Blog

  • বিমান বাহিনীতে চাকরি পেলেন ভ্যান চালক ইমাম

    বিমান বাহিনীতে চাকরি পেলেন ভ্যান চালক ইমাম

    এসবিনিউজ ডেস্ক : টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখের বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি হয়েছে। আর প্রধানমন্ত্রীকে বহনকারী ইমামের ভ্যান গাড়িটি রাখা হবে যাদুঘরে।

    এ ছাড়াও ইমামের বাবা মানসিক রোগী আব্দুল লতিফ শেখের চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকশা ভ্যানে বসে শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজ এলাকা ঘুরে দেখেন। হাস্যোজ্জ্বল শেখ হাসিনা কোলে নাতিকে নিয়ে বসেন ভ্যানের সামনের দিকে, অন্য পাশে ভাগ্নে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। পেছন দিকে বসেন রাদওয়ানের মেয়ে ও স্ত্রী পেপি সিদ্দিক।

    প্রধানমন্ত্রী যে ভ্যানে বসে পৈত্রিক এলাকা ঘুরে দেখেন তার চালক ইমাম শেখ। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সরদার পাড়া গ্রামে। ১৭ বছর বয়সী ইমাম ভ্যান চালান দুই বছর ধরে।

    পরের দিন শনিবার ইমাম শেখ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে বারবার একটি চাকরি দেয়ার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী আমার ভ্যানে চড়ে ঘুরবেন- এমনটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এ আনন্দে শেষ পর্যন্ত আর মনের কথা বলতে পারিনি।’

    বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালনার দৃশ্য বিভিন্ন সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে শনিবার রাতেই ভ্যান চালক ইমাম শেখের চাকরীর বিষয়টি মোটামোটি জানাজানি হয়।

    রোববার সকাল ১১টার দিকে বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন লিডার হারুন-উর-রশিদ টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে ইমাম শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি ইমাম শেখের অসুস্থ পিতার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইমামের মা শাহানূর বেগমের হাতে। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন এ্যাসিট্যান্ট লিডার দেলোয়ার হোসাইনসহ বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে সকালেই বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার সরদার পাড়ায় পৌছে। সেখান থেকে ইমামকে জেলা শহরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বাসায় নিয়ে যাওয়া হয়।

    এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ দাউদ উপস্থিত ছিলেন।

    কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, সকালে বিমান-বাহিনীর কর্মকর্তারা তার গোপালগঞ্জ শহরস্থ বাসায় আসেন এবং সেখানেই মোঃ ইমাম শেখকে তাদের হাতে তুলে দেয়া হয়।

    তিনি বলেন, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় অবস্থানকালে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামবাসীদের অত্যন্ত কাছে চলে যান এবং ইমাম শেখের ভ্যানে চড়ে গ্রাম-এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ইমামের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবার সম্পর্কে জানেন। পরে ভ্যান থেকে নেমে ইমামকে বেশকিছু টাকা দিতে গেলে টাকা না নিয়ে বরং সে যেভাবে প্রধানমন্ত্রীর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাতে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলেই তার প্রতি মুগ্ধ হয়েছেন এবং প্রশংসাও করেছেন।

    ইমাম শেখের সততার প্রতি কৃতজ্ঞতা জানাতে পরে বিমান-বাহিনীর পক্ষ থেকে তার জন্য একটা সুব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একারণেই মোঃ ইমাম শেখের জন্য বিমান-বাহিনীর এ উদ্যোগ বলে জানান তিনি ।

    ইমামের মা শাহানুর বেগম বলেন , ১৭ বছর বয়সী ইমাম ভ্যান চালান দুই বছর ধরে। পঞ্চম শ্রেণিতে আটকে যায় ইমামের পড়াশোনা। এখন জীবনযুদ্ধ চলে ভ্যান চালিয়ে, যা আয় হয় তা দিয়েই চলে সংসার। তার বাবা আব্দুল লতিফ শেখ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিন বোন।

    ইমামের বড় ভাই সাদ্দাম শেখ ঢাকায় সম্প্রতি চাকরি পেয়েছেন, এখনও বেতন পাননি। বোন রেক্সনা ও সোহাগী আক্তারের বিয়ে হয়ে গেছে। ছোট বোন নাদিরা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

    ভ্যান-চালক মোঃ ইমাম শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র সন্তান, তিনি আমাদের ‘আপা’। সেদিন তিনি এতোগুলো ভ্যানের মধ্য থেকে আমার ভ্যানে চড়ে বসেছিলেন, তাতেই আমি ধন্য হয়ে গেছি। টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে আমার জীবন সার্থক হয়েছে।

  • পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে : নৌপরিবহন মন্ত্রী

    পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে : নৌপরিবহন মন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন এবং নদীর খনন কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া তিন পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে।

    রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত এক সভায় নৌ মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

    শাজাহান খান বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো বড় ভূমিকা রাখতে পারে। এর প্রসারে নদীগুলো খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীগুলোর মধ্যে রয়েছে কাচা লং, মাইনি, ইছামতি, কর্ণফুলি, চেংনি, মাতামহুরি, সাংগু, ফেনী ও হালদা। এছাড়া আরও কিছু নদী খনন করা হবে।

    তিনি বলেন, স্বাধীনতার পরে এবারই প্রথম কোনো সরকার পার্বত্য জেলা নদী খননের উদ্যোগ নিল। এরফলে ওই এলাকার মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি তারা ব্যবসা-বাণিজ্যেও বড় অবদান রাখতে পারবে।

    শাজাহান খান বলেন, দেশের অনেক নদী নাব্যতা হারিয়ে ফেলেছিল, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা ও খননের কাজ গতিশীল করেছে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৪টি ড্রেজার কিনেছে সরকার।

    তিনি বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে আরও ২০টি ড্রেজার কেনা হবে। এছাড়া বেসরকারিভাবে আরও ৫০টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। এসব ড্রেজার দিয়ে নদী খননের কাজ চলছে। এ পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।

    শাজাহান খান বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়, রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার তেগামুখ ও বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নে স্থলবন্দর নির্মাণ করা হবে। এগুলো নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে।

    সভায় অন্যন্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামালউদ্দিন তালুকদার, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

     

  • শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির পথিকৃত: তথ্যমন্ত্রী

    শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির পথিকৃত: তথ্যমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : প্রশাসনে স্বচ্ছতা ও উন্নয়নে দুর্বার গতি আনার সাথে সাথে শেখ হাসিনা প্রবর্তিত ডিজিটাল প্রযুক্তি গণমানুষের ক্ষমতায়ন ও সমাজে বৈষম্য অবসানে বিস্ময়কর ভূমিকা রাখছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলো, উন্নয়ন ও শান্তির পথিকৃত। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্ধকার, অশান্তি ও জঙ্গির সঙ্গী।’

    ইনস্টিটিউট অভ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র ৫৭তম কনভেনশন উপলক্ষে রোববার চট্টগ্রামে আইইবি মিলনায়তনে আয়োজিত ডিজিটাল প্রযুক্তি এবং গণমুখী উন্নয়ন শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তির পক্ষে আর জঙ্গিবাদের বিরুদ্ধে। অপরদিকে বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের পক্ষে আর ডিজিটাল বাংলাদেশ এর বিরুদ্ধে। তাই বাংলাদেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, তাহলে জঙ্গিবাদ বর্জন করতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে।’

    ‘যারা ডিজিটাল প্রযুক্তি বোঝে না, যারা জঙ্গিবাদের বন্ধু, তারা যদি বাংলাদেশকে দখল করে নেয়, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা চরমভাবে হোঁচট খাবে, যা দেশ ও জনগণের জন্য হবে ভয়াবহ ক্ষতিকর। যদি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ দেখতে চান, দেশ পরিচালনার ভার কাকে দেবেন তা ভাবা একটা নাগরিক কর্তব্য’, প্রকৌশলীদের স্মরণ করিয়ে দেন জাসদ সভাপতি ইনু।

    শান্তি ও উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে প্রযুক্তিবান্ধব সরকারের ওপর গুরুত্বারোপ করে প্রকৌশলী ইনু বলেন, ‘বর্তমান সরকার যেমন ডিজিটালবান্ধব, তেমনই কৃষক ও নারীবান্ধব। আর সে কারণেই ডিজিটাল প্রযুক্তি এদেশে গণমানুষের জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছে। যে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোঝে, ডিজিটাল প্রযুক্তি কোথায় প্রয়োগ করবে তা বোঝে, সেই সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে বাংলাদেশ বিশাল একটা হোঁচট খাবে এবং মুখ থুবড়ে পড়ে যাবে।’

    দারিদ্র্য উচ্ছেদ করে টেকসই উন্নয়নসমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ডিজিটাল প্রযুক্তির গণমুখী ব্যবহারকে অপরিহার্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জন্ম-নিবন্ধন, ছাত্র-ছাত্রী ভর্তির ফরম থেকে শুরু করে, গ্রামের কৃষককে জমির উর্বরতা সম্পর্কে তথ্য দিতে এমনকি সহজে টাকা পাঠাতে আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে। প্রশাসনকে স্বচ্ছ করে জনগণের কাছাকাছি এনে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে সাহায্য করছে এ প্রযুক্তি। মিথ্যাচার, গুজব, কূপমন্ডকতা, কুসংস্কার এবং খন্ডিত বা ধামাচাপা তথ্য থেকে মুক্ত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ দরকার।

    হাসানুল হক ইনু এসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে ইন্টারনেট সুবিধার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা দেয়ার প্রস্তাবও তুলে ধরেন।

    ‘মনজয়’, ‘উত্থান’ এবং ‘অগ্রযাত্রা’ এ তিন পর্বে বাংলাদেশে ডিজিটাল বিপ্লব ঘটছে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বউন্নয়নের মহাসড়কে যুক্ত হতে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ-এর ঘোষণার যুগান্তকারী রাজনৈতিক সিদ্ধান্তের আট বছর পর আমরা এখন মনজয় পর্বের শেষ পর্যায়ে। এবার ২০২১ সাল পর্যন্ত উত্থান পর্ব, তারপর অগ্রযাত্রা পর্বে উন্নত বিশ্বের সমান দক্ষতা প্রদর্শন করবে দেশ।

    আইইবি প্রেসিডেন্ট মোঃ কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

     

  • মেয়র প্রার্থী নিয়ে খুলনা জাপায় ক্ষোভ চরমে

    মেয়র প্রার্থী নিয়ে খুলনা জাপায় ক্ষোভ চরমে

    স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আনকোরা একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলে প্রবেশ করেই তিনি হয়েছেন মেয়র প্রার্থী। আর এতেই ক্ষোভে ফুসছেন খুলনার নেতাকর্মীরা। মুখে পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না তারা। ফলে গণপদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন খুলনার নেতাকর্মীরা। এ বিষয়ে নেতাকর্মীদের বৈঠকও চলছে দফায় দফায়।

    শনিবার বননীর নিজ কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে মুশফিকুর রহমানের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এখানেই এরশাদ এর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

    এদিকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মুশফিকুর রহমানের নাম ঘোষণা করার পর থেকেই খুলনায় জাতীয় পার্টির নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক শুরু করেছেন। তারা অনেকেই পার্টি চেয়ারম্যানের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধী করেছেন আবার অনেকে কৌশল অবলম্বন করছেন।

    খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী শফিকুল আলম মধু বলেন, পার্টির চেয়ারম্যান যা ভালো বুঝেছেন তাই করেছেন। তার এই সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে।

    নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং আগামী নির্বাচনে মেয়র পদ প্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম বলেন, আমরা প্রয়োজনে গণ পদত্যাগ করবো।

    দপ্তর সম্পাদক এম এ আল মামুন বলেন, এই বিষয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে আজই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  • কর অফিসে অভিযোগ ও নিষ্পত্তি প্রতিমাসের সোমবার

    কর অফিসে অভিযোগ ও নিষ্পত্তি প্রতিমাসের সোমবার

    জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে খুলনা কর অঞ্চল এ প্রতিমাসের ২য় সপ্তাহের সোমবার (সরকারি বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে) অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি (Grievance Redress System) বিষয়ে কর কমিশনারের উপস্থিতিতে গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণশুনানীতে অংশগ্রহণের জন্য সম্মানিত করদাতাও সংশি¬ষ্ট ব্যক্তিবর্গকে কর কমিশনার, কর অঞ্চল, খুলনার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

     

     

  • শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

    শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

    ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার একটি বিশেষ অঙ্গ হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে সকল ক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দেবে।  দেশে শিক্ষাসহ প্রতিটি সেক্টরে অগ্রগতি অর্জন করেছে, নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী শ্রেণি কক্ষে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পাঠদান করার জন্য শিক্ষাকদের প্রতি আহবান জানান।

    তিনি রোববার খুলনা ডুমুরিয়া শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন, পুরস্কার ও সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ-১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    খুলনা জেলা প্রশাসক ও মধুগ্রাম কলেজের গভর্ণিং বডির সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্ণিং বডির প্রাক্তন সভাপতি গাজী আব্দুল হাদী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদস্য খান সাকুর উদ্দিন, সম খলিলুর রহমান এবং মোঃ আব্দুর রউফ। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    পরে প্রতিমন্ত্রী খুলনা জেলা পরিষদের প্রথম সভায় যোগদান করেন। পরে তিনি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল, মুগ ডালের বীজ, সার ও ড্রাম বিতরণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

    সকালে প্রতিমন্ত্রী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন এবং থুকড়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

     

     

  • খুলনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

    খুলনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

    স্টাফ রিপোর্টার ; আগামীর বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমানের হাতে দাবি করে খুলনায় যুবদলের সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দেশে আর একটি এক দলীয় নির্বাচন আয়োজনের চক্রান্ত চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নাটক মঞ্চস্থ করার পর রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী একটি বশংবদ সার্চ কমিটি গঠন করেছেন। যারা রকিব মার্কা আর একটি নির্বাচন কমিশন গঠনের দিকে অগ্রসর হচ্ছে। সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিএনপিসহ সকল দলের অংশগ্রহন ছাড়া আর কোন জাতীয় নির্বাচনের ষড়যন্ত্র করলে তার জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

    বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার খুলনায় যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মহানগর শাখার উদ্যোগে বিকেল ৪টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা একরামুল কবির মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল হক হেলাল, আতিকুর রহমান তিতাস, মেহেদী মাসুদ সেন্টু, শফিকুল ইসলাম হোসেন, কাজী নেহিবুল হাসান, জাহিদুর রহমান রিপন, রফিকুল হাসান, জাহিদ হোসেন, মাহবুব হাসান পিয়ারু, মোল্লা সোহরাব হোসেন, সাব্বির হোসেন, দিদারুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান পিন্টু, ইফতেখার হোসেন, মেহেদী হাসান সোহাগ, সাইফুল ইসলাম সান্টু, ইফতেখান বিশ্বাস, সোহেল মোল্লা, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির ইকবাল বাপ্পী, সাইফুল্লাহ আল মামুন মনা, তারিকুল ইসলাম বাকার, ফারুক খান, মনিরুজ্জামান মনি, এস এম জসীমউদ্দিন, আলতাফ হোসেন, গোলামুন নবী ডালু, জাকির মুন্সি, শামীম আজাদ খান মিলু, নাজমুল হাসান নাসিম, হারুন অর রশিদ মাসুম প্রমুখ।

     

  • খুবিতে আর্ক কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন

    খুবিতে আর্ক কেইউ ডিগ্রি শো’র উদ্বোধন

    এসবিনিউজ ডেস্ক : রোববার ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ৩য় তলায় স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনে আর্ক কেইউ ডিগ্রিশো-২০১৭ এর উদ্বোধন এবং হেড লিস্ট সার্টিফিকেশন, আর্ক কেইউ-কেসিসি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খুলনা-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মিজানুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, স্থপতি বশিরুল হক এবং বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রেজাউল হক বক্তব্য রাখেন।

    অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, আমাদের এই নবীন স্থপতিরা এখান থেকে বেরিয়ে নিজ নিজ কর্মস্থলে কর্মদক্ষতায় খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের সামনে নতুন এক নান্দনিক বাংলাদেশ উপহার দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নান্দনিক কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির কো-অর্ডিনেটর সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ কবীর আহমেদ। এছাড়া অনুষ্ঠানে হেড লিস্টে স্থান পাওয়া ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র দেয়া হয়। পরে অতিথিবৃন্দ আর্ক কেইউ ডিগ্রি শো-২০১৭ তে প্রদর্শীত নবীন ৪৫ জন স্থপতির থিসিসভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্মের মডেল ঘুরে দেখেন। আগামীকাল এ প্রদর্শনী শেষ হবে।

     

  • রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন কমিশনের সদস্যরা

    রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন কমিশনের সদস্যরা

    এসবিনিউজ ডেস্ক : মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারের সীমান্ত এলাকায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনলেন রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকার গঠিত কফি আনান কমিশনের সদস্যরা।

    পরিদর্শনে আসা কমিশনের সদস্যরা হলেন- মিয়ানমার নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবাননের নাগরিক ঘাসান সালামে।

    পরিদর্শনকালে প্রতিনিধি দলটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকিবিল্লাহসহ জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও), জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচসিআর) ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা বস্তিতে এসে পৌঁছান রবিবার দুপুর পৌঁনে ১২টার দিকে। বালুখালী রোহিঙ্গা বস্তিতে প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

    প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কমিশনের কাছে জানিয়েছেন, মিয়ানমার সরকারের সামরিক জান্তার নির্যাতন সইতে না পেরে এদেশে পালিয়ে এসেছেন। ওখানকার সেনা কর্মকর্তারা মানুষকে ধরে নিয়ে গুলি করে হত্যা ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়। প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেন। তারা নতুন আসা রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। এ সময় প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষ করে টেকনাফের লেদা এবং শামলাপুরের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে আলাপ করেন। সোমবার প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির।

     

     

  • ঘনিষ্ঠ হলেন ঐশ্বরিয়া!

    ঘনিষ্ঠ হলেন ঐশ্বরিয়া!

    এসবিনিউজ ডেস্ক : না, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নন। তিনি দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। সুন্দরী হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। শুধু তাই নয়, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার পরিবারের যথেষ্ট নাম-ডাক রয়েছে। কারণ, ঐশ্বরিয়ার বাবা অর্জুন তামিল ছবির নামী পরিচালক শুধু নন, একজন প্রযোজকও। আর সেই সূত্রে অভিনয় করতে গিয়ে বাবার সামনেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন নায়িকা।

    বর্তমানে ঐশ্বরিয়া তার বাবার পরিচালিত এবং প্রযোজিত ‘কাথালিন পোনভিথিযেইল’ ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন। তার বিপরীতে রয়েছেন নতুন নায়ক শান্থান। এই ছবির মধ্যে দিয়ে তামিল ছবিতে অভিষেক ঘটছে এই নায়কের। রোম্যান্টিক ধাঁচের এই ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে ঐশ্বরিয়া অর্জুন এবং শান্থানকে।

     

    ঐশ্বরিয়া অর্জুন জানিয়েছেন, এই দৃশ্যগুলো তাকে তার বাবা অর্জুনের সামনেই শ্যুট করতে হয়েছে। বলতে গেলে, ঐশ্বরিয়া অর্জুন এবং শান্থান চিত্রনাট্য অনুযায়ী যখন ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুট করেছেন, তখন সেখানে ক্যামেরায় রীতিমতো চোখ লাগিয়ে তা জরিপ করেছেন  অর্জুন।

    নায়িকার দাবি, ‘লজ্জা লাগছিল, অস্বস্তি হচ্ছিল বাবাকে সামনে দেখে। কিন্তু, বাবার মধ্যে এক মুহূর্তের জন্য কোন বিচলিত ভাব লক্ষ্য করিনি। ’ শ্যুটিং-এর পর বাড়ী ফিরেও বাবার মুখোমুখি হয়েছেন ঐশ্বরিয়া। বাবা-মেয়ের নানা খুনসুটি হয়েছে, কিন্তু এক বারের জন্য মেয়ের সামনে নাকি সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা তোলেননি পরিচালক অর্জুন। সূত্র: এবেলা

     

  • মাশরুম স্মৃতিশক্তি বাড়ায়

    মাশরুম স্মৃতিশক্তি বাড়ায়

    এসবিনিউজ ডেস্ক : বয়সকালে ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো অসুখের হাত থেকে নিস্তার পেতে খাদ্যতালিকায় মাশরুম রাখুন।

    সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, মাশরুম স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যে কারণে স্মৃতিভ্রংশের মতো অসুখ এড়াতে গবেষকরা মাশরুম খাওয়ার উপর জোর দিতে বলছেন।

    খাদ্যোপযোগী যেসব মাশরুমে রয়েছে, তার মধ্যে বায়োঅ্যাকটিভ যৌগ থাকে। এই যৌগ মস্তিষ্কের স্নায়ুর বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়াও নিউরোটক্সিক স্টিমুলির হাতে থেকে রক্ষা করে। যার জন্য ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো রোগ এড়ানো সম্ভব।

  • কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলল গুগল

    কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলল গুগল

    এসবিনিউজ ডেস্ক : মুসলিম ৭টি দেশের লোকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কিছু কর্মীকে অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দিয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারির পর গুগল এই  পদক্ষেপ নিল।

    গুগল বলছে, তাদের শ’খানেক কর্মী ট্রাম্পের ওই নির্দেশের শিকার হতে পারেন। তাই আদেশটি কার্যকর হবার আগেই তাদের যুক্তরাষ্ট্রে ফিরে আসতে বলা হয়েছে। বিশেষ করে যারা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ঘুরতে গেছেন।

    গুগলের পক্ষ থেকে বলা হয়, হঠাৎ করে কর্মীদের যুক্তরাষ্ট্রে ফিরতে বলায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর প্রভাব পড়বে। কিন্তু এই মুহূর্তে এটাই উপযুক্ত সিদ্ধান্ত।

    প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ যুক্তরাষ্ট্রে প্রতিভাবান লোকদের আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে গুগুল।

    ট্রাম্প তার নির্বাহী আদেশে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সিরীয় শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এ ছাড়া ইরান, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান থেকে আসা লোকদের ভিসা দেয়া ৩ মাসের জন্য বন্ধ করে দেন।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইসলামী উগ্রপন্থী সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢোকা ঠেকাতেই তার এ পদক্ষেপ। সূত্র : বিবিসি

  • এলাচের গুণাগুণ

    এলাচের গুণাগুণ

    এসবিনিউজ ডেস্ক : এলাচ রান্নার জন্য উৎকৃষ্ট মসলা। মাংস রান্নায়, সালাদ তৈরিতে, চা বানাতে, স্যুপ তৈরিতে এলাচ ব্যবহার করা হয়। এলাচের রয়েছে কিছু স্বাস্থ্যকর গুণ। জেনে নিন এলাচের স্বাস্থ্যকর গুণের কথা।

    মুখের গন্ধ দূর করে : এলাচ মুখের স্বাস্থ্য ভালো রাখে। এটি দ্রুত মুখের গন্ধ দূর করতে সাহায্য করে। মুখে গন্ধ হলে এলাচ চিবাতে পারেন।

    হেঁচকি দূর করতে : এলাচের মধ্যে রয়েছে অ্যান্টিস্পাসমোডিক উপাদান। এটি হেঁচকি প্রতিরোধে সাহায্য করে। হেঁচকি হলে কিছু এলাচ চিবাতে পারেন।

    পেট ব্যথায় : পেট অথবা পাকস্থলীর ব্যথায় এলাচ ব্যবহার করতে পারেন। এক কাপ গরম পানির মধ্যে এক চিমটি এলাচের গুঁড়া মেশান। ধীরে ধীরে পানীয়টি পান করুন। ব্যথা কমবে। এ ছাড়া ভারি খাবারের পর পেট ফোলা ফোলা ভাব হলে বা পেটে গ্যাস হলে এই পানীয় খেতে পারেন।

    শ্বাসকষ্ট কমাতে : এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদানের জন্য এটি বাতাস চলাচলের পথ পরিষ্কার করে। শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা কমায়। এটি দীর্ঘমেয়াদি ব্রঙ্কাইটিসের সমস্যা কমাতেও কার্যকর।

    ত্বক ভালো রাখে : এলাচের মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি ত্বকের বুড়িয়ে যাওয়ার গতি রোধ করে। তাই খাদ্যতালিকায় এলাচ রাখতে পারেন।

    চুলের জন্য ভালো : এলাচের চা দিয়ে মাথা ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি কমবে। এটি চুল পাতলা হওয়া ও চুল পড়া কমাবে। সূত্র : হেলথ ডাইজেস্ট

     

  • আনোয়ারসহ ১৭ জন বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    আনোয়ারসহ ১৭ জন বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এসবিনিউজ ডেস্ক : ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    গ্রেফতারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকতউল্লা বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। ২০১৬ সালের ২৪ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় এম কে আনোয়ারসহ ১৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

     

  • ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা

    ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা

    এসবিনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

    রোববার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খানের আদালতে মামলাটি করা হয়।

    মামলার বাদী নিজাম হাজারী এমপি জানান, ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ডেইলি অবজারভারে তিনিসহ (নিজাম হাজারী) তিন এমপিকে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার সম্মান ক্ষুন্ন হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও সংশ্লিষ্ট রিপোর্টার মামুনুর রশীদের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।

    মামলার বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক বলেন, আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটি গ্রহণ করেছেন। এর প্রেক্ষিতে ২ ফেব্রুয়ারির মধ্যে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরীকে বিচারকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এদিকে মানহানি মামলার তীব্র নিন্দা জানিয়ে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়সহ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এক বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমকর্মীদের নামে এ ধরনের মামলা করা সুষ্ঠু ও স্বাধীনভাবে মত প্রকাশের প্রতি হুমকীস্বরূপ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রতাহারের দাবি জানিয়েছেন। অনুরূপ নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমসহ কার্য্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

    সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৩১জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। কর্মসূচীতে খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যসহ কর্মরত সকল সাংবাদিককে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

     

  • ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ.লীগ: কাদের

    ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আ.লীগ: কাদের

    এসবিনিউজ ডেস্ক : সার্চ কমিটির সুপারিশে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সিদ্ধান্ত নেবেন, আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

    এ সময় মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপিতে দ্বিমত থাকলেও আওয়ামী লীগ আশাবাদী।

    তিনি বলেন, আমরা সকল সময় আশাবাদী। আমরা মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে তিনি যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ তা মেনে নেবো।

     

  • ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ

    ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনীর আত্মসমর্পণ

    এসবিনিউজ ডেস্ক :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ‘দস্যু জাহাঙ্গীর’ বাহিনী।

    রোববার বরিশাল নগরীর রূপাতলীতে অবস্থিত র‌্যাব-৮ এর সদর দপ্তরে মন্ত্রীর কাছে বাহিনীর ২০ সদস্য অস্ত্র জমা দেন।

    তারা পাঁচটি একনালা বন্দুক, সাতটি দোনালা বন্দুক, দুটি এয়ার রাইফেল, পাঁচটি ওয়ান শুটারগান, দুটি রাইফেল, চারটি কাটা রাইফেল, পাঁচটি বিদেশি শটগান এবং একটি পাইপগানসহ ৩১টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলি জমা দেন।

    আত্মসমর্পণকারী দস্যুরা হলেন বাহিনীর ‘প্রধান’ জাহাঙ্গীর শিকারী (৩৮), শেখ ফরিদ (৩৮), মারুফ শেখ (৪১), আকরাম শেখ (৩৫), মোস্তাহার শেখ (৫০), এরশাদ খান (৩৫), গাজী তরিকুল ইসলাম (৩৫), কামারুল শেখ (২২), কামরুল হাসান (৩৮), হায়দার শেখ (২৯), হারুন শেখ (৫৫), আইয়ুব আলী শেখ (৫২), মাফিকুল গাজী (৩৮), কবির গাজী (৩২), পলাশ হোসেন (৩৫), বাছের শিকদার (২৬), হান্নান সরদার (২৩), ইজাজ মোল্লা (৪১), মহাসিন মোড়ল (৩৯) ও ইয়াকুব সরদার (২৯),

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। একটি নীতিমালা তৈরি করে তাদের পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।

    র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানে সাড়া দেবে না, তাদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।

    কোনো দস্যু বাহিনীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।

  • ভারত ভ্রমণকারীদের সাক্ষাৎকারের প্রয়োজন নেই

    ভারত ভ্রমণকারীদের সাক্ষাৎকারের প্রয়োজন নেই

    এসবিনিউজ ডেস্ক  : ভারতীয় ভিসা আবেদনের ৮টি কেন্দ্রে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের সাক্ষাৎকারের প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

    ১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশের ৮টি ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) বাংলাদেশী ভ্রমণকারীদের ভারতে যাওয়ার বিমান, সড়ক অথবা রেল পথের নিশ্চিত টিকিটসহ সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে।

    ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে:রোববার একথা বলা হয়েছে।

    বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে, তারা সাক্ষাৎকার (অ্যাপয়েন্টমেন্ট) ছাড়াই আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন।

    ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

    তবে আইভিএসি ফরমে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে ভ্রমণের তারিখ হতে হবে। এছাড়া পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com এই ঠিকানায় পাওয়া যাবে।

    এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। এর আগে ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরবর্তিতে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশী ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়।

    স্কিমটি বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। বিমান, সড়ক অথবা রেল পথে ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট থাকলে কোন বাংলাদেশী নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন অথবা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর প্রয়োজন নেই।