Blog

  • শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল

    চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। তবে এই মামলা নিয়ে হট্টগোল হয়, উত্তপ্ত হয় আদালত কক্ষ।

    আদালত সূত্র জানায়, অভিযোগ নিয়ে বাদীর বক্তব্য নেওয়ার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

    এ সময় আদালতে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। এর কিছুক্ষণ পর সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন বিচারক।

    বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মামুন আলী। মামলার অপর আসামি হিসেবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিকও অন্তর্ভুক্ত হয়েছেন।

    মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, চট্টগ্রাম মহানগরের সাবেক পুলিশ কমিশনার ইকবাল বাহার, নগর গোয়েন্দা অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত, নগরের হালিশহর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী, আওয়ামী লীগের নেতা এরশাদুল আমীন, হালিশহর থানার তৎকালীন এসআই জামাল উদ্দিন, মাহবুব মোর্শেদ প্রমুখ।

    chottogram

    মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ আগস্ট হালিশহর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই সময় হালিশহর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বাদীসহ বিএনপির ১৭ কর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করেন। বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যা তার বাবার কাছে পাঠানো ভিডিওর মাধ্যমে জানানো হয়। বাদীর বাবা ৭ লাখ টাকা দেন। এছাড়া ঘটনার দিন ওসি প্রণব চৌধুরী শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভিডিও কল দিয়ে বাদীর নির্যাতনের ছবি দেখান। পরে বাদী জামিনে বেরিয়ে এলে কয়েক দফায় তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়।

    বিচারককে এজলাসে হট্টগোল ও কটূক্তির মুখে পড়তে হয়। বাদীপক্ষের আইনজীবীরা সরাসরি থানায় মামলা নেওয়ার দাবি জানালে, বিচারক দুই ঘণ্টা পর ফের এজলাসে ফিরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন।

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবীরা মক্কেলের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, তবে তা আইনের সীমার মধ্যে থাকতে হবে। আদালতের আদেশের প্রতি সম্মান জানানো উচিত।

  • বিএনপি নেতা হাবিবের জামিন পাওয়ার খবরে শ্যামনগরে আনন্দ মিছিল

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মীর জামিন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
    মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে.সি কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
    শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।
  • আশাশুনিতে প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

    আশাশুনি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল হক, অরুন কুমার গাইন, পরিমল দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সঠিক ভাবে প্রতিষ্ঠান পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
  • জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু
    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুফাইল ছবি

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

    হাসানুল হক ইনুকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

    আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিগত আওয়ামী লীগ সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

    ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলকালে ছাত্র–জনতা নিহতের ঘটনায় মামলা করা হচ্ছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাঁর সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের নেতাদের আসামি করা হচ্ছে।

    এমন কয়েকটি মামলায় আওয়ামী লীগের জোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে। ২২ আগস্ট মেননকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে আছেন।

  • ফারাক্কা খোলায় বন্যাঝুঁকিতে দেশের যেসব জেলা 

    ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এ গেট গুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। এই গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ  আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন সমকালকে বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ  আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

    ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

  • ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 

    ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের গোল উদযাপন। ছবি: বাফুফে

    সাফ অনূর্ধ্ব-২০ আসরে ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের মাটিতে ভারতের বিপক্ষে এই জয়ে ফাইনালে উঠে গেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা।

    সোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করে লিড নেয় বাংলাদেশ। ফাইনালে পথে এক পা বাড়িয়ে দেয় তারা। পরে গোল করে সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এরপর টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা।

    বাংলাদেশের হয়ে ৩৬ মিনিটে গোল করেন আসাদুল মোল্লা। ম্যাচের ৭৫ মিনিটে ওই গোল শোধ করেন ভারত অনূর্ধ্ব-২০ দলের রিকি মেথি হাওবাম। পরে আর গোল না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ।

    টাইব্রেকারে প্রথম শটই মিস করে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুলে যাওয়ার মতো ভুল করে গোল খাওয়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে ফিরিয়ে দেন প্রথম শট। পরের তিন শটেই গোল করে ভারত। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার চার শটের একটিও মিস না করায় উঠে যায় ফাইনালে।

    বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

  • এবার ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত

    এবার ফারাক্কার ১০৯ গেট খুলল ভারতফারাক্কা বাঁধ। ফাইল ছবি

    ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

    সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

    ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

  • সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি : শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ আগস্ট ) বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি  স্বপন কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান।
    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি  বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাড, সোমনাথ ব্যানার্জী, গৌর চন্দ্র দত্ত,সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম কুমার দাস সোনা, প্রভাষক বাসুদেব সিংহ, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের  সহ-সভাপতি সমরেশ কুমার দাস সহ ভক্তবৃন্দরা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য নগদ অর্থ সংগ্রহ  ত্রাণ তহবিল গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

  • জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি

    জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ শুরু হয়।

    প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

  • পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

    বাংলাদেশ দলের উল্লাস।

    রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। মাত্র ৩০ রানের টার্গেট ৬.৩ ওভারেই বিনা উইকেটে ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

    পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টে মাত্র একবার ড্র করতে পারলেও বাকি ১২টিতেই হেরেছে বাংলাদেশ। এবার সেই পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে জিতেছে টাইগাররা।

    ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ২৩ রান তোলে পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থেকে রবিবার পঞ্চম দিন শুরুতেই হাসান মাহমুদ অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন। এরপর আব্দুল্লাহ শফিক ও বাবর আজম ৩৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিপদ থেকে বের করার প্রচেষ্টা চালান। কিন্তু সাকিব আল হাসানের বাঁহাতি স্পিন ও মেহেদি হাসান মিরাজের অফস্পিনে নাজেহাল হয়েছে পাক ব্যাটিং লাইন।

    ২২ রান করা বাবরকে নাহিদ রানা বোল্ড করে দেওয়ার পর ধস নামে। সাকিবের ঘূর্ণিতে সৌদ শাকিল শুন্য রানে স্টাম্পিং ও ৩৭ রান করা শফিক ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

    এরপরে শুধু মোহাম্মদ রিজওয়ান লড়াই করে ৫১ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্যপ্রান্তে মিরাজের ঘূর্ণি বিপাকে ফেলে পাকদের।

    শেষ পর্যন্ত রিজওয়ানও মিরাজের স্পিনে বোল্ড হলে আর এগোতে পারেনি পাকিস্তান। গুটিয়ে গেছে ১৪৬ রানে।

    মিরাজ ১১.৫ ওভারে ২ মেডেন দিয়ে মাত্র ২১ রানে ৪টি উপকেট নেন। সাকিব ১৭ ওভারে ৩ মেডেনে ৪৪ রানে নেন ৩ উইকেট। ৩০ রানের লক্ষ্যে নেমে জাকির হাসান ২৬ বলে ৩ চারে ১৫ এবং সাদমান ইসলাম অনিক ১৩ বলে ১ চারে ৯ রানে অপরাজিত থাকলে ৩৯ বলেই জয় পায় বাংলাদেশ।

  • সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে বিজিপির পক্ষ থেকে নগদ অর্থ ও সহাতা প্রদান

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও
    আহতদের তিন পরিবারের মাঝে সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন বিজিপির
    পক্ষ থেকে নগদ অর্থ ও সহাতা প্রদান করা হয়েছে।
    রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি
    ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে এই নগদ সহায়তা প্রিদান করেন
    সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
    এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ
    ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামাতের আমীর
    শাহাদাত হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু
    প্রমুখ।
    এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা
    জেলার দেবহাটা উপজেলার মাহমুদ আলমের ছেলে নিহত মৃত আসিফ
    হোসেন, এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি
    উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের ছেলে মোঃ
    আমান উল্লাহ, সাতক্ষীরা সদরের পাঁচরকি এলাকার আব্দুল খালেক
    সরদারের ছেলে জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
    এ সময় নিহত ও আহত দের পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের
    বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।#

  • সাতক্ষীরায় শশুরবাড়ির লোকজনের হুমকি ধামকির হাত থেকে নিষ্কৃতি পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

    সাতক্ষীরায় নিজের স্ত্রীর ভাইদের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ভাংচুর, লুটপাট করে মটর সাইকেল বিক্রির টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ সংসারের সকল জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দীনের ছেলে কাজী আব্দুস সালাম এই অভিযোগ করেন।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৯ বছর আগে মহৎপুর গ্রামের মোঃ নূরু সরদারের ছোট মেয়ে মনজুয়ার সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে শান্তিপূর্নভাবে সংসার করতে থাকি। কিন্তু আমার স্ত্রীর দুই ভাই মোঃ আব্দুল হাকিম ও আব্দুর রহিম, পিতা নূরু সরদার, মাতা জরিনা বেগম, বোন-মনিরা খাতুন এবং খালা-করিমুন বেগমের কুপরামর্শে আমার স্ত্রী বিগত ৩ বছর আগে আমার অগোচরে বিদেশ চলে যায়। সেখান থেকে ১৩/১৪ মাস পর আবার দেশে চলে আসে। তখন আমি স্ত্রীকে মেনে নিতে অস্বীকার করলে এক পর্যায়ে গ্রাম্য শালিসের মাধ্যমে স্ত্রীকে মেনে নিতে বাধ্য হই। কিন্তু কিছুদিন না যেতেই তার পরিবারের সদস্যদের কুপরামর্শে সে আবারও বিদেশ যাওয়ার জন্য পায়তারা করতে থাকে। কিন্তু আমি রাজি না হওয়ায় আমার সাথে গোলযোগ করে বাপের বাড়িতে চলে যায়। গত ৯ আগষ্ট বেলা ১১টার দিকে আমার দুই শ্যালকসহ আরও ১০/১৫ জন আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমাকে তাড়া করলে জীবনের ভয়ে আমি পালিয়ে যাই। পরে তারা আমার বাড়িতে ঢুকে ভাংচুর, লুটপাট করে মটর সাইকেল বিক্রির টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সংসারের সকল জিনিসপত্র মিলে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মালামাল নিয়ে যায়।
    কাজী আব্দুস সালাম আরো বলেন, এঘটনার পর তারা আমাকে খুন জখম করার হুমকি দিয়ে বেড়াচ্ছে।
    তাদের ভয়ে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রাণ নাশের ভয়ে আজ ১৯ দিন আমি বাড়িতে উঠতে পারি না। বিষয়টি নিয়ে আমি কালিগঞ্জ থানা, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, জেলা প্রশাসক, খুলনা রেঞ্জ ডিআইজি ও স্থানীয় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ দায়ের করেছি। কিন্তু লুটপাট ও ডাকাতির প্রমাণ থাকা সত্ত্বেও কোন ফল হয়নি। তিনি এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

  • নেপালে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, ১৪ ভারতীয় নিহত 

    নেপালের নদীতে শুক্রবার (২৩ আগস্ট) যাত্রীবাহী এক বাসে পড়ে অন্তত ১৪ জন ভারতীয় নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

    প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিবন্ধিত বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে যাত্রী ছিল ৪০ জন। পথিমধ্যে নেপালের তানাহুন জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি হাইওয়ে থেকে পড়ে যায়। গন্তব্যস্থল থেকে ১১০ কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

    ভারতের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএনআই’কে বলেন,  ইউপি (উত্তর প্রদেশ) এফটি ৭৬২৩ নাম্বার প্লেট বহনকারী বাসটি নদীতে পড়ে গেছে এবং নদীর তীরে এখন আছে।

    উদ্ধার অভিযান এখন চলছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে বাসটি ঠিক কী কারণে নদীতে পড়ে গেল- তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

  • নওফেল জোর করে টেন মিনিট স্কুলের সঙ্গে চুক্তি বাতিল করায়

    দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব গত ১৬ জুলাই বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এতদিন পর এই বিনিয়োগ প্রস্তাব বাতিলের ব্যাপারে জানা গেল চাঞ্চল্যকর তথ্য।

    ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশে গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে ৫ বছর মেয়াদি সরকারের যে ৫ কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়। কারণ, ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক অন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন।

    ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, ‘আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন?’ তখন পলক চুপ থাকেন বলে যুগান্তরের প্রতিবেদনে জানা যায়।

    আরেক প্রশ্নের উত্তরে পলক বলেন, সরকার পতনের একদফা অন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন। তারপর শিক্ষার্থীদের অন্দোলন বন্ধ করুন। তাদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান। নিরাপত্তার কারণে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়। থানা-পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির গুলশান বিভাগ।

  • বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো সেনাবাহিনী

    বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা।

    7বন্যার্তদের পাশে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল পদবির সেনা সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।

    উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনা সদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

  • ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার
    প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায়
    সাতক্ষীরার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ
    কর্মসূচি পালিত হয়।
    এতে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপেক্সে হামলার সাথে জড়িতদের অবিলম্বে
    গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মিডিয়ার উপর হামলা হলে জাতির চতুর্থ
    স্থম্ভ ভেঙ্গে পড়বে।
    দুর্বৃত্তরা বার বার গণমাধ্যমকে টার্গেট করছে। বিগত সরকারের সময়ে
    যেখানে কোনো গণমাধ্যম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাহসের সাথে
    লিখতে পারেনি, সেখানে কালের কণ্ঠ সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি
    ও অপকর্মের তথ্য তুলে ধরে জাতির সামনে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার তুলে ধরতে
    সক্ষম হয়েছে। কিন্তু এখন সেই কালেরকণ্ঠ আক্রান্ত, বাংলাদেশ প্রতিদিন
    আক্রান্ত, বাংলানিউজসহ ৭ টি মিডিয়া আক্রান্ত। যে কেনো মূল্যে
    গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। অবিলম্বে হামলাকারীদের
    গ্রেপ্তার করতে হবে।
    গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েন্ট মিডিয়া
    গ্রুপে হামলা করে দূর্বত্তরা। তারা কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, রেডিও
    ক্যাপিটাল, বাংলানিউজ, নিউজ টুয়েন্টিফোর, ডেইলি সান, টি
    স্পোর্টর্সে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সংবাদকর্মীদের মারধর করা হয়। এ
    ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ চলছে।
    উল্লেখ্য, গত ৫ আগস্ট সাতক্ষীরার দৈনিক কালের চিত্র ও দৈনিক পত্রদূত পত্রিকায়
    দৃর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে
    আইনের আওতায় আনার জোর দাবি করে আগামীতে এধরণের ঘটনার
    পূবরাবৃত্তি হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পারল করবে বলেও হুশিয়ার করা
    হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ
    সম্পাদক আব্দুল বারী, ও মাছ রাঙা টিভি ও আমাদের সময়ের মোস্তাফিজুর
    রহমান উজ্জল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, কালেরকণ্ঠের মোশাররফ
    হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, বণিক বার্তার
    গোলাম সরোয়ার, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন,
    বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসান রাজীব,

    এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজা, তাজমিনুর
    রহমান টুটুলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।#

  • আশাশুনিতে খনন কাজ উদ্বোধন করলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম মন্টু

    আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নের দীর্ঘ তিন বছর ধরে জলাবদ্ধতার কারণে আমন চাষ বঞ্চিত হাওয়ায় জলাবদ্ধতা থেকে নিরসনের লক্ষ্যে খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বড়দল ও খাজরা ইউনিয়নের কালকীর স্লইচ গেটের সামনে কপোতাক্ষ নদীর খনন কাজ উদ্বোধন করা হয়। খনন কাজ উদ্বোধন কালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বড়দল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। তিনি বলেন, দীর্ঘ তিন বছর জলাবদ্ধতার শিকার ছিল বাইনতলা, ফটিকখালী, খালিয়া, পিরোজপুর, রাউতাড়া, গজুয়াকাটিসহ ১০ গ্রামের প্রায় ১০ হাজার বিঘা জমির ফসল থেকে বঞ্চিত মানুষ। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বড়দল ও খাজরা ইউনিয়নের শত শত সাধারণ জনগনের সাথে নিয়ে স্কেভেটার মেশিন দিয়ে মাটি খননের কাজ উদ্বোধন করা হয়েছে। এটি সম্পূর্ণ হলে সাধারণ মানুষ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ও আমন চাষ করতে পারবে।
    তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারই অংশ হিসাবে গত ৫ তারিখ থেকে সাধারণ মানুষের সাথে আছি এবং নির্যাতিত নিপীড়ন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বড়দল ইউপি সদস্য দেবব্রত কুমার মন্ডল, খাজরা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইউনুস আলী, ইউপি সদস্য হাসমত আলী, রবিউল ইসলাম, খাজরা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, বড়দল বিএনপি নেতা কালাম মোল‍্যা সহ দুই ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী জনগণ উপস্থিত ছিলেন।
  • আশাশুনি বুড়িয়ায় দেলোয়ার হোসাইন সাঈদী ও ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত  

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনিতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে বুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুড়িয়া যুব কমিটির আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আজমল হোসাইন। এসময় উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ও ইউনিয়ন-বিএনপি’র আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু, মাওলানা আহসান উল্লাহ, মসজিদের সভাপতি শাহীন সানা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির, যুব কমিটির সকল সদস্য ও মসজিদের মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে তাবারক বিতরণ করা হয়।