Blog

  • কমলো সোনা ও রূপার দাম

    কমলো সোনা ও রূপার দাম

    দিওয়ালির পর, এক লাফে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। পাকা সোনা ও গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় এক হাজার টাকা কমে গেছে, আর রুপোর দামও প্রতি কেজিতে প্রায় তিন হাজার টাকা কমেছে। এর ফলে মধ্যবিত্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

    বিশেষ করে যারা আগামী দিনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করছেন, তাদের জন্য এই দাম কমা একটি আনন্দের খবর। দাম কমানোর ফলে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।

    তবে বাজারে গিয়ে এই দরে সোনা কিনতে পারবেন না। কারণ, সোনার দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি এবং মেকিং চার্জ, যা এই দামের ওপর যোগ হয়। ফলে সাধারণ মানুষকে আরও কিছুটা বাড়তি দামে সোনা কিনতে হবে।

    শনিবার, সোনার দাম প্রায় এক হাজার টাকা কমলেও, আগামী সপ্তাহে তা আরও কমবে কিনা, তা নিশ্চিত নয়।

  • আমাদের লক্ষ্য অর্জনের প্রধান উপায় নির্বাচন: মির্জা ফখরুল

    আমাদের লক্ষ্য অর্জনের প্রধান উপায় নির্বাচন: মির্জা ফখরুল

    বর্তমান সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    গত মঙ্গলবার লালমনিরহাটের ‘জিয়া স্মৃতি ফুটবল টুনার্মেন্ট’এ জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সরকারের প্রতি সহনশীল হতে, যেনো সংস্কারের কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই শেষ করতে পারে।

    তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করি। আমাদের লক্ষ্য অর্জনের প্রধান রাস্তা হলো নির্বাচন।

    মির্জা ফখরুল আরও বলেন, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকারের চরিত্রটা ভিন্ন। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারবেন।

    নতুন উপদেষ্টাদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে ড. ইউনূসসহ সরকারের সবাইকে চিন্তা করতে হবে। বিতর্ক সৃষ্টি না হওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে

  • ফারুকী- বশির উপদেষ্টাদ্বয়ের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

    ফারুকী- বশির উপদেষ্টাদ্বয়ের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান।

    নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এ ছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান তিনি।

    নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত ১০ নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত ১৬ বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র-জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন ও সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টামণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

    মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদপুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়ে আজকে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চায় এবং অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার ৪৯ নং এফআইআরভূক্ত অন্যতম আসামি এবং আওয়ামী সরকারের এমপির ভাই বিতর্কিত ও বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টামণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানাই।

  • ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

    ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

    দেশের অর্থনৈতিক উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ,
    জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকার গুরুত্ব অনেক বেশি। কিন্তু সে
    অনুযায়ী উপকূলকে গুরুত্ব দেওয়া হয় না। ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী
    ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। যা পৃথিবীর ইতিহাসে
    সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত। তাই এই দিনটিকে
    উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। একই সাথে আলাদা
    উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, উপকূলে উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ
    এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে হবে।

    oppo_2

    মঙ্গলবার (১২ নভেম্বর) শ্যামনগর প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন
    সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, উপজেলা যুব
    স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক
    আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।
    বক্তারা আরো বলেন, উপকূলের মানুষের ন্যায্যতা নিশ্চিতে ১২ নভেম্বরকে উপকূল দিবস
    হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। কারণ দেশের তিনভাগের এক ভাগই উপকূল
    বেষ্টিত। প্রত্যক দুর্যোগেই উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সবুজ সংহতির কুমুদ রঞ্জন, সুন্দরবন
    স্টুডন্ট সলিডারিটি টিমের শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি গাজী আব্দুল্লাহ
    আল মামুন, সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, বারসিক এর সহযোগী আঞ্চলিক
    সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোহিনুর ইসলাম, প্রতিমা চক্রবর্তী, বরসা
    গাইন প্রমুখ।

  • শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    আজ ১২ নভেম্বর ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান
    কার্যালয়ে দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের
    উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।
    উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই
    প্রশিক্ষণের মূল লক্ষ্য।
    প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী
    পরিচালক জনাব রনজিৎ কুমার বর্মন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃ
    রমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের
    প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধিসহ আরো অনেকে। সভার
    সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন
    সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি খাদ্য
    নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন ও চাষের মাধ্যমে
    কৃষকদের প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করা সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে
    আমরা তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান প্রদান করতে পারছি, যা তাদের ফলন বাড়াতে
    সহায়তা করবে।”
    প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষ পদ্ধতি, বীজ উৎপাদন
    এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষে
    অংশগ্রহণকারীদের ধানবীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার
    প্রতিশ্রুতি দেওয়া হবে।
    এই প্রশিক্ষণ কার্যক্রম উপকূলীয় কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে
    বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে” জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

    জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে” জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

    জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক কর্মসূচীর আওতায় শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সাত উপজেলা নির্বাহী অফিসারগণ, মেডিকেল অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্কাউটস এর আঞ্চলিক উপ কমিশনার, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।

  • ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন সাথে স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা

    ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন সাথে স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশন এর আয়োজনে সংগঠনের কনফারেন্স রুমে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোমরা উদয়ন সমিতির সভাপতি ও সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, কিরণ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর মো. মনিরুল ইসলাম, ক্লিন এন্ড গ্রীন সংগঠনের সদস্য মো. জাকির হোসেন, বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত

    সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১ নভেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী ধানের শীষ হাতে ব্যানার সহকার সমবেত হয়। সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসান হাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন, সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সংগঠনিক সম্পাদক আবু রায়হান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর আলম বাপি প্রমুখ। এসময় জাতীয়তাবাদী বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • কাদাকাটিতে অবৈধ দখলদার উচ্ছেদের অভিযোগের তদন্ত সম্পন্ন 

    কাদাকাটিতে অবৈধ দখলদার উচ্ছেদের অভিযোগের তদন্ত সম্পন্ন 

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি উপজেলার কাদাকাটিতে অবৈধ দখলদার উচ্ছেদের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন সরেজমিনে যেয়ে উভয় পক্ষের সাথে কথা বলেন এবং জমির মালিকরা সঠিক রয়েছে কিনা তার কাগজপত্র দেখেন।টেকাকাশিপুর গ্রামের আহম্মদ গাজীর ছেলে মোঃ রফিকুল গাজী টেকাকাশিপুর মৌজার ১ নং খতিয়ানের ১৫৫ দাগের ৩৮.০৬ একর জমির মধ্যে ১৮.১০ একর জমি থেকে দখলদার কে উচ্ছেদ ও নিজ নামে একসনা পাইবার জন্য বাদি হয়ে জেলা প্রশাসক বরাবর  আবেদন করলে সোমবার সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন ও সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক প্রতিবেদন দাখিলের জন্য সরেজমিনে তদন্ত সম্পন্ন করেন।এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তুহিনউল্লাহ তুহিন, মেসার্স ফারজীন আহমেদ ব্রিকস (F.A.B) এর পরিচালক মোঃ সোহরাব হোসেন, ডিসিআরকৃত জমির মালিক মৃত ইজার গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী, আবুল হোসেন এর ছেলে রবিউল সরদার, মৃত জব্বার গাজীর ছেলে হযরত আলী, মৃত জিন্নাত সরদারের ছেলে মোঃ বাবু সরদার, মৃত নূর ইসলামের ছেলে মাছুম মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। জমির মালিকগন জানান, আমরা দীর্ঘদিন যাবত ডিসিআর করে ভাটায় লীজ দিয়ে এবং ঐ ভাটায় কাজ-কাম করে জীবিকা নির্বাহ করে আসছি।ভাটার পরিচালক মোঃ সোহরাব হোসেন জানান, রেকর্ডীয় ব্যাক্তি মালিকানা ১৩ বিঘা ও ডিসিয়ারের জমি ১৮ বিঘা। ডিসিয়ারকৃত মালিক ৩০ জন। ২৪ সাল পর্যন্ত জমির লীজের টাকা পরিশোধ করেছি। অনেকের ২৫ সালের লীজের টাকা নেওয়া আছে এবং এই ভাটায় এলাকার ২৫০ থেকে ৩০০ জন ব্যাক্তির কর্ম সংস্থানের ব্যাবস্থা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন জানান, সরেজমিনে যেয়ে ডিসিআরকৃত জমির মালিকদের সাথে কথা বলে কাগজ পত্র দেখা হয়েছে। পূর্বে যারা ডিসিআর পেয়েছিলো এবছরও তারাই পাবে।
  • একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম

    একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম

    একজন আদর্শ নারী ছিলেন মর্জিনা বেগম: শ্রদ্ধা জ্ঞাপনে  বিশিষ্টজনেরা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী ও সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুর মায়ের মৃত্যুতে এবং পরিবারের সকল মৃত ব্যেক্তিদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের রাধানগরে মশিউর রহমান বাবুর বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এর আগে, এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান হাবিব এর সহধর্মিণী মরহুম মর্জিনা বেগম ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে মর্জিনা বেগম এমপি হবিকে সক্রিয় সহযোগিতা করেছেন।

    আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুজ্জামান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নাগরিক নেতা নুরুল হক প্রমুখ।

    অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।

  • প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর: ড ইউনুস

    প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর: ড ইউনুস

    প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছে। দেশ এবং জাতি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবে, বলে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এর আগে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

    হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যায়। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।

    অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সীমান্তে অনুপ্রবেশকালে আটক হলো ৮১ রোহিঙ্গা

    সীমান্তে অনুপ্রবেশকালে আটক হলো ৮১ রোহিঙ্গা

    বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বর্তমানে আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

    সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে বলে জানা গেছে।

    প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে আটক করেন। আটককৃত রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করার ক্রিয়া চলছে।

    বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

    আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • যাত্রা শুরু হলো আর্মি এয়ার ডিফেন্স কোরের

    যাত্রা শুরু হলো আর্মি এয়ার ডিফেন্স কোরের

    বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্র কোর হিসেবে যাত্রা শুরু করেছে ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’।

    আজ সোমবার সকালে চট্টগ্রামের হালিশহরে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে এই ইউনিটের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

    এসময় একজন ইউনিট অধিনায়ক, একজন নারী অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোলজার টাইটেল এবং ক্যাপ ব্যাজ প্রদান করেন সেনাপ্রধান।

    এসময় আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান সেনা প্রধান।

  • বাংলাদেশকে নিয়ে গুজবের পর গুজব ইন্ডিয়ান মিডিয়ায়

    বাংলাদেশকে নিয়ে গুজবের পর গুজব ইন্ডিয়ান মিডিয়ায়

    বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেনি

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমন অভিযানের কোনো ঘটনা ঘটেনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেকিং ফেসবুক পেজে বলা হয়, আওয়ামী লীগ-সমর্থকদের গ্রেপ্তারের ঘটনা কিছু ভারতীয় সংবাদপত্র অতিরঞ্জিত করেছে। পোস্টে ইন্ডিয়া টুডের একটি ছবি যুক্ত করা হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেকিং ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।

    পোস্টে বলা হয়েছে, রাজধানী ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রোববার আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে।

    পোস্টে আরও বলা হয়, ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়ায় তারা সেগুলো বহন করছিলেন। আটক ব্যক্তিরা পুলিশকে বলেছেন, তারা মার্কিন রাজনীতি অনুসরণ করেন না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিলেন।

    সিএ প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, আগস্টে অভূতপূর্ব বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান সম্পর্কে আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছে। তারা বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আওয়ামী লীগ-সমর্থকদের গ্রেপ্তারের ঘটনাও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে।

    উল্লেখ্য, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।  এরপর শনিবার রাতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। রোববার পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপি।

  • বাংলাদেশে চাকরি হারানোর শঙ্কায় ৫৪ লাখ কর্মী!

    বাংলাদেশে চাকরি হারানোর শঙ্কায় ৫৪ লাখ কর্মী!

    চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন বলে তথ্য প্রকাশ করেছে সরকারি সংস্থা এটুআই এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও ।

    বিশেষজ্ঞদের মতে, এ  বিপ্লবের ফলে দেশের অর্থনীতিতে আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। সমস্যা মোকাবিলা ও সম্ভাবনা কাজে লাগাতে নতুন কৌশলপত্র তৈরি প্রয়োজন।

    আজ সোমবার রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানা যায়।

    সেমিনারে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. কাজী মুহাইমিন-উস-সাকিব।

    এ প্রবন্ধে বলা হয়, এ বিপ্লবের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ২৭ লাখ, ফার্নিচার খাতের প্রায় ১৪ লাখ, কৃষিপণ্য ও পর্যটন খাতের ৬ লাখ করে ১২ লাখ এবং চামড়া শিল্পের ১ লাখ-মোট ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন।

  • কোনো ব্যাংক বন্ধ হবে না: গভর্নর

    কোনো ব্যাংক বন্ধ হবে না: গভর্নর

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমাদের গ্রোথ কমেনি। চার মাস পার করছি, মূল্যস্ফীতি কমাতে আমাকে আরও ৮ মাস সময় দিতে হবে।

    তিনি বলেন, বিগত সময়ে ব্যাংকখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সব সমাধান হবে না। কারণ এক ব্যাংকের ২৭ হাজার কোটি টাকার এসেট এক পরিবার ২৩ হাজার নিয়েছে সেখানে আমার হাতে ম্যাজিক নেই। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না এটা বলতে পারি। দুর্বল ব্যাংকে টাকা তুলতে পারছে না এ কারণে তাদের তারল্য সহায়তা দেওয়া হচ্ছে, সব সমাধানও হয়ে যাবে।

    সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

    গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা শুধু মুদ্রানীতির ওপর নির্ভর করছি না। সব প্রয়োজনীয় পণ্য এলসি খোলা, শুল্ক শিথিল করা হয়েছে।

    তিনি বলেন, তাৎক্ষণিক মূল্য কমাতে শুল্ক হ্রাসসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, আশা করছি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে পারব। গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে কোনো কিছু করেনি।

    বেক্সিমকোতে রিসিভার নিয়োগের বিষয়ে তিনি বলেন, বেক্সিমকো সচল রাখতেই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক চুক্তিসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, অগ্রগতিও হয়েছে।

  • উপদেষ্টা পরিষদে আওয়ামী পুনর্বাসন মেনে নেয়া হবে না

    উপদেষ্টা পরিষদে আওয়ামী পুনর্বাসন মেনে নেয়া হবে না

    ছাত্র-জনতার মতামত না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জুলাই-আগস্টে যে ছাত্র-জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থি ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।

    হাসনাত বলেন, ছাত্র-জনতার সঙ্গে মশকরা হচ্ছে। ধানমন্ডির ৩২কে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে। কার মদতে, প্রশ্রয়ে আওয়ামী পুনর্বাসনের এই উদ্যোগ নেয়া হয়েছে আমরা তা জানতে চাই। ফ্যাসিবাদের যারা দোসর, ‘২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ফরম্যাটেই তাদের দেখতে চাই না। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তারা কী করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই।

    তিনি বলেন, আমাদের হারাবার কিছু নাই। ৫ই আগস্টের পর আমাদের বোনাস লাইফ।

  • সাতক্ষীরায় ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত 

    সাতক্ষীরায় ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত 

    শহর প্রতিনিধি:
    প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। কাজেই অভিবাসন খাতকে নিরাপদ করার পাশাপাশি বিদেশ-ফেরত অসহায়দের পাশে থাকতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এক হয়ে কাজ করতে হবে। সোমবার (১১ নভেম্বর) সকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা অ্যাডভোকেসি কর্মশালায় এ আলোচনা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় প্রধান অতিথি বলেন, ব্র্যাকের আজকের এই কর্মশালায় আয়োজনে ব্র্যাককে ধন্যবাদ জানাচ্ছি। তবে সরকার যেমন প্রত্যেক কাজে অফিসার নিয়োগ করে, তেমনি এনজিও সমূহ অফিসার নিযোগ করে থাকেন। কোন কাজ এর স্বচ্ছতা থাকা জরুরী। স্বচ্ছ ভাবে সকলে করলে এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান মিলে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব। পৃথিবীর সকল দেশে ভালো সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি আরোও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের নীতিমাল অনুযায়ী কাজ করলে সেখানে ক্ষতিগ্রস্থ বিদেশফেরতরা উপকৃত হবে। এক্ষেত্রে মিডিয়ায় যারা কাজ করেন তারাও বিভিন্ন তথ্য প্রচার ও প্রসারে ভুমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে থাকা বিদেশ-ফেরতদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পুনরেকত্রীকরণ সহায়তার প্রশংসা করে জেলা প্রশাসক আরও বলেন, ‘অভিবাসন খাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রুখতে ব্র্যাক সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। অ্যাডভোকেসি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান,সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমরা নাথ। এসময় অতিথিরা বলেন, নিরাপদ অভিবাসন আরো সুদৃড় করতে সচেতনতা কার্যক্রম আরো বাড়াতে হবে।ভারত থেকে বিদেশে গেলে যেখানে ৮০ হাজার টাকা খরচ হয় সেখানে আমাদের দেশে কেনো পাঁচ লক্ষ টাকা খরচ হবে। এক্ষেত্রে ব্যাক পেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে যাতে অভিবাসীরা জীবন যুদ্ধে জয়ী হতে পারে।  যারা বিদেশে যেতে চায় তারা যেনো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে যোগাযোগ করে জেনে বুঝে বিদেশ যায়। আমাদের দেশে অনেকেই না জেনে বিদেশে যাচ্ছেন যেখানে টিটিসি ও ডেমো অফিসের সাথে যোগাযোগ করে যেনো যায় সে বিষয়ে উল্লেখ করেন। এক্ষেত্রে  ব্র্যাক সহ অন্যান্য স্টেক-হোল্ডারদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে ।
    অ্যাডভোকেসি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান। তিনি উপস্থিত অতিথিদের সক্সেগ ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের নানা প্রকল্পের মাধ্যমে দেওয়া সেবা, বিদেশ-ফেরত অভিবাসী ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় বক্তব্য রাখেন বিদেশ-ফেরত অভিবাসীরা। দালালের মাধ্যমে অনেক টাকা খরচ করে বিদেশে গিয়ে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন ক্লাইমেট ব্রিজ ফান্ডের (সিবিএফ) সহায়তায় কেএফডাব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে অংশীদারত্বে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং ইকোনোমিক রিকভারি ক্যাপাসিটি অফ ক্লাইমেট-ভালনারেবল-নিউ-প্যুওর, স্পেশিয়ালি রিটার্নি মাইগ্রেন্টস্ ইমপ্যাক্টেড বাই কোভিড-১৯’ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতরা মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পাচ্ছেন।
    কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা কর্মস্ংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মোস্তফা জামান, ব্র্যাকের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এ.এস.কে. আশরাফুল মাশরূদ,
    সাতক্ষীরা ডিস্ট্রিক কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ,সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্ট্রগ্রেশন, সাতক্ষীরা সহ  বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, অভিবাসী পরিবারের সদস্য এবং প্রকল্পের সফল সেবাগ্রহীতাগণ।
    বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের প্রসারের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।#