Blog

  • বাংলাদেশের মানুষ ভোটাধিকারটা চান: মওদুদ

    বাংলাদেশের মানুষ ভোটাধিকারটা চান: মওদুদ

    এসবিনিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকারটা চান। জানুয়ারির নির্বাচনে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষেজেড ফোর্স সাইবার ট্রুপসএর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    মওদুদ বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল। অথচ তারাই এখন এটা প্রত্যাহার করেছে। দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা জনগণও মানবে না। দেশে যে গণতন্ত্র আছে, সেটা দলীয় গণতন্ত্র। সত্যিকারের গণতন্ত্র নেই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে।

    জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

     

     

     

     

  • আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

    আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

    এসবিনিউজ ডেস্ক : আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। ঊনসত্তরের এই গণ-অভ্যুত্থান ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক। জাতির মুক্তি সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরাচারী আইয়ুব খানকে জনতার দাবি মেনে নিতে বাধ্য করে।

    ২০ জানুয়ারি ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে ঢাকায় সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি এই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই গণঅভ্যুত্থানের পথ বেয়ে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি।

    এ দিন ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর। এছাড়াও রুস্তম, মককবুলসহ চারজন শহীদ হন এই দিনে। প্রতিবাদে সংগ্রামী জনতা সেদিন সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয়।

    বিক্ষুব্ধ জনগণ আইয়ুব মোনায়েম চক্রের দালাল, মন্ত্রী, এমপিদের বাড়িতে এবং তাদের মুখপত্র হিসাবে পরিচিত তৎকালীন দৈনিক পাকিস্তান ও পাকিস্তান মর্নিং নিউজে আগুন লাগিয়ে দেয়। জনগণ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেইট নামকরণ করে।

    দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, সামরিক শাসন উৎখাতের দাবিতে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি কারফিউ ভঙ্গ করে রাজনীতিক, ছাত্র-শিক্ষক, জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান।

    শহিদ মতিউরসহ অন্যান্য শহিদের রক্ত বৃথা যায়নি উল্লেখ করে আবদুল হামিদ বলেন, গণ-অভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তি এবং প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর, যা ছিল জনগণের মহাবিজয়।

    প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। অপশাসন ও শোষণের বিরুদ্ধে উনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।’

    ‘৫২-এর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, পরবর্তী সময় ১১ দফা ও ‘৬৯-এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

     

  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক :  এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আবু হাসান শাহরিয়ার ও গল্পকার শাহাদুজ্জামানসহ সাতজন। সোমবার একাডেমিতে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

    এবছর কবিতায় মনোনীত হয়েছেন আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে: শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায়: মোরশেদ শফিউল হাসান, শিশুসাহিত্যে: রাশেদ রউফ, মুক্তিযুদ্ধ সাহিত্য: ড. এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথায়: নূরজাহান বোস এবং অনুবাদে: নিয়াজ জামান।

    প্রতিটি বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করবেন।

    বাংলা একাডেমি ১৯৬০ সাল থেকে বাংলাদেশে বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার পুরস্কার দিয়ে আসছে।

     

  • ‘১২ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে ‘

    ‘১২ শতাংশ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে ‘

    এসবিনিউজ ডেস্ক : দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বেগম লুৎফা তাহেরের (মহিলা আসন৪০) লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান।

    মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ টি উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৪. লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রারিক্ত (৫০ পিপিবিএর উপরে) আর্সেনিক পাওয়া গেছে। বর্তমান সরকারের গ্রহীত বিভিন্ন প্রকার নিরস কার্যক্রম বাস্তবায়নের পরে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে।

    তিনি বলেন, আর্সেনিক নিয়ন্ত্রণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। ২০০৩ সালের পরবর্তী সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যেসকল নলকূপ/পানির উৎস স্থাপন করা হয়েছে সেসকল নলকূপে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রা হওয়া সাপেক্ষে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর্সেনিকের মাত্রা নিরূপণ ভূগর্ভস্থ পানিরস্থিতি তলের তারতম্য মনিটরিং সুবিধার্থে ৭৯১ টি অবজারভেশন ওয়েল স্থাপন করা হয়েছে।

     

     

     

  • আরও ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

    আরও ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

    এসবিনিউজ ডেস্ক :নতুন করে ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক করেছে সরকার। পণ্যগুলো হলোপেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষখুদকুড়া।

    পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালার তফসিলে এসব পণ্য যুক্ত করে গেজেট জারি করা হয়েছে। আইন অনুযায়ী পণ্যের ওজন ২০ কেজির বেশি হলে প্রযোজ্য হবে এই নিয়ম।

    ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার চিনি সংরক্ষণ পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র পাট মন্ত্রণালয়।

    ওই ছয়টি পণ্যের সঙ্গে নতুন করে আরও ১১টি যুক্ত হওয়ায় এখন থেকে ১৭টি পণ্যের মোড়ক হিসেবে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।

    নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়।

    কর্মকর্তারা জানিয়েছেন, এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

    পাটের বহুমুখী ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। ওই আইনে ২০ কেজির বেশি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

    কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।

     

  • বিএনপি নেত্রীর মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : তথ্যমন্ত্রী

    বিএনপি নেত্রীর মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : তথ্যমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বেগম খালেদা জিয়ার এজেন্ডা নয়, তার মুখে গণতন্ত্র, অন্তরে ষড়যন্ত্র।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেত্রীর প্রস্তাব সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বললেও জঙ্গির সঙ্গীত্ব ছাড়েননি। তার অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল, সাংবিধানিক ধারা বানচাল এবং আবারও জঙ্গিতান্ডব আগুনসন্ত্রাস করার কূটচাল।

    তিনি মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীতে ধলপুর কমিউনিটি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদের প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    হাসানুল হক ইনু এসময় তার দলের ঢাকা মহানগর পূর্ব কমিটির সাংস্কৃতিক সম্পাদক দ্বীন ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সরকার মুহূর্তে যথাসময়ে নির্বাচন, জঙ্গি নির্মূল এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। ঠিক এমন সময়েই বেগম খালেদা জিয়ার চক্রান্ত মোকাবিলা করতে হচ্ছে। কারণ, বিএনপি নেত্রী এখনো জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেননি, তওবা করেননি, জনগণের কাছে মাফ চাননি। তিনি এখনো গণতন্ত্রের জন্য হুমকি হয়ে রয়েছেন।

    জাসদ ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক . আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং জাসদ নেতা মীর হোসাইন আখতার, নূরুল আখতার প্রমূখ তাদের বক্তব্যে প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

     

     

  • দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে : দুদক চেয়ারম্যান

    দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে : দুদক চেয়ারম্যান

    এসবিনিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করছে।

    রাজধানীর সেগুন বাগিচায় দুদকএর প্রধান কার্যালয়ে মঙ্গলবারদুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের দায়িত্বশীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।ডিবেট ফর ডেমোক্রেসিএই কর্মশালার আয়োজন করে।

    দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আশাবাদি। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটি দেশ গঠনের স্বপ্ন দেখি।

    তরুণদেরকে দেশের ভবিষ্যৎ নেতা উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের উচিত তাদের নিজেদেরকে পরিবর্তন করা (দুর্নীতি বিরোধী মনোভাব), কেননা বাইরের কেউ তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবে না।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকএর কমিশনার . নাসিরউদ্দিন আহমেদ এএফএম আমিনুল ইসলাম এবংডিবেট ফর ডেমোক্রেসি সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরন।

     

     

  • পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পণ্য পরিবহনের সময় পথে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র নৌ মন্ত্রীর সাথে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। অতিরিক্ত মালামাল পরিবহন করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

    তিনি বলেন, চাঁদাবাজি যেখান থেকে হয় সেটা সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে। সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। নির্ধারিত লোডের বাইরে কোন ট্রাক যেতে দেয়া হবে না।

     

  • বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে : খালেদা জিয়া

    বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে : খালেদা জিয়া

    এসবিনিউজ ডেস্ক : চক্রান্তের চোরাগলি দিয়ে অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী জোট আবারও অর্জিত গণতন্ত্রকে ভূগর্ভে সমাহিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি মন্তব্য করেন। আগামী ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার দিবসকেগণতন্ত্র হত্যা দিবসউল্লেখ করে তিনি বাণী দেন।

    বাণীতে খালেদা জিয়া বলেন, অলীক স্বপ্নে আওয়ামী লীগ শুধু গণতন্ত্রই নয়দেশের ঐক্য, সংহতি সার্বভৌমত্বকে সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। ফলে নব্য বাকশালী জগদ্দল পাথরকে অপসারণ করার লক্ষ্যে জনগণ আজ দৃঢ় সংকল্পবদ্ধ।

    সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আবারও কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে চেপে বসা গণতন্ত্রবিরোধী শক্তিকে পরাভূত করে রক্তস্নাত বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

    তিনি বলেন, এদের ঐতিহ্যই হচ্ছে গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার বিপন্ন করা। তাই অবাধ সুষ্ঠু নির্বাচনে ভরাডুবির বিপদ টের পেয়ে তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।

    বিএনপি প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীতে প্রধানমন্ত্রীকে একচেটিয়া ক্ষমতা দিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করে তার ওপর একক কর্তৃত্ববাদী নির্দয় শাসনের ইমারত নির্মাণ করা হয়েছে। তাই এখন সর্বত্রই ক্ষমতাসীন গোষ্ঠীর দখলবাজদের  জয়জয়কার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রণেতারা জনগণ, রাষ্ট্র গণতন্ত্রের শত্রুপক্ষ বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

    খালেদা জিয়া অভিযোগ করে বলেন, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, আশ্রয়, পেশা, ব্যবসা বাণিজ্য সবকিছু এখন নৈরাজ্যের করাল গ্রাসে নিপতিত।

    তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার  চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করতে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থাবাকশালকায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে। এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। এই ব্যবস্থার মাধ্যমে তৎকালীন শাসকগোষ্ঠী মানুষের বাক, ব্যক্তি, চলাচল সমাবেশের স্বাধীনতাসহ সকল মৌলিক অধিকার হরণ করে। সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত টি প্রকাশনা চালু রাখার ফরমান জারি করে। এর ফলে চিরায়ত গণতন্ত্রের প্রাণশক্তিকেই তারা সেদিন নিঃশেষ করে দেয়।  দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত স্বাধীনতা গণতন্ত্রকে তারা ভূলুন্ঠিত করে। সমাজে ভয়াবহ নৈরাজ্য ছড়িয়ে দেয়।

     

     

  • তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম নিয়ন্ত্রণে নীতিমালা চূড়ান্ত

    তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম নিয়ন্ত্রণে নীতিমালা চূড়ান্ত

    এসবিনিউজ ডেস্ক : তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম নিয়ন্ত্রণে নীতিমালা চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। সরকারের অনুমতি পেলে এক মাসের প্রজ্ঞাপন আকারে তা জারি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে নীতিমালা করে দাম নিয়ন্ত্রণে এ খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আমদানি ও বিপণন সংশ্লিষ্টদের।

    দেশে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। সরকারি-বেসরকারি পর্যায়ে আমদানির পরও ঘাটতি ৫ লাখ মেট্রিক টনের বেশি।

    ৪০ প্রতিষ্ঠানকে এলপিজি আমদানি, উৎপাদন ও বাজারজাতের লাইসেন্স দেয়া হলেও কাজ করছে ১০ থেকে ১২টি। নীতিমালা না থাকায় এসব বিষয়ে নিয়ন্ত্রণও ছিলো না সরকারের। অবশেষে চূড়ান্ত হয়েছে নীতিমালা। আর এর আলোকে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নেমে আসছে আটশো টাকার নিচে।

    তবে বিশেজ্ঞদের দাবি, এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন হলে দাম নেমে আসতো পাঁচশো টাকার নিচে।

  • নেপাল থেকে জলবিদ্যুৎ আসবে

    নেপাল থেকে জলবিদ্যুৎ আসবে

    এসবিনিউজ ডেস্ক : নেপাল এবং ভুটানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে তা থেকে বিদ্যুৎ আমদানির জন্য শিগগিরই এ দেশগুলোর সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

    ভারতের ভেতর দিয়ে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে আসবে। এজন্য ভারতের সম্মতিও পাওয়া গেছে বলে জানিয়েছেন হামিদ। বলেছেন, তিনি খুব শিগগিরই সম্ভবত আগামী মাসেই সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য নেপালে যেতে পারেন। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগও করবে।

    তিনি বলেন, নেপাল ও ভুটানের মতো দেশগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প করে ৮০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রফতানি করা সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়েই এ থেকে উপকৃত হতে পারে। এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের ভূখণ্ডের ভেতর দিযে একটি সঞ্চালন লাইনের মাধ্যমে।

    এজন্য সচিব পর্যায়ের বৈঠকগুলোতে ইতোমধ্যেই ভারতের সম্মতি পাওয়া গেছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে সমঝোতা স্মারক সই হবার পর। হামিদ বলেন, ভারতের বিদ্যুৎমন্ত্রীর সাথে এ নিয়ে তার কথা হয়েছে। ভারত নিজেও এতে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাও আছে।

     

     

  • মোদীকে আমন্ত্রণ ট্রাম্পের

    মোদীকে আমন্ত্রণ ট্রাম্পের

    এসবিনিউজ ডেস্ক : মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর মোদীর সঙ্গে হওয়া এক ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান।

    ওয়াশিংটন জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেন ট্রাম্প।

    সেখানে আরো বলা হয়, দুই দেশের মধ্যকার এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্বকে আরো দৃঢ় হওয়ার সুযোগ করে দিয়েছে, বিশেষত অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মধ্যে মোদীকে স্বাগত জানাতে চায় তারা।

    হোয়াইট হাউজ থেকে প্রেরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্বে সন্ত্রাস মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ট্রাম্প ও মোদী।

    নিজ নির্বাচনী প্রচারণায় বরাবরই ভারতেই বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন ট্রাম্প। আমলাতন্ত্র পুনর্গঠন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ট্রাম্প মোদীর প্রশংসা করেন। সূত্র: বিবিসি

     

  • হাজার ছাড়িয়েছে ডট বাংলার নিবন্ধন

    হাজার ছাড়িয়েছে ডট বাংলার নিবন্ধন

    এসবিনিউজ ডেস্ক : বাংলা ভাষায় ওয়েবসাইট খুলতে ডোমেইন নেওয়ার জন্য ডট বাংলার নিবন্ধন এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

    ডট বাংলার কারিগরি ও প্রশাসনিক বিষয়াদি পরিচালনাকারী সংস্থা বিটিসিএল বলছে, ডট বাংলার নিবন্ধনে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আসন্ন একুশে বই মেলায় ডট বাংলার প্রচারণা ও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

    ডোমেইন কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচিতি হিসেবে কাজ করে বলে জানান বিটিসিএলের কর্মকর্তারা। ডট বাংলা হলো ইউনিকোড দিয়ে স্বীকৃত বাংলা ভাষার বাংলাদেশি ডোমেইন।

    গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১ জানুয়ারি থেকে শুরু হয় নিবন্ধন।

    ডট বাংলা পরিচালনায় বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১ জানুয়ারি থেকে দেশের সাংবিধানিক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও কপিরাইট, ট্রেড মার্ক, ব্র্যান্ডনেম প্রতিষ্ঠানের বিপরীতে নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে।

    একই সময়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান যেমন- গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের বিপরীতে ডোমেইন নিতে পারবে।

    দ্বিতীয় পর্যায়ে নিবন্ধন শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। এ পর্যায়ে দেশের সর্বসাধারণের জন্য ডট বাংলা ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে।

    ডট বাংলার অপারেশনের দায়িত্বে থাকা বিটিসিএলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম বলেন, নিবন্ধনে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত হাজার ছাড়িয়েছে নিবন্ধন।

    কারিগরি দিক সম্পর্কে তিনি বলেন, নিবন্ধনের জন্য ডাটা মাইগ্রেশন হয়ে গেছে। এখন জোন ফাইল থেকে সিঙ্ক করার কাজ বাকি। আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে।

    বর্তমানে ম্যানুয়ালি ডট বাংলার নিবন্ধন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিঙ্ক করা হয়ে গেলে অনলাইন সিস্টেমে দ্রুত নিবন্ধন করা যাবে।

    ‘গ্রাহকরা যেন খুব সহজে ডট বাংলা ব্যবহার করতে পারেন, সহজে নোটিফিকেশন আসে। এই প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহ লাগতে পারে।’

    ডট বাংলা ও ডট বিডির প্রচারণার জন্য একুশের মাসব্যাপী বই মেলায় একটি স্টল খোলা হবে বলে জানান বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।

    শহীদুল ইসলাম বলেন, বই মেলায় দুই ডোমেইনের জন্য ৬০/৭০ হাজার নিবন্ধন হবে বলে আশা করা হচ্ছে। সেখানে হাঁটতে হাঁটতে নিবন্ধন করা যাবে।

    বিটিসিএল’র এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানান, ডোমেইন পরীক্ষামূলকভাবে এক মাস চালু রাখতে হয়। তবে সেই সময় রাখা হয়নি। ফলে কিছুটা সমস্যা হয়েছে।

    ডট বাংলা ডোমেইন নেওয়ার জন্য বিটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট ফি’র সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও অনলাইনে যে মাধ্যমে ফি পরিশোধ করা হবে তার খরচও দিতে হবে।

    বাংলাদেশের জন্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দু’টি ডোমেইনের একটি হল ডট বিডি (.নফ), অন্যটি ডট বাংলা (.বাংলা)। বিটিসিএলের হিসাবে বর্তমানে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

    গত বছরের ৫ অক্টোবর বাংলাদেশের জন্য ডট বাংলা ডোমেইনের বরাদ্দ চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেনের আবেদন করেছিল। সূত্র: বাংলানিউজ২৪ ডটকম

     

     

  • শুরু হল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

    শুরু হল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

    এসবিনিউজ ডেস্ক : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-এ শ্লোগান নিয়ে শুরু হয়েছে ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এ উৎসব চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (২৪ জানুয়ারি), বিকালে শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।

    উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আরোও উপস্থিত ছিলেন উৎসবের বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব পরিচালক মোহাম্মদ আবীর ফেরদৌসসহ বিভিন্ন বয়সের দর্শক শ্রোতা। জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে উদ্বোধন করা হয়।

    আয়োজকরা জানায়, এবারের উৎসবে সারাদেশের মোট ১৪টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন হচ্ছে উৎসবের মূল কেন্দ্র। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে চলচ্চিত্র প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুক্ত।

    উৎসব আয়োজনে সহযোগিতা করছে- ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ, জার্মান কালচার সেন্টার, ড্যাফোডিল ইউনিভার্সিটি, সময় টেলভিশন। অনলাইন মার্কেটিং পার্টনার হিসেবে আছে হুতুম এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও নেক্সট। উৎসবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানায় আয়োজকরা।

    ঢাকার বাইরে চট্রগ্রাম, রাজশাহী, রংপুরেও উৎসবের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি। রাজশাহী ও রংপুরে আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি রাজশাহী ও রংপুর শাখা।

     

     

     

  • ইসি পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

    ইসি পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

    এসবিনিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি হচ্ছে এবার। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর সারসংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আমরা আদেশ জারি করব। আমরা আমাদের কাজ শেষ করেছি।

    এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্য থেকে একজনকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং আরো ৫ জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    রাষ্ট্রপতির প্রেস সচিব সার্চ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেননি। সূত্রে জানা যায়, ৬ সদস্যের মধ্যে একজন নারী রয়েছেন।

    নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করতে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। সংলাপ শেষ হয় ১৮ জানুয়ারি। এ সময়ে রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩১টি দলের সঙ্গে সংলাপ করেন।

    প্রায় প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তবে আইন না হওয়া পর্যন্ত সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন কমিশন গঠনের প্রস্তাবও দেয় দলগুলো।

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। এর আগে নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন।

     

     

  • খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

    খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

    এসবিনিউজ ডেস্ক : বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি বি সিদ্দিকী।

    বুধবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে বি সিদ্দিকী এই আবেদন করেন।

    মামলার আরজি থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।

    খালেদা জিয়া বলেন, ‘উন্নয়নের নামে পদ্মা সেতু ফ্লাইওভারের কাজ বিলম্ব করে ব্যয়বহুল অর্থ দেখিয়ে লুটপাট করছে। যার বিরুদ্ধে আমি ছাত্রদলের নেতাকর্মীদের হুকুম দিচ্ছি তোমরা প্রতিটি গ্রামেগঞ্জে নেমে এই সরকারের বিরুদ্ধে সকল জনগণ যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে আমাদের পক্ষে ঝাঁপিয়ে নামার ব্যবস্থা কর।

    এসব বক্তব্যে মানহানি হয়েছে বলে আজ আদালতে মামলার আবেদন করা হয় বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

  • রোগ প্রতিরোধে রসুন

    রোগ প্রতিরোধে রসুন

    এসবিনিউজ ডেস্ক : আমাদের হাতের নাগালেই রয়েছে বিভিন্ন ধরনের মসলাজাতীয় খাবার। যেগুলো খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয় তেমনি বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ওষুধি গুণসম্পন্ন তেমন একটি মসলাজাতীয় খাবার হচ্ছে রসুন।

    যে কোনো আচার কিংবা রান্নার স্বাদ বাড়াতে রসুন অতুলনীয়। প্রায় সব ধরনের খাবার রান্নায় রসুন ব্যবহার করা যায়।

    ভেষজ বা প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানে রসুনকে অনেক গুরুত্বের সঙ্গে দেখা হয়। এটি একটি পেনিসিলিন জাতীয় মসলা। রসুনে রয়েছে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, রিবোফ্লাভিন, কপার, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, সেলেনিয়াম, জিংক ভিটামিন সি।

    আর তাই রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুন অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাংগাল, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্ত রাখে।

    রসুনের যত উপকার:

    * রক্তনালী পরিষ্কার রাখতে স্বাভাবিক রক্তচলাচলে রসুনের উপকারিতা অনেক। এতে রয়েছেঅ্যাজোইননামক এক ধরনের রাসায়নিক পদার্থ। পদার্থ নির্বিঘ্নে রক্ত চলাচলে সহায়তা করে এবং রক্তজমাট বাঁধা প্রতিরোধ করে। এছাড়াও রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। হৃদরোগজনিত সমস্যায় এটি একটি ভীষণ কার্যকর ওষুধ। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

    * রসুনে থাকাঅ্যালিসিননামক পদার্থ শরীরের বিভিন্ন ক্ষত সারাতে উপকারী ভূমিকা পালন করে। এছাড়াও শরীরের রোগজীবাণু ধ্বংস করে।

    * শীতের সময়ে ঠান্ডা লাগা কিংবা গলা বসে যাওয়া, গলাব্যথা, গেঁটেবাত, হাঁপানি কিংবা ব্রংকাইটিস সমস্যায় কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার বিধান রয়েছে।

    * রসুনে থাকা সালফার আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থিগুলোকে সচল রাখে প্রয়োজনীয় হরমোন নিঃসরণ করতে সাহায্য করে।

    * রসুন খেলে যৌনতা বৃদ্ধি পায়। যৌন অক্ষমতা থেকে মুক্তি পেতে রসুনের জুড়িমেলা ভার।

    * আয়ূর্বেদ শাস্ত্রমতে, মেয়েদের ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে রসুন উপকারী। এছাড়া বিভিন্ন ধরনের ক্যানসার যেমন প্রোস্টেট, মূত্রথলি ফুসফুসের ক্যানসার প্রতিরোধেও রসুন দারুন কাজ করে।

    * হজমের সমস্যা দূর, লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়া এলার্জির সমস্যা সারিয়ে তুলতে রসুন কার্যকর ভূমিকা পালন করে।

    রোমান সৈন্যদের যুদ্ধে যাবার সময় সঙ্গে করে রসুন দেওয়া হতো। এর কারণ হচ্ছে রসুন দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কর্মক্ষমতা বাড়ায় বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে শক্তিশালী সুরক্ষা হিসেবে কাজ করে।

    কীভাবে খাবেন?

    দৈনন্দিন খাবার রান্নায় কমবেশি সবাই রসুন ব্যবহার করেন। এছাড়াও রসুনের তৈরি আচার স্বাদে অনন্য। বেশি উপকার পেতে হলে প্রতিদিন অন্তত কোষ রসুন চিবিয়ে খেতে পারেন। সালাদ, স্যুপের সঙ্গেও রসুন ব্যবহার করা যেতে পারে।

    কখন খাবেন না?

    কারো কারো ক্ষেত্রে রসুন খেলে পাকস্থলীতে সমস্যা দেখা যেতে পারে কিংবা এলার্জি বেড়ে যেতে পারে। ধরনের সমস্যা দেখা গেলে আপাতত কাঁচা রসুন খাওয়া বাদ দিতে পারেন। এছাড়াও যাদের কোথাও কেটে গেলে সহজে রক্তপড়া বন্ধ হয় না তারাও বিষয়ে সতর্ক থাকুন। কেনন, রসুন শরীরে রক্তজমাট বাঁধার ক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

     

     

  • মহাসড়কে নছিমন-করিমন বন্ধে ৪ দফা নির্দেশনা

    মহাসড়কে নছিমন-করিমন বন্ধে ৪ দফা নির্দেশনা

    এসবিনিউজ ডেস্ক : মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধে দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

    দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়ক ধরনের যানবাহন চলাচল নিয়ে বছর আগে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বুধবার এই রায় দেয়।

    আদালতের দফা নির্দেশনায় বলা হয়েছে, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা যশোরএই ১০ জেলায় মহাসড়কে নসিমন, করিমন ভটভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাইওয়ে পুলিশের ডিআইজি এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

    দেশের অন্যান্য জেলার মহাসড়কেও এসব অনিন্ধিত যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা নিতে হবে সরকারকে। বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

    আদালতের নির্দেশ বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হলো তা জানিয়ে মাস পর পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে হবে।

    নিষেধাজ্ঞা অমান্য করে ওই ধরনের যান চলাচল করলে সংশ্লিষ্ট মালিক চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছে আদালত।

    মানবাধিকার পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বিষয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

    সে সময় ওই ১০ জেলার মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধের অর্ন্তর্বতীকালীন আদেশ দেয়া হয়েছিল।

    হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

    মহাসড়কে কম গতির ছোট যানবাহনগুলোকে দুর্ঘটনার জন্য দায়ী করে সেগুলোর চলাচল বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বাস মালিকচালকরা। এরপর আদালতের নির্দেশনা এলেও অটোরিকশা নছিমন চালকদের আন্দোলনের মুখে তা আর বাস্তবায়ন হয়নি।

    ২০১৫ সালে এক ঈদের ছুটিতে  কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে অটোরিকশা, টেম্পোসহ চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। কিন্তু এরপর দেশের বিভিন্ন স্থানে অটো চালকরা বিক্ষোভঅবরোধ শুরু করলে কয়েক দিনের মাথায় সরকারের কড়াকড়ি আবার শিথিল হয়ে আসে।