Blog

  • পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল, শুল্ক কমিয়ে প্রত্যাহার সর্বনিম্ন মূল্য করল

    পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল, শুল্ক কমিয়ে প্রত্যাহার সর্বনিম্ন মূল্য করল

    পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল, শুল্ক কমিয়ে প্রত্যাহার সর্বনিম্ন মূল্য করল

    পেঁয়াজ। ফাইল ছবি

    পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল তা প্রত্যাহার করেছে ভারত সরকার। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক।

    টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড গতকাল শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বা ‘মিনিমাম এক্সপোর্ট প্রাইস’ সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর হবে বলেও জানানো হয়। ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

    ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের সূত্রে পিটিআই এ খবর দিয়ে বলেছে যে হ্রাসকৃত শুল্ক আজ শনিবার থেকে কার্যকর হয়েছে।

    অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একসময় পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়। এছাড়া রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির সরকার।

    ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত ভারত থেকে ২ লাখ ৬০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। এর আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১৭ লাখ ১৭ হাজার টন। ভারতে এপ্রিল থেকে অর্থবছর শুরু হয়।

    বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। বাংলাদেশসহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে।

  • উখিয়ায় শতাধিক গ্রাম প্লাবিত, ৩০ হাজার মানুষ পানিবন্দি

    উখিয়ায় শতাধিক গ্রাম প্লাবিত, ৩০ হাজার মানুষ পানিবন্দি

    পানিতে তলিয়ে গেছে বাড়ি। ছবি: জনকণ্ঠ

    টানা তিনদিন ধরে ভারী বর্ষণ-পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের উখিয়ার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে, গ্রামীণ সড়ক লণ্ডভণ্ড কালভার্ট বিধ্বস্ত গাছপালা এবং পানের বরজ নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে পাহাড় ধসে উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

    জানা যায়, জালিয়া পালং ইউনিয়নের নম্বরী পাড়া, ঘাটঘর পাড়া পাইন্যাশিয়া, সোনাইছড়ি, সোনারপাড়া ডেইপাড়া মনখালি, হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া, মনির মার্কেট, রুমখা পালং, বড়বিল, পাতাবাড়ি, নলবুনিয়া, খেওয়া ছড়ি, বৌ বাজার, কুলাল পাড়া, পাগলির বিল, রাজা পালং ইউনিয়নের কুতুপালং, মাছকারিয়া, লম্বাশিয়া তুতুরবিল, হিজলিয়া, পিনজির কুল, রত্না পালং ইউনিয়নের সাদৃকাটা,পশ্চিম রত্না, বড়ুয়াপাড়া, খোন্দকার পাডা, গয়াল মারা ও পালংখালী ইউনিয়নে থাইংখালী, রহমতের বিল, বালুখালী তৈল খোলা, আঞ্জুমান পাড়া ফারিবিল সহ প্রায় শতাধিক গ্রামে পানি তলিয়ে গেছে।

    চারদিকে পানি আর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক গবাদি পশু মারা যাচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। ভারি বৃষ্টিতে জেলার উখিয়াসহ অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

    এ ব্যাপারে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, রুমখা চৌধুরী পাড়া, বউ বাজার, পাগলির বিল, বড়বিল, মনি মার্কেট সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। সবজি ক্ষেতসহ আমন মৌসুমের ধানের চাষাবাদ পানিতে তলিয়ে গেছে।

    স্থানীয় মৎস্য চাষী আবদুল করিম ও হামিদ বলেছেন, মৎস্য ঘেরে ও পুকুরে পানি ডুকে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।

    জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম বলেন, সমুদ্র উপকূলীয় ডেইল পাড়া, নম্বরি পাড়া ও ঘাটঘর পাড়ায় কয়েকশো পরিবার পানিতে আটকা পড়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান প্রবল পানির স্রোতে ধান চাষ, সবজি খেত ও পানের বরজ নষ্ট হয়েছে। গ্রামীন অভ্যন্তরীণ কাঁচা রাস্তা ও কালভার্ট বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ বলতে পারছে না তিনি।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নির্দেশনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দল ও সিপিপি সদস্যরা প্লাবিত এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানের সরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন শুক্রবার ও শনিবার বিভিন্ন ইউনিয়নের পানিতে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড ফেসবুকে এক জরুরি বার্তায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগণকে নিরাপদ স্থানে কিংবা পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টার আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

  • বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন 

    বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: ফাইল

    আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন তিনি।

    সালাউদ্দিন বলেন, বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিযোগিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।

    কাজী সালাউদ্দিন চার মেয়াদে বাফুফের সভাপতি হয়েছেন এবং ১৬ বছর দেশের ফুটবল তার হাতে ছিল। তিনি দায়িত্ব পালনের বিষয়ে বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।

    সালাউদ্দিন জানান, ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ফিফা তা নাকচ করে দিয়েছে। চিঠির উত্তরে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, নির্বাচক একদিনও পেছানো হবে না।

    নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে বাফুফে সভাপতি আরও জানান, তিনি ১৬ বছর ফেডারেশনে ছিলেন। এই সময়ে তার সঙ্গে অনেক কিছু নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তিনি কিছু মনে রাখছেন না এবং অন্যদেরও কিছু মনে না রাখার জন্য অনুরোধ করেন।

  • আ’লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: বদিউল আলম মজুমদার

    আ’লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: বদিউল আলম মজুমদারড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

    আমি-ডামি, একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে, তা অগ্রহণযোগ্য হবে না।

    আজ শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন বদিউল আলম। তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ১৯-১৬ বছরের জঞ্জাল দূর করতে বেগ পেতে হচ্ছে। তার পরও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে পারে।

    গত তিন মেয়াদে ডামি নির্বাচন আয়োজনে অভিযুক্তদের বিচারের দাবিয়ে জানিয়ে বদিউল আলম বলেন, কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আদালতের নির্দেশ অমান্য করেছে। অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সবাইকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

    তিনি আরও বলেন, সদ্য পদত্যাগ করা ইসি নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে।

    সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এদেশের মানুষ ভুলে যায়নি কীভাবে দিনের ভোট রাতে হয়েছিল! শিশু এমনকি মৃত মানুষও ভোট দিয়েছেন। আমি ও ডামি প্রার্থীর নির্বাচনে ৮-১০ শতাংশ ভোট পড়েছে। অথচ তা বাড়িয়ে ৪০-৪৫ শতাংশ দেখানো হয়েছে।

  • ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, কেউ বিভাজিত করতে না পারে’

    গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: মির্জা ফখরুলকেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ। ছবি: সমকাল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৬ বছরে গণতন্ত্রের সংগ্রামে আমরা নিপীড়িত হয়েছি। প্রায় ৭০০ ভাইবোন গুম হয়েছে। এখনও গুম হওয়া ব্যক্তিদের ছেলে-মেয়েরা কেঁদে বেড়াচ্ছেন। ছোট্ট শিশুরা তার বাবা মাকে খুঁজছে। সেই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। দেশে গণতন্ত্র ফেরাতে ষাট লাখ মানুষের নামে মামলা হয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের যেন কেউ বিভাজিত করতে না পারে।’

    আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের খোঁজ এবং হত্যা-খুনের শিকার হওয়া ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।

    এ সময় জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত, আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরেন স্বজনরা। ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনেকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানের বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা হয়, জুলাই অভ্যুত্থান নিয়ে মূকাভিনয় প্রদর্শন করা হয়।

    মির্জা ফখরুল বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল শেখ হাসিনা সরকার। যারা প্রতিনিয়ত গুম খুনের আশ্রয় নিয়েছিল। ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আজকে আমরা সবাই স্বাধীন হয়েছি হয়তো, এখনও চতুর্দিকে চক্রান্ত চলছে।’

    তিনি বলেন, ‘আজকে একটা সংগ্রামের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আশা আকাশচুম্বী। জনগণ প্রত্যাশা করে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে আগের জায়গায় আনবে, যেখানে সত্যিকার অর্থে একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি।’

    মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, যারা পঙ্গু হয়েছেন, যারা ১৬ বছর ধরে শহিদ হয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে ভাতা দিতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার। শুধু অনুষ্ঠান করলেই হবে না, সরকারের কাছে জোরাল দাবি তুলে ধরতে হবে।

    গোপালগঞ্জে বিএনপি নেতা শহিদ হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারা হায়েনার মত লুকিয়ে আছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদের সেই আক্রমণ প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

    গত ১৮ জুলাই সাভারে পুলিশের নির্বিচার গুলির পর সাঁজোয়া যানের ওপরে মুমূর্ষু মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র আসহাবুল ইয়ামিনকে ঘুরানো হয়, পরে জীবিত অবস্থায়ই সড়ক বিভাজকে ফেলে দেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন ইয়ামিন।

    ইয়ামিনের বাবা মো. মহিউদ্দীন বলেন, ‘বাবার কাঁধে সন্তানের লাশ, এর থেকে ভারী কোনো বোঝা নেই। আর কোনো বাবা-মা, বোনকে এই নির্মম পরিস্থিতির মুখোমুখি যেন না হতে হয়। কাউকে সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার দৃশ্য আর যেন দেখতে না হয়। কোনো ইয়ামিনকে যেন পুলিশের ঘৃণার পাত্র হতে না হয়। আগামী দিনে পুলিশ যেন তার সঠিক দায়িত্ব পালন করে। আমার ছেলের হত্যার বিচার চাই এবং শহীদের মর্যাদা দেওয়ার আহ্বান জানাই।’

    টাঙ্গাইলে দু’চোখ হারানো হিমেল আহমেদের মা নাসিমা আক্তার বলেন, ‘৪ আগস্টের সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিল হিমেল। ছিল টাঙ্গাইল শহরের মূল সড়কে একটি মিছিলের নেতৃত্বে। তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে গুলি ছুড়তে শুরু করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় মিছিলের সামনে থাকা হিমেলের মাথা ও মুখমণ্ডলে শতাধিক ছররা গুলি লাগে। আমাদের পাশে আপনারা দাঁড়াবেন।’

    নিহত রিটন চন্দ্র শীলের মা রুবী রাণী শীল বলেন, ‘আমার ছেলে ছাত্রদল করত। সে গেছিল তারেক জিয়ার মিছিলে। তারে নিয়া নৃশংসভাবে মারছে। আমি তার উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। আমার ছোট ছেলেও গুলি খেয়ে চিকিৎসাধীন। আমার সংসারে আর কেউ নাই। খুনি হাসিনার বিচার আমরা চাই।’

    টাঙ্গাইলে কলেজের ছাত্র ইমন গত ৫ আগস্ট শহীদ হয়েছিল। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো। ইমনের ভাই সুমন বলেন, ‘আমরা তিন ভাই। আমার বড় ভাই যখন সপ্তম শ্রেণিতে পড়ে তখন মারা যায়। তারপর ইমন ভাই ছিল পরিবারের সব। তিনি নিজে পড়তেন এবং আমাদের পড়াতেন। তিনি গুলি লেগে আহত হয়ে ১৮ আগস্ট হাসপাতালে মারা যান। আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি তার বিচার চাই। আমার ভাইয়ের বিচার যেন আমি এ বাংলায় দেখতে পারি।’

    সমাবেশে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বিচার শুরু হয়েছে। এই বিচার এমনভাবে হবে আগামী একশত বছরেও তারা মীর জাফরে পরিণত হবে। যারা শহিদ ও আহত হয়েছে তাদের সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি দলগুলোর মধ্যে লিয়াজোঁ কমিটি করে দেওয়া উচিত। শহিদদের রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি।’

    গণঅধিকার পরিষদের নুরুল হক নুর বলেন, ‘যারা আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে তাদের যেন আমরা ভুলে না যায়। জুলাই ফাউন্ডেশন পাশাপাশি গত দেড় দশকে যারা হারিয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে।’

    আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলের শীর্ষ নেতা এহসানুল হুদা, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

    রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

    এর আগে শুক্রবার রাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    জানা যায়, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নং এজাহারনামীয় আসামি হলেন সাফি।

    এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

  • ঢাকায় ডোনাল্ড লু

    দুই দিনের সফরে দি‌ল্লি হয়ে ঢাকায় এসেছেন মা‌র্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শ‌নিবার (১৪ সে‌প্টেম্বর) বিকেলে ডোনাল্ড লুর ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

    এর আগে সকালে যুক্তরাষ্ট্রের প্রতি‌নি‌ধি দল প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় আসেন।

    অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর। প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মধ্যহ্নভোজ সভায় অংশ নেবেন। ওইদিন বিকেলে প্রতিনিধি দল প্রধান নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সঙ্গে বৈঠক করবেন।

    নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে লু ছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাউর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ রয়েছেন।

    এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মাসে ঢাকা সফর করে‌ছিলেন ডোনাল্ড লু।

  • কালিগঞ্জের প্রতারক মিন্টুর কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে ভুক্তভোগি চাকুরি প্রার্থীর সংবাদ সম্মেলন

    কালিগঞ্জের প্রতারক মিন্টুর কাছ থেকে টাকা উদ্ধারের দাবিতে ভুক্তভোগি চাকুরি প্রার্থীর সংবাদ সম্মেলন

    সাতক্ষীরার কালিগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভনে গ্রহণ করা ৫ লক্ষ টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যে প্রতারক রঞ্জন দেবনাথ ওরফে মিন্টু কর্তৃক চাকুরি প্রার্থীও বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার কামরপুর গ্রামের কান্তিলাল দেবনাথের ছেলে ভুক্তভোগি চাকুরি প্রার্থী রাজকুমার দেবনাথ এই অভিযোগ করেন।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, পড়াশোনা শেষ করে চাকুরি না পেয়ে হতাশ জীবন যাপন করছিলাম। এসময় পাশ^বর্তী বামনহাট গ্রামের মৃত অমল দেবনাথের ছেলে রঞ্জন দেবনাথ মিন্টু আমাকে সাতক্ষীরার ডিসি অফিসে অফিসসহায়ক পদে চাকুরির প্রলোভন দেখায়। এজন্য তিনি ৫ লক্ষ টাকা দাবি করেন। বিষয়টি আমার বাবাকে জানালে তিনি জমি বিক্রি করে ২০২৩ সালের ১৮ নভেম্বর ইসলামী ব্যাংক বালিয়াডাঙ্গা শাখার ৫ লক্ষ টাকার একটি চেক রঞ্জন দেবনাথ মিন্টুর কাছে দেয়। পরদিন ১৯ নভেম্বর ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে চেক ভাঙিয়ে মিন্টু সব টাকা তুলে নেন। কিন্তু ডিসি অফিসের নিয়োগ সম্পন্ন হলেও আমার চাকুরি হয়নি। পরে মিন্টুর কাছে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্নভাবে তালবাহানা করতে থাকেন।
    পরবর্তীতে মিন্টু তার সহযোগী আশাশুনির কামালকাটি গ্রামের ডা: অরবিন্দু বিশ^াসের ছেলে পলাশ কুমার বিশ^াসের নামীয় ৪ লক্ষ টাকার অগ্রণী ব্যাংক সাতক্ষীরার একটি চেক প্রদান করেন। কিন্তু ওই চেক নিয়ে একাধিকবার ব্যাংকে গেলেও তার হিসাবে কোন টাকা না থাকায় চেক ভাঙানো য়ায়নি। ইতোমধ্যে চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়েছে। এরপর থেকে মিন্টুকে না পেয়ে আমার পিতা উপায়ন্তর হয়ে বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
    রাজকুমার দেবনাথ আরো বলেন, চেয়ারম্যান মিন্টুকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য একাধিকবার নোটিশ করলেও সে হাজির হয়নি। একপর্যায় গত ৭ সেপ্টেম্বর রঞ্জন দেবনাথ মিন্টু তার গ্রামের বাড়িতে গেলে তাকে পরিষদে ডাকেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পরিষদে হাজির হয়ে মিন্টু এখুনি টাকা না থাকার কথা জানিয়ে স্বেচ্ছায় তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জমা রেখে আগামী ১ মাসের মধ্যে টাকা পরিশোধ করে মোটরসাইকেল ফেরত নিয়ে যাবো বলে জানায়। এসময় নিজে থেকেই সে একটি ডিভিও জবাববন্দি দেয়। যেটি আমাদের কাছে সংরক্ষিত আছে।
    তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার পর মিন্টু সাতক্ষীরা শহরে এসে পরের দিন ৮ সেপ্টেম্বর একটি মিথ্যে সংবাদ সম্মেলন করে। অথচ রঞ্জন দেবনাথ মিন্টু আমার পিতার কাছ থেকে টাকা নিয়েছে বলে ইউনিয়ন পরিষদের প্যাডে স্বেচ্ছায় লিখে দিয়েছেন। এছাড়া আগামী এক মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে তার মোটরসাইকেলটি চেয়ারম্যানের কাছে জমা রেখে যান এবং নিজেই স্বীকারোক্তিপত্রে স্বাক্ষর করেন। এবিষয়ে তাকে কোন প্রকার জোর যবরদস্তি করা হয়নি। অথচ আমাদের টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যেই চক্রান্ত করে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছে মিন্টু।
    তিনি প্রতারক রঞ্জন দেবনাথ মিন্টুসহ তার সহযোগীদের গ্রেফতার করে ৫ লক্ষ টাকা উদ্ধারপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

     

  • আশাশুনির কাদাকাটি ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    গণহত্যাকারী হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ হবে গনতন্ত্রের ও জনগের দেশ, এ দেশে কোন ফেসীস বাদীদের জায়গা হবে না। দেশনায়ক তারেক রহমানের দেশে আগমনের দিনটি নেতা কমীদের উপস্থিতিতে আমরা বিশ্বের ইতিহাসে স্মরনীয় করে রাখব।
    সভায় সভাপতিত্ব করেন কাদাকাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক করিম সানা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ছোট, সাদিক আনোয়ার ছট্ট, সরদার রুহুল আমিন, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, শফিউল আজম সুজন, খাজরা ইউনিয়ন যুবদল নেতা রাব্বি, ছাত্রনেতা আাক্তার হোসেন, আসাদুজ্জামান আসাদ, বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক, জাকির হোসেন টিটু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সবুজ বেগ প্রমুখ।
  • আশাশুনির বড়দলে পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

    আশাশুনির বড়দলে পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

    আশাশুনি উপজেলার বড়দলে পূজা উদযাপন পরিষদের সাথে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ফকরাবাদ ইসকন মন্দিরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের অধ্যক্ষ পরিমল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামসুদ্দিন সানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম কালাম মোল‍্যা, সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম আজগার মোড়ল, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা খগেন্দ্রনাথ, সহ-সভাপতি মনীন্দ্রনাথ ঢালী, সাধারণ সম্পাদক কালি কিংকর হালদার, দপ্তর সম্পাদক সমিরন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক হিরন্ময় মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলক কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য সত্য রঞ্জন বৈরাগ, সদস্য উত্তম কুমার মন্ডল, রমেশ সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফুল আলম লতিফ, যুগ্ম আহ্বায়ক জিএম জাকির হোসেন মিঠুন, ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ ফরিদ হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, ইউপি সদস্য মাসুদ সানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক খালিদ হোসেন শুভ, বিএনপি নেতা মনজু সরদার, শ্রী প্রসাদ কুমার বৈরাগী প্রমুখ।
    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ রকিবুজ্জামান রকিব।
  • ‘আমরাও দুর্গোৎসব করি, ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা’

    দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা। ইলিশকে পূজার অন্যতম অনুসঙ্গ হিসেবেও বিবেচনা করেন অনেকে। এই দুর্গাপূজার আগে কলকাতার মানুষের জন্য ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার পূজায় পশ্চিমবঙ্গে আর ইলিশ পাঠাবে না বাংলাদেশ।

    এতে করে শঙ্কা দেখা দিয়েছে কলকাতায় বাড়বে ইলিশের দাম। এছাড়া বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা।

    অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে।

    শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন, “আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামী মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) পারবে।”

    বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, “ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।”

    মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধার করা উচিত।

  • পশ্চিমবঙ্গে ডাক্তারদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

    ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই কর্মবিরতির কারণে রাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া এসব মানুষের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন মমতা।

    এ ব্যাপারে মমতা বলেছেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে। ২৯ জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে।’’

    তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

    এক মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালের ভেতরই ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের ডাক্তাররা আন্দোলন শুরু করেন।

    গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ডাক্তারদের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় বৈঠকটি হয়নি। ডাক্তাররা দাবি করেছিলেন মমতার সঙ্গে যে বৈঠকটি তাদের হবে সেটি সরাসরি সম্প্রচারকরতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয় যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেওয়া সম্ভব নয়। দাবি না মানায় তারা মমতার সঙ্গে দেখা না করেই চলে যান। এরপর তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও তিনি চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

  • পাইকগাছায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা প্রণব কান্তি মন্ডল,  শেখ আসাদুজ্জামান ময়না, মাষ্টার বাবর আলী গোলদার, নাজির আহমেদ, মুছা সরদার, আসাদুজ্জামান খোকন, লক্ষ্মী রাণী গোলদার, এড. সুমন আহমেদ, সরদার ফারুক আহমেদ, মুনসুর আলী গাজী, তোফাজ্জেল সরদার, মোস্তাকিম গাজী, শাহীন হোসেন, আজহারুল ইসলাম, সাবিনা আখতার, মাজেদা পারভীন, যুবদল নেতা শহিদুর রহমান, বিএম আকিজ উদ্দিন, শামসুজ্জামান জামান, মোহর আলী গোলদার, মুজিবর রহমান, রফিকুল ইসলাম, রুবেল সরদার, মোশাররফ হোসেন, মিলন, সালাম, লুৎফর রহমান, কাজী মুজিবর রহমান, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ সরদার, রাশেদুজ্জামান প্রমুখ।
  • আশাশুনিতে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা এলিনা তাহের 

    আশাশুনিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও সদস্য সচিব শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা এলিনা তাহের।
  • ‘সাক্ষাতের অপেক্ষায় ছিলাম’, ক্রিকেটারদের ড. ইউনূস

    ‘সাক্ষাতের অপেক্ষায় ছিলাম’, ক্রিকেটারদের ড. ইউনূসজাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেন ড. ইউনূস। ছবি: পিআইডি

    পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম।

    সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে ড. ইউনূস জানান, পাকিস্তানে তাদের এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত। জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।’

    এ সময় তিনি জাতিতে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে অংশ নেওয়ার কথা জানান। এছাড়া ইতালির মিলানে ২০২৬ এর শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের ফটোসেশন। ছবি: পিআইডি

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের ফটোসেশন। ছবি: পিআইডি

    পাকিস্তানে সাফল্য পেতে ক্রিকেটার ও কোচিং স্টাফের কঠোর পরিশ্রম বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘সংবর্ধনায় অংশ নিতে পেরে প্রতিটি খেলোয়াড় উচ্ছ্বসিত। এটা আমাদের পরবর্তীতে উৎসাহ দেবে।’

    দেশের ক্রান্তিকালে এমন জয় পাওয়ায় ক্রিকেটারদের প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠনে অন্যদের মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

  • শ্রীলঙ্কায় জয় দিয়ে টি-২০ শুরু মেয়েদের 

    শ্রীলঙ্কায় জয় দিয়ে টি-২০ শুরু মেয়েদের শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টি-২০ জয় মেয়েদের।

    নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে শামীমা সুলতানারা।

    কলম্বোর পিসারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কৌশিনি নটাঙ্গের ব্যাটে ৭ উইকেট হারিয়ে ১১২ রান তোলে তারা।

    নটাঙ্গে খেলেন ৪৩ রানের ইনিংস। নেথিমি পর্না ২৭ রান যোগ করেন। নিলক্ষ্ণনা সোন্দামিনি ১৪ রান যোগ করেন।

    জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ নারী ‘এ’ দল। শামীমা সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন। ৪৪ বলেল মুখোমুখি হন তিনি। সোবহানা মোস্তারি খেলেন ৩১ বলে ২৮ রানের ইনিংস।

    দারুণ বোলিং করেন বাংলাদেশ ‘এ’ দলে খেলা জাতীয় দলের স্পিনার ফাহিমা খাতুন। তিনি ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। সুলতানা খাতুন ৯ রান দিয়ে ১ উইকেট নেন। শ্রীলঙ্কার মালশা সেহানি বাংলাদেশের ২ উইকেট দখল করেন।

  • বুয়েটের নতুন উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান

    বুয়েটের নতুন উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান

    অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব মোছা. রোখছানা বেগম।

  • শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

    জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে।  দ্য ইকোনমিক টাইমসের বুধবারের (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। চলছে তদন্ত।

    এ পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দের দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন।তিনি বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি। কোন মিডিয়ায় কী রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয়।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়া সরকারে এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন।

    চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া আমরা শুরু করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয়েছে ২০১৩ সালে। শেখ হাসিনা সরকারের সময়ে এ চুক্তিটি হয়েছিল। তিনি যেহেতু বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি হবেন মনে করি। অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে। সুতরাং এ প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব।