত মল্লিক, দি হ্যাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ, ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও পিএফজি’র অ্যাম্বসেডর এসকে হাসান, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০/৩১ জুন ও ১জুলাই পিএফজি’র সদস্যদের মৌলিক প্রশিক্ষণের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত এবং শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহিত হয়।
  • সাতক্ষীরায় ৪ দিনব্যাপী   দূর্যোগ ব্যবস্থাপনা  বিষয়ক কর্মশালার সমাপনী 

    সাতক্ষীরায় ৪ দিনব্যাপী   দূর্যোগ ব্যবস্থাপনা  বিষয়ক কর্মশালার সমাপনী 

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় ৪ দিনব্যাপী ইভিসি  কার্যক্রম বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৪ মে) সকাল ৯ টায় কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপকূলীয় শহরভিত্তিক জলবায়ু ঝুকি হ্রাস প্রজেক্ট ( কো-চ্যাপ) এর আওতায় সমাপনী অনুষ্ঠানে  পৌর ৮ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রস সোসাইটির প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মো. আজগর আলী, এনজিও প্রতিনিধি মো. রবিউল ইসলাম, হাসনাহেনা, মাজেদ খান, গণমাধ্যমকর্মী মো. মাসুদ আলীসহ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অত্র ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করণ ও তার প্রতিকার বিষয়ে আলোচনা  হয়।
  • আগরদাঁড়ি বাদামতলা এলাকায় যানবাহনের উপর মোবাইল কোর্ট  

    আগরদাঁড়ি বাদামতলা এলাকায় যানবাহনের উপর মোবাইল কোর্ট  

    তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে সাতক্ষীরার বিভিন্ন সড়কে যাত্রী, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটযানের উপর নিয়মিত মোবাইল কোর্ট অব্যহত রয়েছে।
    বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সড়ক দুর্ঘটনা রোধকল্পে যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে আগড়দাঁড়ির বাদামতলা নামক স্থানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ’র সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৩ টি মামলার বিপরীতে ৭শত’ টাকা জরিমানা আদায় করা হয়।
    এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস শুভ্র, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
    ধারাবাহিক ভাবে চলমান মোবাইল কোর্টের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।
    তিনি আরো বলেন আমরা শুধু যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও সরকার ইতিমধ্যে দ্বিতীয় ধাপে যে সকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন নেই তাদেরকে জরিমানা ব্যাতীত মূল কর ফিস দিয়ে কাগজ পত্র হালনাগাদ করার জন্য আগামী ৩০ জুন ‘২৪ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। এ সময় সীমার পরে যে সকল যানবাহনের কাগজ পত্র হালনাগাদ করবে না এবং চালকদের লাইসেন্স নবায়ন থাকবে না তাদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে।
  • জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 

    জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 

    জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 
    “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা  সদর হাসপাতাল কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ। এসময় আরো বক্তব্য রাখেন , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ,জেলা ভোক্তাধিকার কর্মকর্তা মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মো. রিয়াদ হাসান, সুশীলন সংস্থার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউনিসেফ খুলনার ফিল্ড অফিসের কর্মকর্তা শারমিন আক্তার ।
    এসময় উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিম, ডাঃ সাইফুল আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, ডাঃ এস এম এ মুক্তাদির তামীম, ডাঃ পার্থ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী প্রমুখ।
     উল্লেখ্য ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় উক্ত পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।
    এসময় বক্তারা বলেন, সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া
    বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে  অবশ্যই সচেতন হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে।
  • সাতক্ষীরায় এক সপ্তাহ এগিয়ে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

    সাতক্ষীরায় এক সপ্তাহ এগিয়ে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

    সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ সাইফুল ইসলাম আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

    (৯মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

    সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ,  সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ আরো অনেকে।

    এদিকে সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

    তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।