Blog

  • জনগণের সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    জনগণের সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহারে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

    এসবিনিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের কাঙ্খিত সেবায় এবং হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

    তিনি শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউনটেন্টস (সাফা)’র তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ অঞ্চলে আর্থিক ব্যবস্থাপনা ও সুশাসনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড একাউনটেন্টদের সুযোগ রয়েছে।

    তিনি বলেন, আর্থিক কর্মকান্ডে সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব প্রতিটি প্রতিষ্ঠান তথা দেশের জন্য হুমকি। এ ক্ষেত্রে হিসাব ও নিরীক্ষার মানোন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও অর্থের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যকে মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সার্ক দেশের সদস্যরা তাদের জনগণকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করে যাচ্ছে।

    তিনি বলেন, জনগণকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

    হামিদ বলেন, বর্তমানে কর্পোরেট কালচার অর্থনীতির সম্প্রসারণে ব্যাপক ও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। যা টেকসই উন্নয়নে সরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে।

    রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, কর্পোরেট কালচার উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগে যেভাবে ভূমিকা রাখছে তাতে দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখবে।

    কর্পোরেট সেক্টর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে সামাজিক উন্নয়নেও অবদান রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

    সাফা আঞ্চলিক সম্মেলন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, চার্টার্ড একাউনটেন্টগণ তাদের পেশাদারিত্বের মধ্যে জনসাধারণ ও কর্পোরেট সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা রাখবেন্

    দক্ষিণ এশিয়াকে একটি সম্ভাবনাময় অঞ্চল ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ লোকের বসবাস উল্লেখ করে তিনি বলেন, যদি এ অঞ্চলের মানুষকে মানবসম্পদে রূপান্তর করা যায় তবে এখানে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

    রাষ্ট্রপতি বলেন, সাফা আঞ্চলিক সিএফও সম্মেলন সংশ্লিষ্ট একাউনটেন্ট ও সংস্থার মধ্যে পেশাগত জ্ঞান বিনিময়ে নতুন দ্বার উন্মোচনের সুযোগ সৃষ্টি করেছে।

    রাষ্ট্রপতি হামিদ এই সম্মেলনের প্রতিপাদ্য ‘নেভেগেটিং থ্রু ডিজিটাল ট্রান্সফরমেশন টুয়ার্ডস বেটার একাউন্টেবেলিটি’-কে সময়োপযোগী বলে অভিহিত করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্স বোর্ডের (আইএএসবি) হ্যানস হোগেরভোর্সট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টস (আইএফএসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম নায়ীম, সাফা প্রেসিডেন্ট আদীব হোসেন খান ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

  • ‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

    ‘দেয়াল সৃষ্টির সময় এখন নয়’: ট্রাম্পকে রুহানি

    এসবিনিউজ ডেস্ক  : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘এখন জাতির মাঝে দেয়াল সৃষ্টির সময় নয়।’

    তেহরানে এক পর্যটন সম্মেলনে বলেন, ‘তারা ভুলে গেছে, বহু বছর আগেই বার্লিন দেয়াল ধসে পড়েছে। এখনও যদি জাতিতে জাতিতে এ ধরণের দেয়াল থাকে, তবে তা সরিয়ে ফেলতে হবে।’

    ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির ঘোষণার পর তিনি এ মন্তব্য করলেন।

    রুহানি সরাসরি ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোন কথা বলেননি।

    তবে তিনি বলেন, ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষরের পর ইরান বিদেশী পর্যটকদের জন্য তার দ্বার উন্মুক্ত করেছে।

    যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি ইরানী বাস করছেন। ট্রাম্পের এই ঘোষণায় অনেক ইরানী পরিবারের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

    ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় অন্য যে দেশগুলো রয়েছে, সেগুলো হলো- ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

    অন্তত ৯০ দিনের জন্য এই দেশগুলো থেকে কোন শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

     

     

     

  • সার্চ কমিটির বিরোধীতাকারীরা ভ্রান্ত : অর্থমন্ত্রী

    সার্চ কমিটির বিরোধীতাকারীরা ভ্রান্ত : অর্থমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সার্চ কমিটির বিরোধীতাকারিদের সমালোচনা করেছেন।

    তিনি বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত সার্চ কমিটি সঠিক। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুনী ও ভাল লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তা ভ্রান্ত ও রাবিশ। এর কোন ভিত্তি নেই। ’

    এএমএ মুহিত শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া বক্তৃতা করেন।

    স্কুলের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে জড়ো হন। অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

  • আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

    আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক :  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

    শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন।

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এইচ এল দত্ত ।

    আইনমন্ত্রী বলেন, মানবাধিকার ইস্যুতে মানবপাচার ও শিশু বিষয় সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, অসচ্ছল ও দরিদ্র মানুষ যাতে আইনি সহায়তা পেতে পারেন সেজন্য সরকার বিভিন্ন কার্যক্রম চালু করেছে।

    তিনি বলেন, দেশে জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি যে কোন সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকার কাজ করছে। দেশের উচ্চ আদালত মানবাধিকার বিষয়ে বিভিন্ন রায় ও আদেশ প্রদান করে যা বাস্তবায়ন করা হচ্ছে। মানবাধিকার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন জনসচেতনতামূলক বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আইনমন্ত্রী।

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাসহ মানবাধিকার নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে কমিশন।

  • দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে : স্পিকার

    দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে : স্পিকার

    এসবিনিউজ ডেস্ক : দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

    তিনি বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে।’

    স্পিকার শনিবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির ৭ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

    প্রতিটি দুর্ঘটনাই প্রতিরোধযোগ্য এবং সচেতনতার মাধ্যমেই তা সম্ভব উল্লেখ করে স্পিকার বলেন, গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহারে যেমন দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, তেমনিভাবে পথচারীরাও যদি মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত: রাস্তা পারাপার হন তাহলেও দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই চালকের পাশাপাশি পথচারীদেরও সচেতন হওয়া জরুরি।

    তিনি বলেন, ‘পথচারীরা যেমন দুর্ঘটনার ঝুঁকির মধ্যে থাকেন, তেমনি যিনি গাড়ি চালান সেই চালকও কিন্তু ঝুঁকিমুক্ত নন। সুতরাং চালক যদি নিজের গাড়িটি ট্রাফিক আইন ও নিয়ম মেনে চালান তাহলে তিনি নিজের জীবনের ঝুঁকিও হ্রাস করছেন। সেই সাথে তার গাড়িতে যারা রয়েছেন তাদের নিরাপত্তাও নিশ্চিত করছেন।’

    সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণহীনভাবে কোন কিছুই চলতে পারে না। শুধুই আইন নয়, নিরাপদ সড়কের জন্য যে সমস্যাগুলো অন্তরায় সেগুলো চিহ্নিত করে একটি কার্যকর আইন প্রণয়ন করা প্রয়োজন। যে আইন রয়েছে সেটাকে যুগোপযোগী করা যায়।

    শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘নিরাপদ সড়কের যে দাবি সেটা দল, মত নির্বিশেষে সকলেরই দাবি। এই দাবির সাথে আমরা সকলেই সম্পৃক্ত। এর সাথে কোন বিবেদ বৈষম্যের সুযোগ নেই। এই দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে।’

    জনসচেতনতার উপর জোর দিয়ে তিনি বলেন, স্কুল পর্যায় থেকে সচেতনতা গড়ে তোলা উচিত। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতে হবে। বিষয়টি পাঠ্যপুস্তকেও অন্তর্ভূক্ত করা যায়।

    দুর্ঘটনা হ্রাসকল্পে জেব্রা ক্রসিং ব্যবহাওে গুরুত্বারোপ করে স্পিকার বলেন, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংগুলো সঠিকভাবে ব্যবহার করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

    তিনি বলেন, দ্রুত গন্তব্যে পৌছার প্রবণতাই দুর্ঘটনার জন্য অনেকাংশেই দায়ী। দ্রুত যাওয়ার প্রবনতা থেকে আইন লঙ্ঘন এবং নিরাপদ সড়কের জন্য অন্তরায় সৃষ্টি না করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

    তিনি বলেন, সরকারের পাশাপাশি সকলে যদি আইন মেনে চলি তাহলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত হবে এবং দুর্ঘটনায় মানুষের মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।

    নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ-সভাপতি সৈয়দ আহসান-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সাইদুল হক সুমন ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হুসেইন আহমেদ মজুমদার এ সময় বক্তৃতা করেন।

     

     

  • নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য : মেনন

    নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য : মেনন

    এসবিনিউজ ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে এত কথা বলছে। তারা জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে।

    শনিবার শহীদ আসাদ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভায় তিনি একথা বলেন।

    মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ মহানগর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতির সাথে কূটনীতিকদের সাক্ষাত চাওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মেনন বলেন, বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে অভ্যন্তরীণ ব্যাপারে অন্যের অন্যায় হস্তক্ষেপ মেনে নেবে।

     

  • উন্নত শিক্ষাই পারে ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে : মার্কিন রাষ্ট্রদূত

    উন্নত শিক্ষাই পারে ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে : মার্কিন রাষ্ট্রদূত

    এসবিনিউজ ডেস্ক : মার্কিন রাষ্ট্রদুত মার্শা ব্লু বার্নিকাট বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের একটি অন্যতম দিক হল শিক্ষার জন্য আমাদের গভীর শ্রদ্ধা, শিক্ষা দানের প্রতি অঙ্গীকার এবং শেখার জন্য উৎসাহ। একটি উন্নত শিক্ষাই পারে একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে।

    শনিবার আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ১৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদুত এ কথা বলেন।

    মার্কিন রাষ্ট্রদুত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন চাকুরীতে যুক্তরাষ্ট্র সব সময় সাহায্য করবে বলে জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ারও পরামর্শ দেন।

    ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইউসুফ এম ইসলাম,উপ-উপাচার্য প্রফেসর ড.এস এম মাহাবুবুল হক মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশী-বিদেশীসহ প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলে জনপ্রিয় ব্যান্ড দল ওয়্যারফেজের লাইভ কনসার্টের মূর্ছনায় সঙ্গীত পরিবেশিত হয়।

    এর আগে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ৩৫০টি বাসের র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশুলিয়া ক্যাম্পাসে এসে মিলিত হয়।

     

  • সাংবাদিক লাঞ্ছিত বেরোবি সাংবাদিক সমিতির নিন্দা

    সাংবাদিক লাঞ্ছিত বেরোবি সাংবাদিক সমিতির নিন্দা

    এসবিনিউজ ডেস্ক : রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহকায়ক, দৈনিক ইত্তেফাক এর রংপুর অফিস প্রধান ও নিউজ টোয়েন্টিফোর এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলী ও নিউজ টোয়েন্টিফোর এর ক্যামেরাম্যান রেফায়েত জাহান রাফিকে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। শনিবার সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়।

    গণমাধ্যমে প্রেরিত বার্তায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি রাতে রংপুর স্টেডিয়ামে সোহা লাইভ স্টাইল কনসার্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য কর্তৃক ন্যাক্কারজনক এই ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি শীঘ্রই এই ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহন করবে বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে।

     

  • অসচ্ছলদের সহায়তা দেবেন প্রধান বিচারপতি

    অসচ্ছলদের সহায়তা দেবেন প্রধান বিচারপতি

    এসবিনিউজ ডেস্ক : অসচ্ছলদের আইনি সহায়তা দিতে ফান্ড দেবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইনগত সহায়তার যেসব মামলায় একপক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা মামলা পরিচালনা করেন, সেসব মামলায় অন্যপক্ষেও জ্যেষ্ঠ আইনজীবী নিয়োগে ফান্ড গঠন করা হবে বলে ঘোষণা দেন তিনি।

    পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আইনগত সহায়তা দিতে আইনজীবীদের প্রতি আহবান জানান সুরেন্দ্র কুমার। শনিবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট অডিটরিয়াম লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি।

    সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

    বাংলাদেশে কর প্রদানের সীমা সর্বনিম্ন হলেও শত শত কোটি টাকার অনেক মালিক কর দেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

     

     

  • ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

    ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

    এসবিনিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের খাদ্য সঙ্কট চলতি বছরে দুর্ভিক্ষে রূপ নিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে ২০ লাখেরও বেশি মানুষের টিকে থাকার জন্য জরুরি ভিত্তিতে খাদ্যের প্রয়োজন।

    চলতি বছরে দেশটিতে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা ৬৩ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্টিফেন ব্রেইন জানিয়েছেন।

    জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা বলেন, দেশটিতে বর্তমানে প্রতি ১০ মিনিটে পাঁচ বছরের কম বয়সি একটি শিশু প্রতিরোধ করা সম্ভব এমন কারণে মারা যাচ্ছে। তীব্র দারিদ্র, যুদ্ধে বিধ্বস্ত এবং সৌদিনেতৃত্বাধীন বাহিনীর নৌপথে নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্য নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে।

    দেশটির কোটি ৪০ লাখ মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। এদের মধ্যে ২২ লাখ শিশুও রয়েছে যারা কঠোর পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে লাখ শিশু ভয়াবহ তীব্র পুষ্টিহীনতায় রয়েছে।

    ব্রেইন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট সৌদিনেতৃত্বাধীন জোটের প্রতি নোফ্লাই জোন তুলে নেয়ার পাশাপাশি দেশটির রাজধানী সানার বিমানবন্দর খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।

    তিনি আরো বলেন, বিধবা, এতিম, প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠরা সরকার থেকে আর কোনো মাসিক ভাতা পাচ্ছেন না। ১০ লাখ ২৫ হাজার সরকারি চাকুরিজীবী তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না।

     

  • বিয়ে করলেন মান্দনা কারিমি

    বিয়ে করলেন মান্দনা কারিমি

    এসবিনিউজ ডেস্ক : বিয়ে করার ধুম পড়েছে বলিউড অভিনেত্রীদের। বিপাশা বসু, প্রীতি জিনতার মতো এবার বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়লেন আর এক বলিউড নায়িকা।

    বিগ বস সিজন যাঁরা দেখেছেন, তাঁরা এই নায়িকাকে অবশ্যই চেনেন। ইরানের সুন্দরী এই নায়িকা। নাম মান্দনা করিমি। বিগ বসের সময় থেকেই তাঁর প্রেমিক গৌরব গুপ্তার কথা গণমাধ্যমগুলোতে প্রচার হয়। সেই প্রেমকেই এবার তাঁরা বিয়ের পরিণতি দিলেন। ট্যুইটার এবং ইনস্টাগ্রামে কোর্ট ম্যারেজের সেই ছবি পোস্ট করেছেন মান্দনা।

     

  • চূড়ান্ত হল বাংলাদেশ-ভারত সফরের সময়সূচি

    চূড়ান্ত হল বাংলাদেশ-ভারত সফরের সময়সূচি

    এসবিনিউজ ডেস্ক : আগামী মাসে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। শুক্রবার এক মেইল বার্তায় এই সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

    তাদের মেইল বার্তায় প্রকাশিত সূচি অনুযায়ী ফেব্রুয়ারি বাংলাদেশ দল ভারতের হায়দরাবাদে পৌঁছবে। ফেব্রুয়ারি তারা সেখানে বিশ্রাম নেবে অথবা অনুশীলন করবে। ফেব্রুয়ারি ভারতেরদলের বিপক্ষে একটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

    ফেব্রুয়ারি বিশ্রাম নেবে বাংলাদেশ। চাইলে কেউ অনুশীলনও করতে পারবে। ফেব্রুয়ারি অনুশীলনের পর ফেব্রুয়ারি টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে চলবে এই টেস্ট।

    সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছাড়বে বাংলাদেশ দল।

  • নিষিদ্ধ হলেন আজহার আলী!

    নিষিদ্ধ হলেন আজহার আলী!

    এসবিনিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী এপ্রিলে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না।

    স্লো ওভার রেটের কারণে আজহার আলীর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে পাকিস্তান। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনা ঘটায় আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

     

     

  • ভ্যালেন্টাইন ডে’তে আসছে ‘ভালোবাসি বলেই ভালোবাসি

    ভ্যালেন্টাইন ডে’তে আসছে ‘ভালোবাসি বলেই ভালোবাসি

    এসবিনিউজ ডেস্ক : মেধা বিকাশে থেমে নেই কেউ। নেই আগের মত নানা জটিলতাও। সৃষ্টিশীলদের জন্য আধুনিক প্রযুক্তি যে অগ্রপথিক হয়ে দাঁড়িয়েছে, সে কথা মুখে বলার প্রয়োজন নেই। তাই বেড়ে চলেছে সবার চেষ্টার দৌরত্ব   প্রকৃত মেধার বিকাশ। বিশেষ করে মিডিয়া ক্ষেত্রে ইউটিউবসহ নানা প্রচার মাধ্যম গুলোতে দেখা মিলছে নানা সৃষ্টিশীলদের বাহার।

    দেখা মিলে অনেক অফুটন্ত মেধাবী গুলো দারুণ ভাবে কাউকে হাসাতে বা কাঁদাতে এবং ভেতরে রোমান্টিকতা ভরিয়ে দিতে হারমানিয়েছে বহু নামধারীদেরও। সেই ধারাবাহিকতায় তরুণ পরিচালক  মাহফুজ ইসলামের চিত্রনাট্য পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভালোবাসি বলেই ভালোবাসি এতে অভিনয় করেছেন তারানা রিয়া, নাসের সিদ্দিক বাচ্চু মৌসুমী মৌ।

    ভ্যালেন্টাইন উপলক্ষে সিনেভাসের প্রযোজনায় নির্মিত তার চলচ্চিত্রে  ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে ভালোবাসা কতো গভীর হয়।

    আর সেটা কতো টুকু ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে সেটা না জানা থাকলেও তাদের প্রচেষ্টা অনায়াসে এখানে ফুটে উঠেছে এটা নিসন্দেহে বলা যায়। তাদের সবার প্রত্যাশা, চলচ্চিত্রটি দর্শক সবাই বেশ উপভোগ করবে।ভালোবাসি বলেই ভালোবাসিস্বল্পদৈর্ঘ্যটির চিত্রগ্রহণ করেছেন নূর রহমান হাসান।

    তরুণ পরিচালক মাহফুজ ইসলাম জানায়, ভ্যালেন্টাইনে সিনেভাসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভালোবাসি বলেই ভালোবাসি’  ইউটিউবসহ সবধরনের ভিডিও স্ট্রিমিং পোর্টালে অবমুক্ত করা হবে।

    উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্যভালোবাসি বলেই ভালোবাসিএক্সক্লুসিভলি রিলিজ করা হবে। এভাবেই এগিয়ে চলছে আমাদের সোনার বাংলা। আমার আপনার সকলের প্রত্যাশা এগিয়ে চলুক মাহফুজ ইসলামের মত সবাই এগিয়ে চলুক বাংলাদেশ।

     

     

  • বিশ্ববাজারে তেলের দাম বাড়বে ২৯ শতাংশ

    বিশ্ববাজারে তেলের দাম বাড়বে ২৯ শতাংশ

    এসবিনিউজ ডেস্ক : চলতি বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৫৫ ডলারে উঠবে বলে মনে করে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। গত বছর বিশ্ববাজারে তেলের ব্যারেলের গড় মূল্য ছিল ৪৩ ডলার। হিসাবে এক বছরে তেলের দাম বাড়ছে প্রায় ২৯ শতাংশ।

    দ্রব্যমূল্য নিয়ে বিশ্বব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন কমোডিটি আউটলুকে এসব তথ্য উঠে এসেছে। সদর দফতর ওয়াশিংটন থেকে গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

    বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন জ্বালানি তেলের অবাধ উত্তোলনের পর তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক একে সীমিত করার সিদ্ধান্ত নেয়ায় বছর জ্বালানি তেলের দাম বাড়বে। গত অক্টোবরেও বিশ্বব্যাংক তাদের আউটলুকে ৫৫ ডলার দাম থাকার পূর্বাভাস দিয়েছিল।

    প্রতিবেদনের মূল লেখক বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জন বাফেস উল্লেখ করেছেন, গত বছর জ্বালানি তেলের দাম কম থাকায় বেশিরভাগ পণ্যদ্রব্যের দাম অনেক নিম্ন পর্যায়ে ছিল যা বছর ঊর্ধ্বমুখী হবে। তবে বিশ্ব নিয়ন্ত্রকদের নীতি পরিবর্তন হলে এর উল্টো ঘটনাও ঘটতে পারে।

    প্রতিবেদনে মূল্যবান ধাতুর মূল্য বছর ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। আগের প্রতিবেদনে শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ছিল। বছর বেশিরভাগ শিল্প পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

    প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে কৃষিপণ্যের দাম বছর এক শতাংশ বৃদ্ধি পেতে পারে। বাড়তে পারে তেল তেলবীজের দাম। ফলন ভালো হওয়ায় শস্যজাতীয় পণ্যের দাম শতাংশ কমে আসতে পারে। সুদের হার উল্লেখযোগ্য বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতু যেমনসোনারুপার দাম শতাংশ কমে আসতে পারে।

     

  • চুলের যতেœও চিনি উপকারী!

    চুলের যতেœও চিনি উপকারী!

    এসবিনিউজ ডেস্ক : অতিরিক্ত শর্করা শরীরের পক্ষে ক্ষতিকারক। কথা সবাই জানেন। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, চুলের পরিচর্যায় চিনি খুবই উপযোগী। চর্ম বিশেষজ্ঞ . ফ্রান্সেসকার ফাসকোর মতে শ্যাম্পুতে চিনি মিশিয়ে মাখতে তা চুলকে পরিষ্কার স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

    মেরি ক্লেয়ার ওয়েবসাইটকে ফ্রান্সিসকা বলেছেন, শ্যাম্পুতে এক চামচ চিনি মেশালে মাথার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এতে করে শুধু চুলের চটচটে ভাবই দূর হয় না, সেই সঙ্গে মাথার ত্বকের মৃত কোষগুলিকেও সাফ করা সম্ভবপর হতে পারে। যদি মাথার ত্বক খুব ভালো করে পরিষ্কার করতে হয় এবং চুলে ময়েশ্চার দিতে হলে শ্যাম্পুতে চিনি ব্যবহার করা উচিত।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রতি চারবারে একবার ময়েশ্চারাইজিং শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মাথার ত্বকের মৃত কোষ হঠিয়ে দিতে সাহায্য করে। এজন্য শ্যাম্পুতে চিনি মিশিয়ে গুলে নিতে হবে।

    হেয়ার স্টাইলিশ হিরো মিয়োসি ডেইলি মেইলকে বলেছেন, চুলের সঙ্গে সঙ্গে মাথার ত্বকও পরিষ্কার রাখা জরুরী। ত্বক পরিষ্কার না হলে চুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। সেইসঙ্গে চুলে ইরিটেশনও হয়।

    অন্যদিকে, গোল্ডসওর্দি স্টাইল ডিরেক্টর অবশ্য চিনি মেশানোর তত্ত্ব মানতে নারাজ। তিনি বলেছেন, এর পরিবর্তে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে শ্যাম্পু করাটা উপকারী।

     

  • সার্চ কমিটি নিয়ে হাইকোর্টে রিট

    সার্চ কমিটি নিয়ে হাইকোর্টে রিট

    এসবিনিউজ ডেস্ক : নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির বৈঠতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এই রিট আবেদনটি দায়ের করেন।

    আগামীকাল রবিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বিচারপিত জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

    অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন তৈরির নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় সার্চ কমিটি গঠন অবৈধ। কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছি।

     

     

  • রোববার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

    রোববার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

    এসবিনিউজ ডেস্ক : রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামীকাল বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের (বিবি) গর্ভনর ফজলে কবীর ২০১৬১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন।

    কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নর মুদ্রানীতি সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরবেন।

    এর আগে, বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রবৃদ্ধি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি শিল্প (এসএমই) এবং ব্যাংকিং ব্যবস্থায় অলস টাকাসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করা হবে।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বিগত সময়ের আলোকে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতিতে সতর্কতা অবলম্বন করবে।

    ২০১৬ সালের ২৬ জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছিলো।

    একই মান বজায় রেখে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে।