Blog

  • দেশে নতুন করে ৮৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ২

    দেশে নতুন করে ৮৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ২

    নতুন করে ডেঙ্গুতে প্রাণ গেলো ২ জনের

    রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬৬ জন।

    সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭, ঢাকা উত্তর সিটিতে ১৭০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮, খুলনা বিভাগে ৮৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ১২ নতুন রোগী ভর্তি হয়েছেন।

    এদিকে গত এক দিনে সারাদেশে ৯১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৯৯৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৪ হাজার ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

  • অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

    অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

    বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।

    সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

    তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

    তিনি বলেন, ‘আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।’

    তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে আমরা তা নির্দিষ্ট করব, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে করে দিব। এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে। এই কাজটি প্রথমে  গ্রাম থেকে তারপর আস্তে আস্তে শহর থানা উপজেলা ও জেলা পর্যায়ে করবো।  এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ্য পণ্যের কিছু অংশ এই কার্ডের মাধ্যমে  পাওয়া যাবে।

  • এবার ইসরায়েলে পাল্টা হামলা লেবাননের হিজবুল্লাহর

    এবার ইসরায়েলে পাল্টা হামলা লেবাননের হিজবুল্লাহর

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবানন। সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েলি হামলার পরপরই এই হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

    এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

    বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারকে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে নিশানা করা হয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল লক্ষ্য করে লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি রকেটের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে হিজবুল্লাহর হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি আইডিএফ।

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গালিলির নিম্নাঞ্চলে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

    ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র সীমান্ত লাগোয়া ইসরায়েলের আমিয়া সম্প্রদায় অধ্যষিত এলাকার ফাঁকা স্থানে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    ইসরায়েলি সামরিক বাহিনীর শত শত বিমান হামলায় ১০ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বৈরুতের রাস্তায় মানুষের ব্যাপক ঢল ও যানজট তৈরি হয়েছে।

    সোমবার সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনায় বিমান হামলার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ১০০ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় চলছেন। কিন্তু তাদের গন্তব্য কোথায় সেই বিষয়ে জানা কঠিন হয়ে পড়েছে।

    প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুত ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে।

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা এখনও চলছে। পরে ইসরায়েলি সীমান্ত লাগোয়া লেবাননের হামরা জেলাসহ বৈরুতের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। লোকজনকে বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য মোবাইল ফোনে রেকর্ড করা সতর্কবার্তা পাঠানো হয়েছে।

    বৈরুত ও হামরা জেলায় লেবাননের তথ্য মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি নেই বলে জানিয়েছে বিবিসি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির একজন প্রতিনিধি। লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি।

  • লেবাননে ইসরায়েলের হামলা: নিহত ১০০, আহত ৪০০

    লেবাননে ইসরায়েলের হামলা: নিহত ১০০, আহত ৪০০

    লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

    লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে ১০০ জন নিহত ও আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

    সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত ও আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিক্যাল কর্মীরাও রয়েছেন।

    এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিকস-সহ চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

    লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির একজন প্রতিনিধি। লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য ‘‘আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’’ এই হামলা চলবে।

    গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ।

    সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    সূত্র: বিবিসি, রয়টার্স।

  • সাতক্ষীরার আশাশুনিতে সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে ইটাভাটা দখলের অভিযোগ

    সাতক্ষীরার আশাশুনিতে সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে ইটাভাটা দখলের অভিযোগ

    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে ইটাভাটা দখল পূর্বক লক্ষ লক্ষ টাকার ইট বিক্রয় করে আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামের আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান। তিনি বলেন, আমার পিতা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ২০১২-২০১৩ অর্থ বছরে মেসার্স গাজী বিক্রস নামীয় একটি ইটভাটা প্রতিষ্ঠা করে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই বছর ব্যবসা ভালো চললেও অনেকের কাছে ইট বিক্রির টাকা অনাদায়ী থাকায় চরম অর্থ সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ইটভাটাটি সুষ্ঠুভাবে পরিচালনা উদ্দেশ্যে ভাটার ম্যানেজার সোহরাব হোসেন তার নিকট আত্মীয় চাপড়া এলাকার মৃত আব্দুর রবের পুত্র রাশেদ আহমেদ খোকার সাথে যোগাযোগ করিয়ে দেয়। অর্থ সংকট থাকায় উপায়ন্তর হয়ে রাশেদ আহমেদ খোকার সাথে ০১/১১/২০১৪ তারিখে একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবসায়িক চুক্তিপত্র করি। কিন্তু চুক্তির পর আমাদের কোনঠাসা করে ফেলে ইচ্ছামত ইটভাটা পরিচালনা করতে থাকে খোকা। লাভ ক্ষতির কোন হিসাব না দিয়ে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত দুই বছরের লাভের যাবতীয় টাকা রাশেদ আহমেদ খোকা নিজে আত্মসাত করে। ব্যবসায়িক চুক্তিভঙ্গ করায় তার সাথে ব্যবসা না করার ঘোষনা দিয়ে আমার পিতা তৎকালিন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু খোকা সেখানে হাজির হলেও তার অসহযোগিতার কারনে সমাধান হয়নি। পরে আশাশুনি থানায় অভিযোগ দিলেও কোন সমাধান না হওয়ায় তৎকালিন আশাশুনি উপজেলা চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করেন। উপজেলা চেয়ারম্যান দুইবছরের হিসাবের কথা বললে রাশেদ আহমেদ খোকা তালবাহানা করতে থাকে। দুই বার বসাবসি হলেও কোন সমাধান হয়নি। পরে ২০১৬ সালে তৃতীয়বার বসাবসিলে সমাধান না হওয়ায় উপজেলা চেয়ারম্যান বলেন যার নামে লাইসেন্স তিনিই ব্যবসায় পরিচালনা করতে পারবেন। সে সময় আমার পিতা অসুস্থ্য হয়ে পড়লে আমি দায়িত্ব গ্রহণ করি। ব্যবসা পরিচালনার জন্য বেসিক ব্যাংক থেকে ৭৫ লক্ষ টাকা ঋণ করি। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৮ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। এদীর্ঘ ৮ বছরে রাশেদ আহমেদ খোকা কোথাও কোন অভিযোগ দায়ের করেনি। অথচ ০৫ আগস্ট‘২৪ ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর দেশে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ০৬ আগস্ট ৪০/৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের ইটভাটাটি দখল করে নেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ভাটার কর্মচারী এবং আমাকে মারপিট করে তাড়িয়ে দেয়। ভাটায় ১৬ লক্ষ ইট মজুদ ছিলো। ওই ইটগুলো কমমূল্যে বিক্রয় করে সমুদয় টাকা আত্মসাত করেছে খোকা। এছাড়া ভাটায় থাকা মেশিন, মাছ, হাঁস মুরগিসহ অন্যান্য মালামালসহ প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা লুটপাট করেছে। এছাড়া ওই ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় ভাটাটি এখনো দখল করে রেখেছে। ফলে আমি চরম অর্থ সংকটে পড়েছি। বিশেষ করে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা কিভাবে পরিশোধ করবো সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি। ওই পরসম্পদ লোভী খোকার হাত থেকে আমার ভাটাটি উদ্ধার করতে না পারলে পথে বসতে হবে।
    তিনি খোকার কবল থেকে ভাটাটি উদ্ধার পূর্বক সমুদয় অর্থ ফেরত পাওয়ার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

    সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

    নিজস্ব প্রতিনিধ : জাতীয় পার্টির  চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন,সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সদর ও কেন্দ্রীয় জাতীয়  পার্টির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, জেলা ছাত্রসমাজের সভাপতি ও ০১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলার মোঃ কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতি সভাপতি মোঃ আশিকুর রহমান বাপ্পি ও জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মোঃ আশরাফ হোসেন কন্ট্রাক্টর, জেলা তরুণ পার্টির আহবায়ক মোহাম্মদ আবু ইয়াসিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, যুব সংহতির সদর উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুজ্জামান বদু জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল জলিল, পৌর জাতীয় পার্টির নেতা মোঃ নাজমুল হোসেন সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিতে উল্লেখ্য কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পর্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।
    উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার সহধর্মীনি ও পাটি প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের  নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

  • বুধহাটায় ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি ঘেরা বেড়া দেওয়ার অভিযোগ 

    বুধহাটায় ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি ঘেরা বেড়া দেওয়ার অভিযোগ 

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি উপজেলার বুধহাটায় ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তিতে ঘেরা বেড়া দিয়ে ঘিরে ও জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ইউনিয়নের বেউলা গ্রামে। এ ঘটনায়
    বেউলা গ্রামের মোঃ শাহাদাত হোসেনের পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলদারদের থেকে পুনরায় ফিরে পেতে আশাশুনিতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একই গ্রামের
    মৃত জামাল উদ্দিন গাইনের পুত্র মোঃ আকরাম হোসেন ও তার পুত্র মোঃ জুলফিকার হোসেন বিবাদী করে অভিযোগ প্রদান করেছে। অভিযোগসূত্রে জানা যায় বেউলা মৌজার ৫৯৩ ও ২১২৮ খতিয়ানে বাদীর পিতা মোঃ শাহাদাত হোসেন ও তার ভাই মোঃ আকরাম হোসেন গং প্রাপ্য অনুযায়ী পৈত্রিক সম্পত্তি প্লট আকারে ভাগ করে ভোগ দখল করে আসছিল। এমতাবস্থায় ৮ আগষ্ট বাদী মোঃ সাদ্দাম হোসেনের ক্রয়কৃত ও তার পিতা মোঃ শাহাদাত হোসেনের পৈত্রিক সম্পত্তি তার আপন ভাই মোঃ আকরাম হোসেন ও তার পুত্র মোঃ জুলফিকার হোসেন নেট দিয়ে ঘিরে দোচালা ঘর নির্মাণ করে জবর দখল করে নেয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও থানা পর্যায়ে মীমাংসা করলেও বিবাদী পক্ষ মেনে না নিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে অব্যাহত রেখেছে। উল্লেখিত দখলদারদের কাছ থেকে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি পুনরায় ফিরে পেতে প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ি ইউনিয়ন শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ি ইউনিয়ন শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত 

     সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২শে সেপ্টেম্বর বিকালে  ইউনিয়ন পরিষদ চত্তরে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়।
     বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নে যুব বিভাগের সভাপতি  মুহাম্মদ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। ফিংড়ি ইউনিয়ান যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা  জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি  প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের   নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম ,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর। যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি  মুহাম্মদ আনিছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান।
     এছাড়াও আরোও উপস্থিত ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ  ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,  ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা স্বৈরাচারীর মতো কোন আচরন করবোনা। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।#
  • ঘেরের মাছ চুরির প্রতিবাদ করায় দুজনকে হাত পা ভেঙে আহত করেছে দুই চোর

    ঘেরের মাছ চুরির প্রতিবাদ করায় দুজনকে হাত পা ভেঙে আহত করেছে দুই চোর

    ঘেরের মাছ চুরির প্রতিবাদ করায়
    দু’জনকে পিটিয়ে হাত পা ভেঙে আহত করেছে দুই চোর। এই
    দুই চোর সম্পর্কে পিতা, পুত্র। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর
    উপজেলার ধূলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে।
    আহতরা হলেন মো: রফিউদ্দিন সরদারের ছেলে মো: শহিদুল
    ইসলাম(৪২) ও সালাউদ্দিন সরদারের ছেলে আজহারুল সরদার(৩৩)। তারা
    বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ও
    ট্রমা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
    এদিকে হামলাকারী পিতা ও পুত্র হলেন, মো: আব্দুল মজিত(৫২) ও তার
    পুত্র ফরহাদ হোসেন(২৮)। আব্দুল মজিত একই এলাকার মৃত আব্দুল
    আজিজ সরদারের ছেলে । তাদের নামে ইতিপূর্বে একাধিক
    ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
    জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহিদুল ইসলামের ৫ বিঘা
    ঘের থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই দুই চোর। এসময়
    কৌশলে তারা পালিয়ে যান। পরদিন ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে
    তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে যান ঘের মালিক শহিদুল। এসময়
    মজিত ও তার ছেলে ফরহাদ শহিদুলকে বেধড়ক পিটিয়ে একটি পা
    ভেঙে দেয়। শহিদুলকে বাঁচাতে আজহারুল এগিয়ে এলে তাকেও
    বাঁশ দিয়ে মারধর করে ডান হাত ভেঙে দেওয়া হয়।
    এ ব্যাপারে আহত শহিদুল ও আজহারুল সাংবাদিকদের বলেন, মজিত ও
    ফরহাদ দীর্ঘদিন যাবত তাদের ঘের থেকে রাতের অন্ধকারে মাছ চুরি
    করে আসছিলো। এজন্য তারা রাত জেগে ঘের পাহারা দিতেন। গত
    ১৩ সেপ্টেম্বর তারা অন্ধকারে ঘেরে জাল ফেলে মাছ ধরার সময় শহিদুল
    তা দেখে ফেলে। চিৎকার করে তাদেরকে ধরতে গেলে তারা ঘেরের আইল
    পার হয়ে পালিয়ে যায়। পরদিন দুপুর ১২টার দিকে তাদের বাসায়
    গেলে তারা বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তার ডান পা

    ভেঙে যায় ও শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। তাকে
    বাঁচাতে গেলে আজহারুলেরও ডান হাত ভেঙে দেয় হামলাকারীরা।
    তারা আরও বলেন, হামলাকারী আব্দুল মজিতের ছোটভাই রবিউল
    ইসলাম ৮নং ধূলিহর যুবলীগের আহবায়ক। বিগত সরকারের সময়
    দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবছর দুইএকবার তাদেরকে মারধর করতেন
    তারা। বিভিন্ন সময় ডাকাতি ও চুরি সহ নানা অপরাধ করে
    আসছে এই দুইজন। এছাড়া দলীয় প্রভাব খাটিয়ে নানান অপকর্ম
    করে এসেছেন তারা। সম্প্রতি সরকার পতনের পরেও তাদের সেই দাপট
    কমেনি। উপরন্তু তারা নতুন করে ঘেরের মাছ চুরি শুরু করেছে।
    এছাড়া হামলার বিষয়টি নিয়ে আইনগত কোন ব্যবস্থা নেয়া হলে
    পুনরায় তাদেরকে মারধর করার হুমকি দিয়েছে হামলাকারী মজিত ও তার
    পুত্র ফরহাদ।
    ভূক্তভোগীরা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
    সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত(১) এ এই বিষয়ে দুইজনকে আসামী
    করে মামলা দায়ের করা হয়েছে।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম
    ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আদালতে মামলা
    করেছে ভূক্তভোগীরা। পুলিশ আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা
    নেবে।

  • বহুল আলোচিত বল্লী হাই স্কুলের প্রধানের চেয়ারে বসলেন  শিক্ষক আজহারুজ্জামান মুকুল

    বহুল আলোচিত বল্লী হাই স্কুলের প্রধানের চেয়ারে বসলেন  শিক্ষক আজহারুজ্জামান মুকুল

    নিজস্ব প্রতিনিধি: বহুল আলোচিত বল্লী হাই স্কুলের প্রধানের চেয়ারে বসলেন মজলুম শিক্ষক আজহারুজ্জামান মুকুল।রবিবার ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর চেয়ারে বসেন আজহারুজ্জামান মুকুল। সকাল ৯:৩০ মিনিটে সময় অত্র স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সাবেক ছাত্র ও সুধীজনদের সমন্বয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান পিকলু, ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মহিদুল ইসলামসহ  স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। জানাযায়, জ্যেষ্ঠতার ভিত্তিতে মুকুল স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলার এমপি মুস্তাক আহমেদ রবির ভাইপো জাদুর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন দুর্নীতিবাজ  জামিলুজ্জামান। স্কুলের উন্নয়নের টাকা নিজে আত্মসাৎ করেন, সাথে সাথে মুকুল স্যারের বেতন ভাতাও বন্ধ করে রাখেন হাইকোর্ট থেকে বহিষ্কৃত কমিটির মাধ্যমে।
  • ৫০ মাস বেতন পান না সাতক্ষীরা সরকারি পলিটেকনিকের ১৩ শিক্ষক

    ৫০ মাস বেতন পান না সাতক্ষীরা সরকারি পলিটেকনিকের ১৩ শিক্ষক

    নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৫০ মাস যাবৎ বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ১৩ শিক্ষক। বাধ্য হয়ে বকেয়া বেতন প্রদানসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পাদনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকেরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

    মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ১২টার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর (ট্রেক) এনভায়রনমেন্ট শিক্ষক মো. তরিকুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর মো. মোসফেক আলী, প্রতিষ্ঠানটির বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো.রায়হান কবির রনি, মো. মুমিনুল ইসলাম ও নিশিতা তাছনিম প্রমুখ বক্তব্য দেন।

    বক্তারা বলেন, কোনো বেতন ছাড়াই আমরা ১৩ জন শিক্ষক ৫০ মাস ধরে ক্লাস নিয়ে যাচ্ছি। এতদিন ধারদেনা করে চলতে হয়েছে। বর্তমান দুর্মূল্যের বাজারে আমরা নিকট আত্মীয়স্বজনের কাছ থেকেও টাকা ধার করতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বৃদ্ধ বাবা-মা এবং সন্তানের ভরণপোষণের আর কোনো উপায়ই দেখছি না। অনেক শিক্ষকের শিশুসন্তানের দুধ কেনারও পয়সা নেই।

    বক্তারা আরও বলেন, বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে শিক্ষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এভাবে বেতন বন্ধ থাকলে ক্লাস কীভাবে চলবে। তাই আমাদের বকেয়া বেতন পরিশোধ করে ক্লাস যেন নিতে পারি সেজন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

    প্রসঙ্গত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের (স্টেপ) শিক্ষক তারা। প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সরকার এই শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। কিন্তু স্থানান্তর না হওয়ায় ২০২০ সালের জুলাই থেকে তারা বেতন-ভাতা পাচ্ছেন না।

  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

    দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

    সন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তাণিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

    সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না। তবে যারা আগে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

    নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কী না- এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই এমন সিদ্ধান্ত এল। সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়। তার আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয়। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটিই ইঙ্গিত দিয়েছিলো।

  • গণঅভ্যুত্থানকে পূর্ণ করতে তরুণদের নতুন রাজনৈতিক দল দরকার: ফরহাদ মজহার

    গণঅভ্যুত্থানকে পূর্ণ করতে তরুণদের নতুন রাজনৈতিক দল দরকার: ফরহাদ মজহার

    গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, ‘এটাই দাঁড়াবে, আমরা চাই বা না চাই।’

    ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: ২০০৭-২৪: শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এ কথাগুলো বলেন। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস।

    ফরহাদ মজহার বলেন, তরুণদের মাধ্যমে প্রকাশিত জনগণের প্রত্যাশা বর্তমান রাজনৈতিক দলগুলো মেটাতে না পারলে নতুন রাজনৈতিক দল প্রয়োজন। তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল গঠন করার।

    তরুণদের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, একবার দল করব, একবার করব না- এই বিভ্রান্তিতে ভোগা ভুল। যদি দল করতে চান, অবশ্যই দল করবেন। কেন দল করবেন, সেটা সঠিকভাবে জনগণকে বোঝাতে হবে।

    নির্বাচন দেশের জন্য কোনো সমাধান নয় বলেও মনে করেন ফরহাদ মজহার। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে-ওখানে দু-একটা সংস্কার করে আবারও আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসতে চাচ্ছেন। এটা কিন্তু তরুণেরা গ্রহণ করবেন না।

    পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা খুব সহজ মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ‘ভারত নানাভাবে ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে বাইরের উসকানি আছে। বাইরের উসকানিকে আমরা আগুনের মধ্যে তেল দিচ্ছি।’

    অন্তর্বর্তী সরকার শুরুতেই সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের সঙ্গে আলাপ করলে পার্বত্য চট্টগ্রাম, আনসার বিদ্রোহ ও শ্রমিক বিদ্রোহের মতো ঘটনাগুলো ঘটত না বলেও মনে করেন ফরহাদ মজহার।

    নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।

  • কোন মানব রচিত মতবাদ দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে না-সাতক্ষীরায় জামায়াতের নায়েবে আমীর  মজিবুর রহমান

    কোন মানব রচিত মতবাদ দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে না-সাতক্ষীরায় জামায়াতের নায়েবে আমীর  মজিবুর রহমান

    দেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, দেশকে এগিয়ে নিতে হলে এই ষড়যন্ত্রকারীদের অতি দ্রুত  চিহ্নিত করতে হবে-সাতক্ষীরায় জামায়াতের নায়েবে আমীর  মজিবুর রহমান
    সাতক্ষীরা প্রতিনিধি:
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এম পি  অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে  অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি  নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি,মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, বাজনীতি করবে,  তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। আল্লার সে মতবাদ, আল্লাহর দ্বীন  এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক,কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ  জামায়াতে ইসলামী,
     ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশানসহ আরো যারা কুরআনের আইন চাই তাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। আমরা কুরআন, সুন্নার আইন বাংলাদেশে কায়েম  করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমাদের জীবন শহীদ হয়ে যাবে,তবু  এদেশে কুরআন সুন্নার আইন চালু হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিগত জালিম সরকার সকল বিভাগে এমনকি মসজিদ কমিটিতে তাদের লোক বসিয়ে রেখেছে, এখন থেকে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে আপনারা মসজিদ কমিটির সভাপতি করবেন। তিনি বর্তমান উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে এই ষড়যন্ত্রকারীদের অতি দ্রুত  চিহ্নিত করতে হবে। এবং সেখানে সৎ ও দেশপ্রেমিক জনবল নিয়োগ দিতে হবে।
    শনিবার (২১ সেপ্টেম্বর )দুপুর ১২ টার দিকে   আল আমিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে রুকনদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির হাফেজ মাওলানা মুফতি  মুহাদ্দিস রবিউল বাশার’র সভাপতিত্বে

    ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

    সেক্রটারী মাওলানা আজিজুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিত রুকন শিক্ষা  শিবিরে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা,সহকারী সেক্রেটারী প্রফেসর ওবায়দুল্লাহ,প্রফেসর ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদের এ্যাড.আব্দুস সুবহান মুকুল,ডা.মাহমুদুল হক, জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিন, মাওলানা ওসমান গনি, অধ্যাপক আব্দুল ওয়ারেছ, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রটারী খোরশেদ আলম,সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর আমীর মাওলানা শাহাদাত হোসেন, শহর ছাত্র শিবিরে  সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, ছাত্র নেতা হাবিবুর রহমান, আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
  • ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি যুবরাজ

    ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি যুবরাজ

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারিত্বের অপরাধেরও সমালোচনা করে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

    তিনি বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার নিরলস প্রচেষ্টা সৌদি আরব বন্ধ করবে না। আর আমরা অঙ্গীকার করছি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক সৌদি আরব স্থাপন করবে না।

    বুধবার শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে যুবরাজ একথা বলেন। বাবা বাদশাহ সালমানের পক্ষ থেকে কাউন্সিলে বার্ষিক এই বক্তব্য রাখেন তিনি। যুবরাজের ভাষণের আগে তার সামনে শপথ গ্রহণ করেন শুরা কাউন্সিলের সদস্যরা।

    যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা গত বছর অক্টোবরে গাজার হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে থমকে গেছে বলে এ বছরের শুরুর দিকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র।

    আর এখন সৌদি যুবরাজ যা বললেন, তাতে এমনই আভাসই পাওয়া যাচ্ছে যে, ইসরায়েল যুদ্ধ অবসান না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওই উদ্যোগ ফলপ্রসূ হবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

  • ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্তাদের

    ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্তাদেরআগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ছবি- সংগৃহীত

    আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বরাবর জবাবদিহি করতে হবে।

    বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকল জেলার জেলা প্রশাসকদের কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের। তারা প্রতিদিন কী কার্যক্রম চালালেন সে বিষয়ে ডিসিদের অবহিত করতে হবে। এ বিষয়ে আজই জেলা প্রশাসক ও
    ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনাকর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পৌছাতে পারে।

    এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে।

    সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানা গেছে।

  • করোনার অতি-সংক্রামক নতুন ধরন শনাক্ত, দ্রুতগতিতে ছড়াচ্ছে, বিজ্ঞানীদের সতর্কবার্তা

    করোনার অতি-সংক্রামক নতুন ধরন শনাক্ত, দ্রুতগতিতে ছড়াচ্ছে, বিজ্ঞানীদের সতর্কবার্তা

    করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন একটি ধরন  হলো  এক্সইসি

    করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন একটি ধরন  হলো  এক্সইসি।  এই ধরনটি খুব দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে দুশ্চিন্তায় গোটা বিশ্ব। এদিকে  এক্সইসি নামের এই ভ্যারিয়েন্টটি শিগগিরই শক্তিশালী হয়ে উঠতে পারে বলে সতর্কবার্তা করে দিয়েছেন বিজ্ঞানীরা।

    বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনটি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপগোত্রীয়। তবে এক্সইসি ধরনে নতুন করে রূপান্তর ঘটেছে। এর ফলে চলতি শরতে ইউরোপে করোনার নতুন এই ধরনের ব্যাপক বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে। তবে করোনার টিকা এই ধরনকে প্রতিরোধে সহায়তা করবে।

    করোনার আগের উপ-ধরন ওমিক্রনের কেএস.১.১ এবং কেপি.৩.৩ এর মিশ্রণে শঙ্কর ধরনে রূপ নিয়েছে এক্সইসি। বর্তমানে ইউরোপজুড়ে এই ধরনের সংক্রমণের ব্যাপক আধিপত্য দেখা গেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করোনার নতুন ওই ধরনটি গত জুনে জার্মানিতে প্রথম শনাক্ত হয়। এরপর থেকে এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক ও অন্যান্য কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, করোনার নতুন ধরনটি এখন পর্যন্ত পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল এবং চীনসহ অন্তত ২৭টি দেশের ৫০০ নমুনায় শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে এই ধরনের প্রকোপ ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

    ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফ্রাঁসোয়া ব্যালোক্স বিবিসিকে বলেছেন, সাম্প্রতিক অন্যান্য কোভিড-১৯ ভ্যারিয়েন্টের তুলনায় এক্সইসি ভ্যারিয়েন্ট মানুষের মাঝে দ্রুত সংক্রমণ ছড়ানোর সক্ষমতাবিশিষ্ট। শীতকালে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে উচ্চগতি দেখা যেতে পারে। তবে আশার কথা হলো- করোনার ভ্যাকসিনগুলো এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দিতে পারবে।

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের পরিচালক এরিক টোপোল বলেছেন, এক্সইসির সংক্রমণ মাত্র শুরু হচ্ছে। ব্যাপক সংক্রমণ শুরু হওয়ার আগে নতুন এই ধরনটি কয়েক মাস সময় নিতে পারে।

    সূত্র: বিবিসি, এনডিটিভি

  • জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে

    জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে

    জাতিসংঘ

    জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে। ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ও ই-পার্টিসিপেশন সূচক প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দুটি সূচকেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে এ সূচক প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে।

    সূচক বলছে, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) বাংলাদেশ ১১ ধাপ এগিয়েছে। এছাড়া ই-পার্টিসিপেশন সূচকেও পাঁচ ধাপ উন্ন হয়েছে বাংলাদেশের। দুই দশক তথা ২০০৩ সালের পর ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশে এবার সর্বোচ্চ (০.৬৫৭০) অর্জন করেছে।

    জাতিসংঘের এ সূচকে দেখা গেছে, বিশ্বের ১৯৩ দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০ তম অবস্থানে রয়েছে। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১১ তম। এছাড়া ২০২০ সালে বাংলাদেশ সূচকে ১১৯তম অবস্থানে ছিল।

    ইজিডিআই ছাড়াও ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বর্তমানে এ সূচকে বাংলাদেশ ৭০তম অবস্থানে রয়েছে। ২০২২ সালে এ সূচকে ৭৫ তম অবস্থান ছিল। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এ বছর সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে বাংলাদেশ।

    ইজিডিআই ইনডেক্স সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়। এছাড়া এতে শগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকেও মূল্যায়ন করা হয়।

    ২০২৪ সালের ইজিডিআই সূচকে শীর্ষ অবস্থারে রয়েছে ডেনমার্ক। এরপর রয়েছে এস্তোনিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এ তালিকায় ভারত ৯৭তম এবং মিয়ানমার ১৩৮তম অবস্থানে রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৬৯৪তম, শ্রীলংকা ৯৮তম, ভুটান ১০৩তম আর নেপাল ১১৯তম অবস্থানে রয়েছে।