Blog

  • কালিগঞ্জের কৃষ্ণনগর সন্ত্রাসীদের অভয়ারান্য চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার আসামীসহ ১৩ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর , লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা

     সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
    ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া খাতুনের বাড়িঘর ভাংচুর,
    লুটপাট ও প্রেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক
    চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার কয়েকজন আসামীসহ
    ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার
    সাতক্ষীরার আমলী আদালত-২তে এ মামলা দায়ের করেন নিহত মোশাররফ
    হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকি। বিচারক নয়ন বিশ্বাস
    মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা
    গ্রহণের জন্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ
    দিয়েছেন।
    মামলার আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের
    রঘুনাথপুর গ্রামের জব্বার তরফদারের ছেলে মোশাররফ হোসেন হত্যা
    মামলার আসামী ইয়ার আলী, বাহার আলী, জহুর আলী, একই গ্রামের
    বরকতুল্লার ছেলে রেজাউল ইসলাম, আব্দুল খালেকের ছেলে মিজানুর
    রহমান, কালিকাপুর গ্রামের শওকত সানার ছেলে সাইফুল সানা,
    একই গ্রামের মনু মোড়লের ছেলে শাহীনুর মোড়ল, আজিজ ফকিরের
    ছেলে জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর গ্রামের শৈলেন্দ্রনাথ মণ্ডলের ছেলে
    রণজিৎ মণ্ডল, একই গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল খাঁ,
    সালাম মোল্লার ছেলে শাহীনুর মোল্লা, সোলাইমানের ছেলে নূর
    আহম্মেদ সুরুজ ও সোতা গ্রামের চিত্তরঞ্জন রায় এর ছেলে তপন
    রায়।
    মামলার বিবরনে জানা যায়, কৃষ্ণনগর ইউপি’র সাবেক
    চেয়ারম্যান জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মোশারারফ
    হোসেন হত্যা মামলার (এসটিসি- ২৫৯/২০) আসামী ইয়ার আলী,
    বাহার আলী ও জহুর আলীসহ ১৩ জন গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ
    হাসিনা দেশ ত্যাগের রাতে মোশাররফ হোসেনের বাড়িতে হামলা
    চালায়। পাহারাদার শাহীন ও আসিফকে পিঠ মোড়া দিয়ে বেঁধে
    নগদ টাকা ও সোনার গহনাসহ আসামীরা সাড়ে ৫ লাখ টাকারবেশি মালামাল লুটপাট করে। পরে তারা প্রেট্রোল ঢেলে ওই বাড়ির
    চারটি ঘরের ১০ লক্ষাধিক টাকার ফার্নিচার ও মালামাল পুড়িয়ে দেয়।
    এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে আদালতে মামলা
    করা হয়েছে।
    মামলার বিসয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জজ কোর্টের
    আইনজীবী অ্যাড. আল আমিন।
    এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ৫ আগষ্ট রাত থেকে
    চেয়রাম্যান মোশাররফ হত্যা মামলার আসামী ইয়ার আলী , বাহার
    আলী, জহুর আলী, তুহিন ছাড়াও রবিউল্লাহ বাহারের নেতৃত্বে
    একটি সশস্ত্র সন্ত্রাসীরা কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে
    ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আসছে। ডাকাতি বন্ধে
    পাহারাদারদের উপর গুলি করে পাঁচজনকে জখম করেছে ওই চক্রটি।
    তাদের অত্যাচারে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকার
    শতাধিক মানুষ বাড়ি ছাড়া। এরপরও গত মঙ্গলবার রাতে ওই বাহিনীর
    সদস্যরা আলিমউদ্দিন গাজীর প্রতিবন্ধি ছেলে রাশেদুলকে বাড়ি
    থেকে তুলে নিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেলে পালানোর সময় তারই
    ভাই সাবেক ইইপি সদস্য নজরুল ইসলাম পালিয়ে যাওয়ার সময়
    তাবে পিটিয়ে জখম করা হয়। এম্বুলেন্সযোগে তাকে ওই রাতেই
    সাতক্ষীরায় আনা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে ইউপি
    চেয়ারম্যান সাফিয়াকে বাড়ি তেকে উদ্ধার করে পুলিশ ও সেনা
    সদস্যরা কালিগঞ্জে নিয়ে আসে। প্রতিবন্ধি রাশেদুলকে বাড়ি
    থেকে বের না হওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।

  • আশাশুনিতে সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ

    আশাশুনি ব্যুরো:

    আশাশুনিতে কৃষকদের জন্য সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবল আহমেদ। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ফসলের সার ব্যবস্থাপনা, রোগ পোকা মাকড়, নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টি নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • আশাশুনির বড়দলের তিতুখালী-১ খাল জলমহালের দখল হস্তান্তর

    আশাশুনি উপজেলার তিতুখালী-১ জলমহাল এর পূর্বের ইজারাদারের ইজারা বাতিল পূর্বক নতুন ইজারা গ্রহিতাকে খাস কালেকশানের জন্য জলমহালটি হস্তান্তর করা হয়েছে। বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গতকাল সরেজমিন দখল বুঝিয়ে দিয়েছেন।

    বড়দল ইউনিয়নের বুড়িয়া মৌজায় ০১ নং খাস খতিয়ানভুক্ত ১৭৫, ২৭০ ও ৩১২ দাগে ২৫.৫০ একর আয়তনের তিতুখালী-১ খাল (বদ্ধ) জলমহালটি জেলা প্রশাসক সাতক্ষীরা ১৪৩১ সালের ইজারা বাতিল করেন। তখন সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি ১৫৩৩/১ নং স্মারকে গত ২৫ জুলাই সরকার অনুকূলে দখল নেওয়ার আদেশ প্রাপ্ত হয়ে লাল পতাকা পুতে দখল বুঝে নেন। জেলা প্রশাসক মহোদয় ২০ আগস্ট —- ৬৬৪ নং স্মারকে ১৪৩১ সালের জন্য ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করে বুড়িয়া গ্রামের মৃত জহর আলী সরদারের পুত্র হারুন সরদারকে ইজারা প্রদানের (খাস আদায়ের) জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি গত ২০ আগস্ট হারুন সরদারের অনুকূলে ইজারা মূল্য আদায় সাপেক্ষে জলমহালটি ইজারা প্রদান করেন।

    ২১ আগস্ট ইজারা মূল্য সরকারি কোষাগারে জমা প্রদান করা হলে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা মোতাবেক বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ২২ আগস্ট সরেজমিন গিয়ে ইজারা গ্রহিতা হারুন সরদারকে জলমহালটি বুঝিয়ে দিয়ে হস্তান্তর করেন। এসময় আবুল কালাম মোল্যা, সাবেক ইউপি সদস্য মাসুদ রানা, মঞ্জুরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরার সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৫ দফা দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সহ-

    সাধারন সম্পাদক পরিষদ শেখ আব্দুল কাদের বাচ্চু। এতে প্রধান অতিথির

    বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

    সংবাদ সম্মেলনে উল্লেখিত দাবী গুলোর মধ্যে রয়েছে, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে মনগড়া মিথ্যা চার্জশীট দাখিল করেন। যার প্রেক্ষিতে বিতর্কিত চার্জশিট ও মিথ্যা স্বাক্ষর ভিত্তিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। ইতোমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত চারজন বিএনপি নেতা কর্মী কারা কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুবরণ করেছে। সাবেক এমপি হাবিবসহ ৪৬ জন বিএনপি নেতাকর্মী অদ্যবধি কারা ভোগ করে চলেছে। অবিলম্বে কারাবন্দি বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়েছে। একই সাথে মামলায় ১২ বছর পর যাদের

    কাছ থেকে আলামত হিসেবে অস্ত্র জব্দ করা হয়েছিল তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার দাবী জানানো হয়। কারন অস্ত্র আইনে উল্লেখ রয়েছে যাদের কাছ থেকে আলামত উদ্ধার হবে তারাই আসামী হবে, এছাড়া ইংরেজী ২১৫ সালের ১৪ জুলাই ও আরবী ২৭ রমজান তারিখে কলারোয়া সেনালী ব্যাংকে ডাকাতি ও জোড়া খুনের মামলা পূনারাজ্জীবত করে এর সাথে সম্পৃক্ত আওয়ামীলীগ নেতাদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবী জানানো হয়। ২০১৩ সালের ৫ মার্চ উপজেলা পরিরষদ ভাইস চেয়ারম্যান কার্যালয়ে বোমা প্রস্তুতকালে নিজেদের তৈরী বোমা বিস্ফোরিত হয়ে শুকুর আলী নামে একজন মারা যায়। আহত হয় আরো তিনজন। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এছাড়া ২০০০ সালের ৫ অক্টোবর বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সড়ক পথে কলারোয়া আসার সময় পথিমধ্যে ঝাউডাঙ্গা কলেজের সামনে পৌছালে কলারোয়া আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়ি বহরে হামলা চালায় ও নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষন করে। যে কারনে তিনি সেখান থেকে বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে ঢাকায় ফিরে যান। এরপর আওয়ামী

    সন্ত্রাসীরা ও পুলিশ প্রশাসন সম্মিলিতভাবে কলারোয়া চৌরাস্তায় নির্মিত সভামঞ্চে হামলা চালায়, ভাংচুর করে ও পুলিশ প্রশাসন রাবার

    বুলেট নিক্ষেপ করে। এরপর তারা ৪৬ বিএনপি নেতা-কর্মীর নামে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরে আদালত থেকে তারা জামিনে মুক্তি পাই। এ ঘটনার বিচারবিভাগীয় তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের এবং সকল প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত করার জোর দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন,

    শহর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম সজীব, কলারোয়া উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুবদল নেতা সবুজ, পারভেজ, পলাশ, মোশরাফ, মোতাহার প্রমুখ। প্রধান অতিথি তারিকুল হাসান বলেন, শেখ হাসিনার গাড়ীবহর হামলার মিথ্যা মামলায় ফরমেয়শী রায়ে ৭০ বছরের কারাভোগ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবসহ ৪৬ নেতা-কর্মী। ইতিমধ্যে

    চার জন কারান্তরীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। তাদেরকে জেলখানায়

    শারিরীক নির্যাতন করায় তারা বিনাচিকিৎসায় মৃত্যু বরন করেছেন।

    তিনি এই হত্যার পিছনে জেল কৃর্তৃক্ষকে দায়ী করেছেন।

  • সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরে বাইপাসে মনপুরা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিয়ন সমাজকর্মী সাদ্দাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আজমিরা জামান,গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মেরাজুল ইসলাম, গ্রামীণ চক্ষু হাসপাতালের কনসালটেন্ট আজহারুল ইসলাম সহ আরো অনেকে।

    মতবিনিময় সভা শেষে প্রতিবন্ধী ও নারীদের প্রাথমিক স্বাস্থ্য চক্ষু পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও প্রাথমিক চক্ষু পরীক্ষার জন্য ভিশন চার্ট প্রদান করা হয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী রোগীদের জন্য চশমা ও চক্ষু অপারেশন ফ্রী করা হবে।

  • পাইকগাছায় জমা-জমির বিরোধে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু!

    বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

    পাইকগাছায় জমা-জমির বিরোধে মারামারিতে লোহার রডের আঘাতে কপিল উদ্দীন মেড়ল (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু আফিল মোড়লের পুত্র কপিল উদ্দীন মেড়ল মঙ্গলবার ভোর ৫ টায় উপজেলা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানাযায়। পুলিশ মরদেহ সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মৃতের মেয়ে লাবনি আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলার বাদী লাবনী আক্তার জানান, তার চাচা ময়রুদ্দীন মোড়ল (৫২) সাথে জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। গত ১২ আগষ্ট দুপুর ২ টার দিকে তার চাচা সহ ১০/১২ জন তাদের জমি দখল করতে আসে। এ সময় তার পিতা কফিল উদ্দিন মোড়ল বাঁধা দিলে লোহার রড দিয়ে মাথায় ও কপালে আঘাত করে রক্তাক্ত জখম করে। তার মা বাঁধা দিতে আসলে তাকেও পিটিয়ে আহত করে। এলাকাবাসী তার বাবা ও মা কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার বাবার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গত ১৫ আগষ্ট উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা থেকে ১৯ আগষ্ট বাড়িতে আনার পর আবারো অসুস্থ হয়ে পড়ে এবং ওই রাতেই তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগষ্ট ভোর ৫টায় তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মৃতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের মেয়ে লাবনী আক্তার বাদী হয়ে এজাহার দাখিল করেছে।

  • সাতক্ষীরার ত্রিশমাইল এলাকা থেকে এক গ্রাম ডাক্তারের  মরদেহ উদ্ধার করেছে সেনা সদস্যরা

    হাসানুর রহমান নামের এক গ্রাম ডাক্তারের মরদেহ উদ্ধার করেছে সেনা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোরে

    সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার

    করা হয়।

    নিহত হাসানুর রহমান (২৯) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের

    চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে।

    নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ও

    চকেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান,

    হাসানুর একজন গ্রাম ডাক্তার। সে নগরঘাটা ইউপি চেয়ারম্যান

    কামরুজ্জামান লিপুর দূর সম্পর্কের খালাতো ভাই। প্রথম স্ত্রীর সঙ্গে

    তালাক হয়ে যাওয়ায় গ্রামেরই মেয়ে লতাকে দ্বিতীয় বিয়ে করে সে।

    তার ১০ মাসের এক কণ্যা সন্তান রয়েছে। পোড়ার বাজারে তার একটি

    চেম্বার রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সংরক্ষিত

    মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুনের ছেলে ও তরুন সংঘের

    সভাপতি ইকবাল হোসেন হাসানুরকে তার পোড়ারবাজারের চেম্বার

    থেকে বের করে একটি রাম দা সহ ছবি তোলে। পরে ইকবালা তাকে

    মারপিট করে তরুণ সংঘ ক্লাবে আটকে রাখে। সেখান থেকে বিশেষ

    পোশাক পরিহিত কয়েকজন রাত সাড়ে সাতটার দিকে হাসানুরকে

    একটি গাড়িতে করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত দুটোর

    দিকে তাকে কয়েকজন লোক গাড়িতে করে লিপু চেয়ারম্যানের

    বাড়িতে নিয়ে আসে। সেখান সে হৃদরোগে আক্রান্ত হয় মর্মে

    শুনেছেন। মঙ্গলবার ভোরে ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনীর

    সদস্যরা তার লাশ উদ্ধার করেছে মর্মে জানতে পারেন তারা। বিকেলে

    লাশের ময়না তদন্ত শেষে রাত ৮টার দিকে বাড়িতে আনা হয়। রাত ১০টার

    দিকে স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক

    কবরস্থানে হাসানুরের লাশ দাফন করা হবে।

    তবে এ ব্যপারে নিহতের ভাই মিজানুর রহমানের কাছে জানতে মুঠো

    ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে সংযোগ

    বিচ্ছিন্ন করে দেন। তার বড় ভাই শাহীনুরের নাম্বার বন্ধ পাওয়া যায়।

    তবে হাসানুরের চাচাত ভাই আব্দুল মাজেদ জানান, শারীরিকভাবেদুর্বল হাসানুরের কোন শত্রু ছিল না। জমি নিয়ে স্থানীয়ভাবে

    বিরোধও ছিল। তার বড় ভাই শাহীনুরের কারণে হাসানুরকে মরতে

    হলো।

    এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

    কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে

    সেনা বাহিনীর সদস্যরা এক অজ্ঞাত পুরুষের লাশ হাসপাতালের জরুরী

    বিভাগে রেখে যান। বিষয়টি তালা থানাকে জানালে থানা ভারপ্রাপ্ত

    কর্মকর্তার সঙ্গে স্বজনরা এসে ওই লাশ উপজেলার চকেরকান্দা

    গ্রামের হাসানুর রহমানের বলে চিহ্নিত করে। মৃতের শরীরের বিভিন্ন

    আঘাতের চিহ্ন আছে বলে জানান ওই চিকিৎসক।

    মৃত হাসানুরের ময়না তদন্তকারি চিকিৎসক সাতক্ষীরা সদর

    হাসপাতালের ডাঃ আসাদুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করলে

    তিনি ফোন রিসিভ করেননি।

    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সাংবাদিকদের

    জানান, হাসপাতালে যেয়ে লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে

    ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর

    হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে

    আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    তালা উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান

    সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তার কোন বক্তব্য নেই। যাহা বলার

    জেলা প্রশাসক বলবেন।

    সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন,

    সোমবার সন্ধ্যায় হাসানুর পাটকেলঘাটা খাদ্যগুদামে লুট করতে গেলে

    স্থানীয়রা তাকে পিটিয়ে মেরে ফেলেছে।

  • প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সভা  অনুষ্ঠিত

    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সভা অনুষ্ঠিত

    হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কফিভিলাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন

    স্বপ্নসিঁড়ির সভাপতি মুহা. আলতাফ হোসেন। সভায় স্বপ্নসিঁড়ির

    সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপদেষ্টা জামাল উদ্দীন,

    সিনিয়র সহ সভাপতি অহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, সিনিয়র যুগ্ম

    সম্পাদক এস এম বিপ্লব হোসেন, আবু সাঈদ, আব্দুল্লাহ আল মামুন, মীর

    তাহমিদুর রহমান, সেলিম হোসেন প্রমুখ। সভায় আগামী ৩১ আগষ্ট

    বৃক্ষরোপন, ৭ সেপ্টেম্বর ট্রাফিকের দায়িত্ব পালন করা রোভার স্কাউটদের সংবর্ধনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য   র‍্যালি ও সমাবেশ  

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য   র‍্যালি ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকালে সাতক্ষীরা পৌর  স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শহরের আমতলা মোড়  হতে বর্ণাঢ্য   র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  নারিকেলতলা মোড়ে  গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টে। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের
    পৌর ১ নং ওয়ার্ডের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, ৩ নং ওয়ার্ড সভাপতি মহসিন হোসেন, সদস্য সচিব মোঃ শিমুল, স্বেচ্ছাসেবকদলনেতা বিল্লাল হোসেন,  মো. আবুল কালাম, আশিকুর রহমান শিমুল,আবু রায়হান, পৌর যুবদলনেতা সাইফুল্লাহ আল কাফি প্রমুখ।
     এ সময় পৌর সভার ৯ টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। শেখ হাসিনা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে গেলেও এখনো তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সতর্ক থেকে কাজ করতে হবে। র‍্যালিপূর্বক বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
  • পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত।

    বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

     

    পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় পৌরসদরের জিরো পয়েন্টে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি নয়ন হোসেন, ঈশিতা এনাম। উপস্থিত ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন আহমেদ, কুয়েটের মোঃ আসির ফয়সাল, মোঃ রাহানুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ফাহিম শাহরিয়া সজীব, পাবনা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিক হাসান পলক, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকসারা নেওয়াজ, বিএল কলেজের এস এম ওসামা। এ সময় বক্তারা বলেন, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম দুর্নীতি, পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম দুর্নীতি, ভূমি অফিসের নানা অনিয়ম দুর্নীতি, বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতি, বিএনপি জামায়েত যোগ হয়ে জমি দখল, লুটপাট, ঘের দখল সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তারা।

  • কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া ঢাবি শিক্ষক পদত্যাগ করে মোনাজাত ধরলেন

    কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া ঢাবি শিক্ষক পদত্যাগ করে মোনাজাত ধরলেনপদত্যাগের পর অধ্যাপক আব্দুল বাছিরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং হাত তুলে দোয়া করেন শিক্ষার্থীরা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর অধ্যাপক আব্দুল বাছিরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং হাত তুলে দোয়া করেছেন শিক্ষার্থীরা।

    সোমবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডিন কার্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আব্দুল বাছির মৌখিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

    এর আগে দুপুর ১২টা থেকে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কলা অনুষদের সামনে এবং ভিতরে পদত্যাগের দাবিতে মিছিল করে। শিক্ষার্থীদের অভিযোগ তিনি পলাতক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছিলেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

    এর আগে বটতলায় রমজান মাসকে স্বাগত জানিয়ে চলতি বছরের গত ১০ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী।

    বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করায় গত ১৩ মার্চ ওই শিক্ষার্থীদের শোকজ করেছিলেন অধ্যাপক বাছির। তখন বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা হয়। এ বিষয়েও শিক্ষার্থীরা তাকে জিজ্ঞেস করেন।

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সময় অধ্যাপক আব্দুল বাছির বলেন, আমি নিজ থেকেই আজ পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম। আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি, কোরআন তেলাওয়াত নিয়ে শিক্ষার্থীদেরকে চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে।

    অধ্যাপক আব্দুল বাছির বলেন, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হয়েছে। পূর্বে কোরআন তেলাওয়াতে বাধা দেয়ার জবাব দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডিন অধ্যাপক আব্দুল বাছিরের রুমে কোরআন তেলাওয়াত করেন এবং সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেন।

    এ দিকে ‘শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরাচারের পক্ষাবলম্বন’ করায় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন পদত্যাগ করেছেন। এর আগে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অনুষদে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছেন।

  • ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন জানেন না বোর্ড সিইও

    ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন জানেন না বোর্ড সিইওবিসিবিতে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তার সঙ্গে ছিলেন বোর্ড সিইও এবং ক্রিকেটার তামিমসহ অন্যরা। ছবি: বিসিবি

    অন্তবর্তীকালীন সকরারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার মিরপুর স্টেডিয়ামে আসেন। বিসিবি কার্যালয় ও মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। নারী ক্রিকেট দলের খেলোয়াড়, বোর্ডের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ছিলেন সঙ্গে।

    পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পারেননি। সামনে অন্য ফেডারেশনগুলোতে যাওয়ার কথাও বলেন তিনি।

    পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সিইও নিজামউদ্দিন। তিনি জানান, কারো সঙ্গে কোন বিশেষ বিষয়ে আলাপ হয়নি। এছাড়া তামিম কেন উপদেষ্টার সঙ্গে ছিলেন তা জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

    বোর্ড সিইও বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি পরিদর্শনে এসেছিলেন। তিনি বোর্ডে সুযোগ-সুবিধা সরেজমিনে দেখেছেন। আমার মনে হয়েছে, তার কিছু পরিকল্পনা রয়েছে। তিনি সম্ভবত অন্য ফেডারেশনগুলোও সামনের দিনগুলোতে পরিদর্শন করবেন।

    তামিমের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা বলতে দেখা যায়। যা নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবি’র সিইও বলেন, আমি যতটুকু জানি, কারো সঙ্গে নির্দিষ্ট কোন বিষয়ে আলাপ হয়নি। উপদেষ্টা বোর্ডের অনেকের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। আমি জানি না, তামিম কী কারণে এসেছিলেন। উপদেষ্টার সঙ্গে তাকে কথা বলতে দেখেছি। এর বাইরে আমিও কিছু জানি না।’

    আগামী অক্টোবরে বাংলাদেশে নারীদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বোর্ড সিইও জানিয়েছেন, তারা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। সরকার আন্তরিক এবং সেনাবাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত। বিসিবির প্রস্তুতি নিয়ে আইসিসিও খুশি। উল্লেখ্য মেয়েদের বিশ্বকাপ কোথায় হবে তা নিয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

  • আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিটহাইকোর্ট। ফাইল ছবি

    ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

    সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।

    এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

    রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

    বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

  • ইসলামী ব্যাংকের ৬ ডিএমডি বরখাস্ত

    ইসলামী ব্যাংকের ৬ ডিএমডি বরখাস্তছবি- সংগৃহীত

    এস আলম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ইসলামী ব্যাংকের ৬ ডিএমডিসহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

    বরখাস্ত করা সাতজন হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী। এছাড়া আইবিটিআরএ প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

  • নবনির্বাচিত কলারোয়া বাজর ব্যাবসায়ী সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

    ১৮ আগষ্ট রবিবার রাতে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য বৃন্দরা। নবনির্বাচিত কমিটির কমিটির সভাপতি-  মোঃ শওকাত হোসেন, সাধারণ সম্পাদক- মীর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন-  সহ-সভাপতি রবিউল আলম, সহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল। যুগ্ম সাধারণ সম্পাদক – আবু সাঈদ, আশরাফুজ্জামান বাবু। সহ সাংগঠনিক সম্পাদক – আসাদুজ্জামান আসাদ,আব্দুল মমিন, সফিউল্লাহ। অর্থ বিষয়ক সম্পাদক – দিলীপ অধিকারী চান্দু। ধর্ম বিষয়ক সম্পাদক – আশরাফ আলী বাবু। দপ্তর সম্পাদক – হাসান আলী, মোঃ জয়নাল। সমাজ কল্যাণ সম্পাদক – মোঃ মোস্তাক আহমেদ। প্রচার সম্পাদক – মামুনুর রশিদ লালু, মোঃ রবিউল ইসলাম। ক্রিড়া সম্পাদক – ফারুক হোসেন স্বপন। কার্যনির্বাহী সদস্য- ইমরান হোসেন, জেহের আলী, আজহারুল ইসলাম, আনারুল ইসলাম, মেহেদী হাসান, রূপচাঁদ সদ্দার। এ সময় আগামীদিনে যাতে বিনা বাধায় বাজারে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, কোন ধরনের হয়রানির শিকার না হতে হয় এবং বাজারের নৈশো প্রহরীদের বেতন বৃদ্ধি ও তাদের বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা।
  • সাতক্ষীরায় মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

    মটর সাইকেলের সঙ্গে পণ্যভর্তি ট্রাকের
    মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেলের চালকসহ আরোহী নিহত
    হয়েছেন। সোমবার দুপুরে সাতক্ষীরা- ভোমরা সড়কের সুফির
    বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর দীঘির পাড়ের নূর
    আলী দেঁড়ীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আব্দুল
    হান্নান(৫৫) ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরিফুল
    ইসলাম(৪২)।
    নিহত হান্নানের ভাই আব্দুল মান্নান জানান, তার ভাই ভাড়ায়
    চালিত মটর সাইকেল চালক আব্দুল হান্নান ভোমরা বন্ধরের শ্রমিক
    শরিফুলকে নিয়ে সোমবার দুপুর একটার দিকে আলীপুর থেকে
    ভোমরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বটতলা নামক স্থানে
    বিপরীত দিক থেকে আসা পণ্যভর্তি একটি দ্রুতগামি
    ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-০২১৯) ওই মটর সাইকেলের সামনে ধাক্কা
    মারে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আব্দুল হান্নান নিহত
    হন। আশঙ্কাজনক অবস্থায় শরিফুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ
    হাসপাতালে নিয়ে গেলে বিকেল তিনটার দিকে তাকে মৃত বলে
    ঘোষণা করা হয়। নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই নিজ নিজ
    বাড়িতে আনা হয়েছে।
    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম সড়ক
    দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

  • আদালতে সাতক্ষীরার সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ ২৮ জনের নামে হত্যা মামলা

    ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পলাশপোলের মুকুল
    হোসেনের বাড়ির ছাত্রাবাসে পুলিশের গুলিতে
    ছাত্রশিবির নেতা আমিনুর রহমানের মৃত্যুু
    তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর
    সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী
    মনিরুজ্জামানসহ ২৮ জনের নামে আদালতে হত্যা
    মামলা

    ২০১৪ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার শহরের
    কামাননগরের একটি ছাত্রবাসে ঢুকে ছাত্র শিবিরের নেতা
    আমিনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার তৎকালিন
    পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালিন
    অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর থানার তৎকালিন
    ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
    দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
    ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে
    নিহত আমিনুর রহমানের ভাই সিরাজুল ইসলাম(৫৪) বাদি হয়ে
    সোমবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতে এ
    মাম লা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির লিখিত
    অভিযোগ আমলে নিয়ে (১৫৬(৩) ধারা মতে) এজাহার হিসেবে
    গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত
    কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসাথে একজন সহকারি
    পুলিশ সুপার বা পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ
    কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া
    হয়েছে।
    মামলার আসামীরা হলেন, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী
    মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের সাবেক জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার
    কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা
    ইনামুল হক, সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম, উপরিদর্শক
    হুমায়ুন কবীর, উপপরিদর্শক বিধান কুমার বিশ্বাস, উপপরিদর্শক

    ইয়াছিন আলী, সহকারি উপপরিদর্শক লিটন বিশ্বাস, সিপাহী
    জাহাঙ্গীর আলম, সিপাহী বেলায়েত হোসেন, সিপাহী জিল্লুর
    রহমান, সিপাহী বাবুল হোসেন, সিপাহী ফারুখ হোসেন,
    সিপাহী শেখ আলম, জেলা গোয়েন্দা পুলিশে তৎকালিন কর্মরত
    উপপরিদর্শক আব্দুল হান্নান, উপপরিদর্শক হান্নান শরীফ,
    উপপরিদর্শক আবুজার গিফারী, বাগেরহাট জেলার মোল্লারহাট
    থানার সোনাপুর গ্রামের মৃত মোশাররফ হোসের ছেলে গোয়েন্দা
    পুলিশে কর্মরত মোঃ আলী হোসেন, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের
    তৎকালিন সিপাহী হাবিবুর রহমান, সিপাহী রাসেল মাহমুদ,
    সিপাহী ওমর ফারুক, সিপাহী আব্দুর রহমান, সিপাহী আবিদুর
    রহমান, সিপাহী আসাদুজ্জামান, সিপাহী বদরুল আলম, শহরের
    দক্ষিণ কামাননগরের আবুল কাশেমের ছেলে আনারুল ইসলাম রনি,
    একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এসএম ইউসুফ সুলতান ও
    মোকছেদ সরদারের পালক পুত্র মোঃ বাবর আলী।
    মামলার বিবরনে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
    ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে
    ছাত্রশিবির নেতা আমিনুর রহমান খুলনা ব্রজমোহন মহাবিদ্যালয়
    থেকে ২০১৪ সালে বাংলায় অনার্স মাস্টার্স শেষ করে সাতক্ষীরা
    শহরের কামাননগর কবরস্থানের পাশে জনৈক মুকুল হোসেনের
    বাড়িতে একটি ছাত্রাবাসে থাকতো। ২০১৪ সালের ২৭ এপ্রিল
    দুপুরে ভাত খাওয়া চলাকালিন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী
    মঞ্জুরুল কবীরের নির্দেশে পুলিশের সোর্স বাবর আলী , যুবলীগ
    কর্মী আনোয়ারুল ইসলাম রনি এসএম ইউসুফ সুলতান, সদর
    সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হকসহ সদর থানার চারজন
    উপপরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক, ছয়জন সিপাহী
    গোয়েন্দা পুলিশের তিনজন উপপরিদর্শক ও আট জন সিপাহী
    মুকুল হোসেনের বাড়ির বাইরে অবস্থান নেয়। বাড়ির গেট ধরে
    ধাক্কা ধাক্কি করার একপর্যায়ে ছাত্রাবাসে থাকা আব্দুল গফুর গেট
    খুলে দেয়। এ সময় পুলিশ ছাত্রাবাসের আটজন সদস্যকে অস্ত্রের
    মুখে জিম্মি করে ফেলে। সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম
    ছাত্রাবাসে থাকা আমিনুর রহমানের পিঠের বাম দিকে গুলি করে।
    আমিনুর মেঝেতে পড়ে গেলে তার পায়েও গুলি করা হয়। একপর্য়ায়ে
    অধিক রক্তক্ষরণে আমিনুর মারা হয়। এ সময় ছাত্রাবাসে থাকা
    কয়েকজন ছাত্র শিবিরের সাত কর্মী গুলিতে জখম হন। তাদেরকে

    পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা
    হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ছাত্রাবাস থেকে মটর
    সাইকেল , বাই সাইকলেসহ বিভিন্ন জিনিসপত্র পিকআপ যোগে
    থানায় নিয়ে যায়। ময়না তদন্ত শেষে আমিনুরের লাশ তার ভাই
    হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার তারিখে রাতে
    পুলিশের পক্ষ থেকে নিহত আমিনুরসহ কয়েকজন জখমীর নামে সদর
    থানায় জিআর-৩২৮/১৪ ও ৩২৯/১৪ নং মামলা দায়ের করা হয়। ওই
    সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে
    মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ
    হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়েছে।
    বাদিপক্ষের আইনজীবী ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ
    আইনজীবী অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ পাঁচজন।
    সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. তোজামম্মেল
    হোসেন তোজাম ২৫ পুলিশ সদস্যসহ ২৮জনের বিরুদ্ধে আদালতে
    দায়েরকৃত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশের
    বিষয়টি নিশ্চিত করেছেন।

  • অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ: ড.ইউনূস

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ড. ইউনূস।

    প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

    সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

    এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ের এই অধিবেশনটি সঞ্চালনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    উদ্বোধনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার।’

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস’ দর্শনের সম্প্রসারণ হিসেবে এ উদ্যোগটি শুরু হয়েছিল। আর এটি মূলত ভারতের বসুদেব কুটুম্বকমের দর্শন।

    এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্রিত করার পরিকল্পনার অংশ।

    ভারত ২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস) এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল, তবে দুটি সম্মেলনই ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়েছিল।

    শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল।