Blog

  • যমুনায় মুখোমুখি ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান

    যমুনায় মুখোমুখি ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।

    যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল -উজ-জামান। সফরে তিনি জাতিসংঘ সদর দফতরে শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা যান সেনাবাহিনী প্রধান।

    এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- আইএসপিআর জানায়, সফরে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

    এতে বলা হয়, ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের পক্ষে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডাইরেক্টর অব অফিস ফর পিস কিপিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রত্যেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশি শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্রবাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

    রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে প্রাথমিক
    বিদ্যালয়ের অসহায় দুস্থ্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
    বিতরণ করা হয়েছে।
    শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে জেলা
    পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব প্রেসিডেন্ট
    ও সাবেক উপজেলা চেয়ারম্যান রোটাঃ মো. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকারি
    মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
    আলোচনা সভায় রোটাঃ পিপি মাগফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রোটারী
    ক্লাব অব সাতক্ষীরাথর রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি আশরাফুল
    করিম ধনি, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, ফারহা দিবা খান সাথী, রোটাঃ
    কামরুল হাসান, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ নাছিমা খাতুন, রোটাঃ
    জেসমিন আক্তার, রোটাঃ নুরুল হক, রোটাঃ জিএম নাজমুল ইসলাম, রোটাঃ নুর
    মোহাম্মদ পাড়, রোটাঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, রোটাঃ শিমুন শামস্ধসঢ়;
    প্রমুখ।
    এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরাথর সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত
    ছিলেন।

  • অর্ধশতাধিক এসআইকে কারণ দর্শানোর নোটিশ

    অর্ধশতাধিক এসআইকে কারণ দর্শানোর নোটিশ

    রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত অর্ধশতাধিক ক্যাডেট উপপরিদর্শকের (এসআই) কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।

    সোমবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শৃঙ্খলার সাথে না বসার কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

    কৈফিয়ত তলব করা ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত।

    পুলিশ একাডেমির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ মাঠে নাশতা নিয়ে হইচই করার কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সাথে না বসার কারণে অন্তত ৫৯ জন এসআইকে শোকজ করা হয়েছে।

    একাডেমি সূত্র জানায়, ওই ব্যাচের ১০ জন এসআইকে গত ২১ অক্টোবর দ্বিতীয় দফায় শোকজ করা হয়। পরে ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরো ৪৯ জনকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেন।

    প্রশিক্ষণরত এক এসআইকে ২৪ অক্টোবর দেয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় ওই এসআই শৃঙ্খলার সাথে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সাথে বসতে বললেও তিনি নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করেন।’

    এতে আরো বলা হয়, পাঠদান চলাকালে এই এসআইয়ের ক্লাসে কোনো মনোযোগ ছিল না এবং পাশাপাশি বসে কথা বলছিলেন। এ জন্য একজন প্রশিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাডেমির অধ্যক্ষের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। তাই বিধি অনুযায়ী কেন তাকে চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি দেয়া হবে না, তা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে ওই এসআইকে দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়।

    এর আগে ১০ এসআইকে গত ২১ অক্টোবর দেয়া কারণ দর্শানোর নোটিশের একটি কপিতে দেখা গেছে, যেসব অভিযোগে ২৪ অক্টোবর এসআইদের নোটিশ দেয়া হয়েছে, একই অভিযোগ ২১ অক্টোবরের চিঠিতেও। চিঠিতে বলা হয়, ১৬ অক্টোবর ওই একই সময়ে জিমনেসিয়ামে ‘এক্সপেরিয়েন্স শেয়ারিং ইন অর্ডার টু ফেইস পলিটিক্যাল এইমড’ বিষয়ে ক্লাস ছিল।

    সেদিন বিশেষ অতিথি বক্তা ছিলেন পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ মো. নজিবুর রহমান। সেদিন এই এসআই শৃঙ্খলার সাথে না বসে এলোমেলোভাবে বসেন এবং হইচই করেন। তাকেও তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

    তবে এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

    হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

    লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরহাম লায় নতুন করে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। স্থল হামলায় অংশ নিতে লেবাননে যাওয়ার পর গতকাল রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।

    তারা সবাই ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এরমধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

    দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।

    প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। যারমধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। যেটির সামনে দাঁড়িয়ে ছিলেন সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

    আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আজ সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল যে পাঁচ সেনা নিহত হয়েছেন তার মধ্যে একজনের চাচাত ভাই গাজায় জিম্মি অবস্থায় আটকা আছেন।

    সূত্র: টাইমস অব ইসরায়েল

  • ৭ গোলে জয় বাংলাদেশের

    ৭ গোলে জয় বাংলাদেশের

    আগামীকাল বাফুফে নির্বাচন। সাবেক ফুটবলার ও সংগঠকরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ মাঠের ফুটবলেও ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ, অনূর্ধ্ব-১৭ দল কম্বোডিয়ায় এএফসি টুর্নামেন্টের বাছাই ও নারী দল কাঠমান্ডুতে সাফ খেলছে। আজ (শুক্রবার) কম্বোডিয়ায় অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

    লাল-সবুজ জার্সিতে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

    সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। বাংলাদেশ ম্যাচটি ৭ গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফয়সালের গোলে বাংলাদেশ লিড নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।

    বিরতির পর বাংলাদেশ ম্যাকাওকে আরও ছয় গোল দেয়। মানিক ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন। ৭১-৭৫ মিনিটে বাংলাদেশ আরো তিন গোল করলে বড় জয় নিশ্চিত হয়। ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে ফয়সাল আরেক গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় পায়।

    এ জয় বাংলাদেশকে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে কিছুটা। বাংলাদেশ বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারের পর ফিলিপাইনকে হারিয়ে জয়ের ধারায় আসে।

  • দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    সাতক্ষীরার শ্যামনগরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বদরুজ্জামান (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও মীর জুবায়ের (১৯) নামে অপর এক যুবক আহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর আনসারের ভাটা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত বৃদ্ধ বদরুজ্জামান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহত মীর জুবায়ের একই উপজেলার মৌতলার ঝড়ুখামার গ্রামের নুরুল আলমের ছেলে। তিনি শ্যামনগরের নকিপুর বাজারের একজন গার্মেন্টস ব্যবসায়ী।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মীর জুবায়ের দোকান বন্ধ করে মটরসাইকেলে শ্যামনগরের নকিপুর বাজার থেকে মৌতলার ঝড়ুখামার গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর আনসারের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ বদরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মীর জুবায়েরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পথে বৃদ্ধ বদরুজ্জামানের মৃত্যু হয়। এছাড়া আরেকজনের অবস্থা আশঙ্কাজনজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।

    শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • আওয়ামী ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করায়  বিএনপির মিষ্টি বিতরন

    আওয়ামী ছাত্রসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করায় বিএনপির মিষ্টি বিতরন

    কলারোয়া  :
    কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়ালী বুঝতলা বাজারে বিএনপি, বিএনপির অঙ্গসংগঠন যুবদল, সেচ্ছাসেবকদল ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় বড়ালী ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ নিষিদ্ধ করায় মিষ্টি বিতরন করেছেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির  ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ওয়ার্ড সেক্রেটারি মিন্টু, যুবদলের ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম ডাবলু, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রাজু,   জেলা ছাত্রদলের সাবেক সদস্য আজহারুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক  যুগ্ন আহবায়কও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের নেতা খোরশেদ আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক  মোঃ হাবিব, ছাত্রদল নেতা উজ্জ্বল হোসেন,রাকিব, মাহফুজ, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা আব্দুল্লাহ,
    যুবদল নেতা  ,,মহাসিন,ইমাম,আব্দুল্লাহ, আব্দুর রশিদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। মেহেদী হাসান রাজু বলেন-
     বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।এই অবস্থায় সরকার ‌‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
  • উপকূলীয় সংকট নিরসনে করণীয় শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন

    উপকূলীয় সংকট নিরসনে করণীয় শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন

    ২৫ অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত ‘উপকূলীয়
    সংকট নিরসনে করণীয় বিষয়ক কর্মশালার’ শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের বিভিন্ন
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশবিদ, উন্নয়ন সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের
    অংশগ্রহণে এ কর্মশালা উপকূলের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এবং টেকসই উন্নয়ন নিয়ে
    আলোচনা করবে। কর্মশালাটি আয়োজিত হয়েছে উপকূলবর্তী মানুষের জীবনযাত্রা রক্ষা ও পরিবেশ
    সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য।
    খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিক জনাব গৌরাঙ্গ নন্দীর
    সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার
    জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ
    ফোরামের সম্পাদক জনাব মাহফুজুর রহমান মুকুল, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক জনাব নিখিল
    চন্দ্র ভদ্র, উত্তরণের টেকনিক্যাল অফিসার জনাব শেখ সেলিম আক্তার স্বপন, কুয়েটের সহযোগী
    অধ্যাপক জনাব আনজুম তাসনুভা, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব
    ডঃ তুষার কান্তি রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব
    মোল্যা শফিকুর রহমান , রূপান্তরের তথ্য অফিসার জনাব শেখ আব্দুল হালিম প্রমুখ। এসময় যশোর
    থেকে প্রতিনিধিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির আইন বিষয়ক সদস্য জনাব অনিল বিশ্বাস,
    ভুক্তভুগী শিলা রানী মল্লিক, মোংলা থেকে পশুর রিভার ওয়াটারকিপারের মো. নূর আলম শেখ,
    নদীকর্মী হাছিব সরদার, শ্যামনগর থেকে জনাব রণজিৎ কুমার বর্মন, জনাব মানবেন্দ্র দেবনাথ,
    সাতক্ষীরা থেকে অধ্যক্ষ আশেক-ই-ইলাহী সহ আরো অনেকে।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু ড্রেজিং করে নয়, নদী বাঁচাতে হলে অবশ্যই টিআরএম
    প্রক্রিয়া চলমান রাখতে হবে। বিশেষ করে নদীর পলি এবং বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের পরিকল্পনা
    গ্রহন করতে হবে। এসময় তিনি আরো বলেন, নদীর মাধ্যমে উপকূল বাঁচানো না গেলে উপকূলের সাথে
    সংযুক্ত জেলা, বিভাগীয় শহরগুলোতেও নানা ভোগান্তি পোহাতে হবে। তাই নদী রক্ষা ও উপকূলীয়
    বোর্ড গঠন করা খুবই জরুরি।
    উক্ত কর্মশালায় উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
    সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব নিয়েও এ কর্মশালায় আলোকপাত করা হবে। কর্মশালার শেষ দিনে
    একটি প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা উপস্থাপন করা হবে, যা ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের
    স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।

  • সাতক্ষীরা শহরে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

    সাতক্ষীরা শহরে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

    সাতক্ষীরা : ২৫ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলামের পক্ষ থেকে সংগঠনের ০৬ ওয়াডের সেক্রেটারি আব্দুল হামিদ একই ওয়ার্ডের ইসলামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আহাত রহমত আলির সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং রোগমুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কাছে দোয়া করেন। আহাত রহমত আলি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন। এসময় আব্দুল হামিদ বলেন, মানুষের জীবনে কিছু পাওয়া বা না পাওয়া, রোগ-ব্যাধি সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এসময় ধৈর্য্যহারা হলে চলবে না। হতাশ না হয়ে মনোবল শক্ত রাখতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনার পাশে আছি, ইনশাআল্লাহ্ পাশে থাকবো। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে অসহায় এবং দুস্থ লোকদের আমাদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আজ আপনাদের পাশে এসেছি।

  • বাউশুলী যুবসমাজের সাথে আলহাজ্ব গাউছুল হোসেন রাজ এর মতবিনিময়

    বাউশুলী যুবসমাজের সাথে আলহাজ্ব গাউছুল হোসেন রাজ এর মতবিনিময়

    আশাশুনি :
    আশাশুনি বাউশুলির পঞ্চগ্রামের যুবসমাজের সাথে আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ মতবিনিময় করছেন। গতকাল বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলী পঞ্চগ্রামের যুব সমাজের আয়োজনে ইদগাহ ময়দানের মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছেন চাপড়া পুরাতন মসজিদ ও হাফিজিয়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গাউছুল হোসেন রাজ। বাউশুলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আলীর সভাপতিত্বে যুব নেতা আসাদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল গফুর, মিজানুর রহমান, তইজুদ্দীন গাজী চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আসাদুল ইসলাম ব্যবসায়ী মনিরুল ইসলাম (বাবু) মানিকখালী বিসমিল্লাহ হ্যাচারীর ম্যানেজার ফেরদাউস হোসেন (কাজল) সহকারি ম্যানেজার আহসান কবির বাউশুলী জামে মসজিদ কমিটির কর্মকর্তা ইসলাম কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি আরাধনা মন্ডল ব্যবসায়ী খোরশেদ আলম (পলি) আব্দুল হান্নান, হাসেম আলী, মোহম্মদ আলী, আশিকুর রহমান, আসলাম হোসেন সিপিপির ইউনিয়ন টিম লিডার একিম উদ্দীন (একিম) ব্যবসায়ী সোহাগ, মহিবুল্লাহ, ছাত্র রাসেল হোসেন সহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ ও সুবসমাজের নেতৃবৃন্দ।
  • এবার পাকিস্তানে শাকিব খান

    এবার পাকিস্তানে শাকিব খান

    বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান তুফান’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। এ ছাড়া আরও আছেন, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত মাস থেকে ওটিটিতেও দেখা যাচ্ছে সিনেমাটি।গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় ‘তুফান’। এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলে এটি। ঢালিউডে কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শাকিব খান। এবার সে গণ্ডিও পেরিয়ে যাচ্ছেন তিনি। শিগগিরই পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘তুফান’।

    অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা আগামী ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা রায়হান রাফী। এর আগে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে মুক্তি পায় ‘তুফান’।
  • শ্যামনগরের বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

    শ্যামনগরের বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

    সাতক্ষীরার শ্যামনগরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে এঘটনা ঘটে।

    নিহতের নাম উদয় কুমার বৈদ্য (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মৃত হাজরা বৈদ্যের ছেলে।

    বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, উদয় কুমার বৈদ্য বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় অসাবধানবশতঃ রাস্তার উপরে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ ঘটলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় উদয় বৈদ্য।

    শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    খুলনাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এই সময়ের মধ্যে খুলনা, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • আন্দোলন হলেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না সরকারি চাকরির বয়সে

    আন্দোলন হলেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না সরকারি চাকরির বয়সে

    সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বয়স আরও বাড়ানো নিয়ে আন্দোলন হলেও সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    তিন বারের বেশি বিসিএস পরীক্ষা নয়, এ বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ নাও পেতে পারে। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবসরের সময় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

    এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ অবসরের বয়স এখন যা আছে, তা-ই থাকবে।

    সভায় ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ ’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমার বিষয়টি রয়েছে।

    বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন একদল চাকরিপ্রত্যাশী।

  • পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান

    পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান

    পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান রোটারি ক্লাব অব সাতক্ষীরা নেতৃবৃন্দের

    সাতক্ষীরা : ‘পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যামে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, চেয়ারপারসন রোটারিয়ান ডাঃ সুশান্ত কুমার ঘোষ।
    লিখিত বক্তব্যে ডাঃ সুশান্ত কুমার ঘোষ বলেন, পোলিও একটি ভাইরাস। যা দ্বারা পোলিওমাইলাইটিস নামক মারাত্মক সংক্রামক রোগ হয়ে থাকে। বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে পোলিও মুক্ত হওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করে এবং প্রতি বছর দেশে জাতীয় টিকা দিবস আয়োজনের মাধ্যমে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সাল পর্যন্ত দেশে মোট ২১টি ঘওউ আয়োজন অনুষ্ঠান সম্পন্ন হয় যাতে প্রায় ৯৮ কোটিরও বেশি ডোজ শিশু পোলিও টিকা খাওয়ানো হয়। অবশেষে এই ব্যাপক কর্মযজ্ঞের কল্যাণেই ২০১৪ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য সকল দেশের সাথে অত্যন্ত মর্যাদাপূর্ণ পোলিও মুক্ত সনদ অর্জন করে।
    তিনি আরো বলেন, বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে রোটারি ইন্টারন্যাশনাল। ১৯৫৫ সালে বিজ্ঞানী জোনাস এডওয়ার্ড সল্ক ও তার গবেষণাবল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। পরবর্তীতে ১৯৬২ সালে তিনি তৈরি করেন ইন্যাকটিভেটেড পোলিওভাইরাস টিকা। এই যুগান্তকারী সাফলাকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু হয়। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান ব্যতীত সারা বিশ্ব পোলিও মুক্ত অবস্থায় রয়েছে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বব্যাপী পোলিও টিকার ব্যাপক বাস্তবায়নের মাধ্যমে।
    ডা: সুশান্ত ঘোষ বলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য ইপিআই হতে জন্ম থেকে এক বছরের মধ্যে শিশুকে প্রদেয় সকল টিকা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পাশাপাশি গুটি বসন্তের মত পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
    সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মশিউর রহমান, মুস্তাফিজুর রহমান নাসিম, সৈয়দ হাসান মাহমুদ, আশরাফুল করিম ধনী, মাহমুদুল হক সাগর, বিশ্বনাথ ঘোষ, মোঃ মাগফুর রহমান, ফারহা দিবা খান সাথী, নাসিমা খাতুন, জিএম আব্দুল কাদের ও মোহাম্মদ গোলাম রসুল রাসেল প্রমূখ।

  • সাংবাদিক টুটুলের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক 

    সাংবাদিক টুটুলের মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক 

    সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুল মারা গেছেন।
    বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  দুপুর ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের সভাপতি ফারুক রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান সহ সকল নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
  • এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

    এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা

    রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার বেলা ২:৩০ টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে এ এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার  (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আনোয়ারুল কবীর, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ । এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার। এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন  ইউনিসেফ এর সিনিয়র কনসালটেন্ট ডা. মো: হাসানুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান প্রমুখ। সভায় জরায়ু মুখের ক্যান্সারের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টশন দেন ইউনিসেফ এর বিভাগীয় কনসালটেন্ট ডা. তাপস কুমার হালদার।
    সভায় প্রধান অতিথি জানান, সরকারের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ২৪ অক্টোবর হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণি ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে। ১ ডোজ এইচপিভি টিকা পেতে জন্ম সনদের তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি।
    অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন উপশহর মডেল মসজিদের ইমাম আবদুল্লা আল মামুন। অনু্ষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের  ফিল্ড সুপারভাইজার মো: জাহাঙ্গীর আলম। সভায় কওমী মাদ্রাসার জেলা প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, সুপারভাইজার, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এবং মহিলা মাদ্রাসার শিক্ষিকাসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক নাসির উদ্দিন।
  • আশাশুনির প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও মতবিনিময় সভা

    আশাশুনি :
    আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘুর্নিঝড় ডানার আঘাত রক্ষায় (প্রতিরোধে) করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতাপনগর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে গতকাল এসভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন জামায়াতের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী সরদার। প্রভাষক মাওঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামাত নেতা উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রভাষক মাওঃ শাহাজান আলী, প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ লস্কর, আকরাম হোসেন সানা, ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুব জামায়াত নেতা মাওঃ আবু সাঈদ, আঃ গফ্ফার, হাবিবুর রহমান, মোস্তাক আলী, জামাত নেতা মাওঃ নাসির উদ্দিন, শিবির সভাপতি মহিব্বুলাহ প্রমুখ। সভায় এলাকার মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের স্থান নির্ণয় এবং ঝড়ের আঘাত প্রতিরোধে করণীয়, নদীর পানি বৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় জিও রোল প্রস্তুত রাখা, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার বা মাইকিংয়ের ব্যবস্থা, সাইক্লোন শেল্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা, শুকনো খাবার প্রস্তুত রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনালের দক্ষিণ অংশের বেড়িবাঁধ, চাকলা হাইল চরের বেড়িবাঁধ, হরিশখালির বন্যতলা মূল ক্লোজার বেড়িবাঁধ, সুভদ্রাকাটি বেড়িবাঁধ রক্ষায় প্রস্তুত থাকতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।