Blog

  • নেই

    রুমান হাফিজ

    নদীর ঘাটে নাও নেই
    সবুজ শ্যামল গাঁও নেই।
    ফলফলাদির গাছ নেই
    খালবিলেতে মাছ নেই।

    শস্য ভরা মাঠ নেই
    জমজমাট আর হাট নেই।
    রাখাল বাঁশির সুর নেই
    পাখির গানে ভোর নেই।

    আম কুড়ানোর দিন নেই
    কিচ্ছা বলা জিন নেই।
    পিঠা পুলির ধুম নেই
    নেই সাথে চাষ জুম নেই।

    ঢেউ ভরা আর নদ নেই
    গ্রাম্য মোড়ল পদ নেই।
    কানামাছির খেল নেই
    শর্ষে ক্ষেতের তেল নেই।

    ছন-চালের ঐ ঘর নেই
    ধূ-ধূ বিশাল চর নেই।

    ছয় ঋতুর আজ দেশ নেই
    ‘নেই সবই’ তার শেষ নেই।

  • চালায় গুলি

    সিরাজ উদ্দিন শিরুল

    রাত গভীরে সবাই ঘুমে
    হায়না দানব আসে
    বুকের উপর চালায় গুলি
    দাঁত কেলিয়ে হাসে।

    দানব ছিলো মানব তো নয়
    রক্ত খেলায় মাতে
    হায়নাদেরই দোসর ছিলো
    সব রাজাকার সাথে।

    লাশের উপর লাশের সারি
    শহর নগর গাঁয়ে
    জাগলো মানুষ মুক্তিকামী
    জাগিয়ে দিলো মায়ে।

    ঘুমের মানুষ জাগলে পরে
    ক্যামনে দাবায় রাখে
    ঝাঁকে ঝাঁকে ছুটলো সবাই
    হাজার হাজার লাখে।

    বীর বাঙালি উঠলো জেগে
    হায়নারা সব পালায়
    দু’হাত তুলে কান ধরেছে
    পিন্ডি লাহোর হালায়।

    মারের উপর মারতে থাকে
    শত্রু ঘাঁটি উড়ায়
    মুক্তিসেনার সাহস বলেই
    বীরের খেতাব কুঁড়ায়।

  • এসো পরিচিত হই রোকনুজ্জামান খান দাদাভাই’র সাথে

    এসো পরিচিত হই রোকনুজ্জামান খান দাদাভাই’র সাথে

    রোকনুজ্জামান দাদাভাই সাংবাদিক, শিশুসংগঠক। তার জন্ম ১৯২৫ সালের ৯ এপ্রিল, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে, নানার বাড়িতে। তার নানা রওশন আলী চৌধুরী আবার ছিলেন ‘কোহিনূর’ পত্রিকার সম্পাদক। তার বাবার নাম মৌলভী মোখাইরউদ্দীন খান, মায়ের নাম রাহেলা খাতুন। তার শৈশব ও কৈশোর কেটেছে পাংশায়, নানাবাড়িতে। শৈশবকালে সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় আকৃষ্ট হয়েছিলেন। ‘দাদাভাই’ ছদ্মনামে তিনি কবিতা লিখতেন।
    ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করে ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন এবং আমৃত্যুর এ পত্রিকায় জড়িত ছিলেন। আর এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।
    তার প্রকাশিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাট্টিমাটিম (১৯৬২), খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি। তার সম্পাদিত ঝিকিমিকি একটি গুরুত্বপূর্ণ শিশুসংকলন। এসব রচনার মাধ্যমে তিনি কোমলমতি শিশুদের মনে নীতিজ্ঞান, দেশপ্রেম ও চারিত্রিক গুণাবলি জাগ্রত করার চেষ্টা করেন।
    রোকনুজ্জামানের অপর একটি বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ (১৯৫৬) নামে একটি শিশুসংগঠন প্রতিষ্ঠা। তিনি সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), শিশু একাডেমি পুরস্কার (১৯৯৪), একুশে পদক (১৯৯৮), স্বাধীনতা পদক (১৯৯৯), জসিমউদ্দীন স্বর্ণপদক এবং রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশন ট্রাস্টির পল হ্যারিস ফেলো সম্মানে ভূষিত হন। ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর, মারা যান সবার প্রিয় দাদাভাই। তাকে পরদিন বিকালে মেলা ভবনের দক্ষিণ পূর্ব কোণে সমাহিত করা হয়।

  • রবীন্দ্রনাথ

    রবীন্দ্রনাথ

    নাসের মাহমুদ

    কবিগুরু রবীঠাকুর
    ভেজা কদম আজকে দিলাম,

    বাঙালিদের কবি ঠাকুর।

    তার চরণে ফুল
    বন বনানী, সবুজ মাঠ,
    নদ ও নদীর কূল।

    একুশ, বাইশ, তেইশে
    কথার গুরু, গানের ঠাকুর,
    কোনখানে আজ নেই সে?

    কবি রবীর প্রভা জ্বলে
    দীর্ঘ দিবস, দীর্ঘ রাতে,
    আমায় জেগে থাকতে বলে।

    আমিও জেগে থাকি
    বুকের ভিতর-মনের পাতায়
    সোনার বাংলা আঁকি।

  • গোলাম নবী পান্না’র ছড়া

    গোলাম নবী পান্না’র ছড়া

    ফড়িং

    গাছের আগায় চড়িং,

    চিকনা ডালে ধরিং-

    ডালটা তখন মড়িং,

    ছোকড়া গেলো পড়িং।

    সময় গেলো গড়িং

    লাগছে বড়ো বরিং।

    এত্তো কেনো লড়িং!

    কারণ উড়– ফড়িং,

    পাতায় পাতায় নড়িং।

     

     

    মাছরাঙা

    ঝলমলে জলে দেখি

    গাছ রাঙা,

    আসলে সে গাছে বসা

    মাছরাঙা।

    রঙিন পালকে এ

    ধাঁচ-রাঙা

    শিকারী নাচন তার

    নাচ রাঙা

  • নুরনগরে ৪০দিনের কর্র্মসূচির কাজে অনিয়মের অভিযোগ

    নুরনগর(শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে ৪০দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নুরনগর ইউনিয়ন পরিষদ কতৃক এই কর্মসূচির জন্য অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৩৩জন কে তালিকা ভুক্ত করা হয় এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা-ে তাদেরকে কাজ করানো হয় কিন্তু তালিকায় ৩৩ জনের নাম থাকলেও সরেজমিনে গিয়ে মাত্র ২৬জন কে পাওয়া যায়। এছাড়া তালিকার আর বাকি লোক গুলোর খোঁজ খবর নিতে গেলে উক্ত কর্মসূচির দলপতি নুর মোহম্মাদ চকিদার বলেন, আমরা ২৬জন এই কর্মসূচির কাজ করছি আর লোক শুধু টাকা তোলার সময় আসে, সই করে টাকা নিয়ে যায়। সেই নাম না জানা ৭ জনের খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে কিছু অনাকাঙ্খিত তথ্য। নুরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেবাশীষ ঘোষ ও ওর্য়াড আ”লীগ নেতা আবু হাসান গাজী ওরপে হাসান চৌধুরী, মোফাজ্জেল হোসেন পাগল, দিলিপ রক্ষিতের নামে অচ্যুত রক্ষিত, নিমাই মন্ডল, মুসলিমা, কামরুন্নাহার নামে কর্মসূচির তালিকা করে টাকা লুটপাট চলছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে নুরনগর ইউপি সচিব মোঃ আবু হেনার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি মাঠ পর্যায়ে পরিদর্শন করিনা, এবিষয় ওর্য়াডের ইউপি সদস্য বলতে পারবে। ১নং ওর্য়াড ইউপি সদস্য আব্দুল করিমের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যাইনি। এ বিষয় নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছি, বাড়ীতে এসে বিষয়টি তদন্ত করে দেখবো।’

  • জেলা সম্মিলিত আইনজীবী আওয়ামী সমন্বয় পরিষদের সভা

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা সম্মিলিত আইনজীবী আওয়ামী সমন্বয় পরিষদের পক্ষে নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক অ খ ম রেজান উল্লাহ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ২টায় জজ কোর্টের ৩য় তলায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এড. এস এম হায়দার, এড. ওসমান গণি, এড. আজহারুল ইসলাম, এড. শাহ আলম, এড. গাজী লুৎফার রহমান, এড. ফাহিমুল হক কিসলু, এড. আঃ লতিফ, এড. আঃ ছামাদ, এড. জিএম ওকালত হোসেন, এড. তামিম আহম্মেদ সোহাগ, এড. তৌহিদুর রহমান শাহিন, এড. হাবিব ফেরদৌস শিমুল, এড. আতাউর রহমান, এড. অজয় সরকার প্রমুখ।

  • সপ্না নতুন করে বাচঁতে চাই

    নিজস্ব প্রতিনিধি: সদর উপজেরার তুজলপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা মিনু সুলতানা সপ্না (২০) জন্মের পর পিতার ঘরে তার বেশি দিন ঠাই হয়নি। কারণ তার বয়স যখন ৮ তখন মা তানজিলা খাতুন কে তালাক দিয়ে বাড়ী থেকে বের করে দেন। তখন থেকে মায়ের হাত ধরে নানার বাড়ী লবসা নণকুড়া গ্রামে অস্থায়ী বসবাস তার। ৮ম শ্রেণীতে পড়াশোনা করছে এমন সময় তার গলার ভিতরে একটি সমস্য দেখা দিলে চিকিৎসার জন্য ২০১৫ সালে ডা: এনকে সিনহার কাছে যান। তিনি তাকে ঢাকার আদ্বীন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেখানে পরিক্ষা করার পর ক্যান্সার ধরা পড়ে। ডাঃ তাকে ৬টি কেমো নেওয়ার পরামর্শ দেয়। ৫ নং কেমো নেওয়ার সময় সপ্না মারত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে। তার পর কেমো বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে কোন ক্যান্সার কোন নমুনা পাওয়া যায়নি। তার বনটিবি হয়েছে বলে জানান। ডাক্তার বলেন, ভুল চিকিৎসার কারনে তার শরীরে হীপজয়েন্ট ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। কলকাতা মেডিকেলে দুই মাস চিকিৎসা নেওয়ার পর টাকার অভাব পড়লে চিকিৎসা শেষ না করে দেশে ফিরে আসে। কলকাতার ডাক্তাররা জানান এই রোগ নিরাময় যোগ্য। তবে তার চিকিৎসার জন্য প্রায় একলক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে। সপ্না নতুন করে বাচতে চাই। তার চিকিৎসার জন্য সমাজের হিৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য আত্মিক সাহায্যর আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠনোর ঠিকানা মোছা: তানজিলা খাতুন, সঞ্চয়ী হিসাব নং-২২৪৬৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: সাতক্ষীরা শাখা অথবা বিকাশ নং-০১৭৭৪২৬৯৭৭৯(নিজস্ব)।

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া সাতক্ষীরার শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া সাতক্ষীরার শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত

    ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়মে এ নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. সুজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রবীন্দ্রনাথ মন্ডল, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি এম তারিকুল ইসলাম, প্রভাষক ও শিক্ষক নেতা কাজী ফারুক হোসেন,প্রভাষক মো. ফেরদৌস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল। এছাড়া জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোষিকে কাইফু, মাহমুদ হোসেন পারভেজ, সাইফুল ইসলাম, অরুপ ব্যানার্জী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রাহী বক্তব্য রাখেন।
    প্রধান অতিথি জবি ক্যাম্পাসে যেয়ে সাতক্ষীরা জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের নিয়ে উপাচার্য ড. মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে নবীণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি এসময় জননেত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।এছাড়া তিনি বলেন, আগামিতে ক্ষমতায় গেলে যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজ সমাপ্ত করতে পারবো। অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়ায়েশ মাহমুদ।

  • কাশিমাড়ীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু ও আহত-২

    কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে দুই জন। কাশিমাড়ী গাংআটি গ্রামের আব্দুস সাত্তার মোড়ল এর ছোট ছেলে মোঃ আমিনুর রহমান মোড়ল (১৬) বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। বজ্রপাতে মৃত্যু আমিনুর এর ভাই আল আমিন জানান, আমিনুর রহমান খুব ভাল ছেলে ছিল। সে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। বৃহস্পতিবার দুপুরে গাংআটি জামে মসজিদে যোহরের নামাজ পড়ার পরে মসজিদের বারান্দায় বসে ছিল আমিনুর রহমান (১৬) ও আক্তারুল ইসলাম (১৭) এমন সময় বৃষ্টির কারনে তারা মসজিদের বারান্দায় অবস্থান করে অনুমানিক ২টার দিকে বজ্রপাতের আঘাতে আমিনুর রহমানের মৃত্যু হয় ও আক্তারুল ইসলাম গুরত্বর অসুস্থ্য হয়ে পড়ে।
    অসুস্থ্য আক্তারুল শ্যামনগর সদর হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মাদরাসার ছাত্র আমিনুর রহমান এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়ানেমে এসেছে। শুক্রবার সকাল ৯টার দিকে গাংআটি মসজিদের সংলগ্নে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বজ্রপাতের আঘাতে ঘোলা গ্রামের মৃত্যু আব্দুল মাজেদ সরদারের ছেলে মো. আশরাফ হোসেন এর মৃত্যু হয়েছে। সূত্রে জানা গেছে, আশরাফ হোসেন (২৫) ঘোলায় একটি ঘেরে কাজ করতে ছিল এমন সময় বৃষ্টি শুরু হলে সে বাড়িতে আসার জন্য রওনা হয়। দুপুর ১:৩৫ মিনিটের দিকে ঘেরের ভেড়িতে থাকা অবস্থায় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে মৃত্যু আশরাফ হোসেনের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসি শোকাহত। বজ্রপাতের আঘাতে মৃত্যু আশরাফ হোসেন রেখেগেছে মা, স্ত্রী ও তিন মাস বয়ষের একটি কন্যা সন্তান। বৃহস্পতিবার মাগরিবের নামাজ বাদে ঘোলা ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে বজ্রপাতের আঘাতে গুরত্বর অসুস্থ্য হয়ে শ্যামনগর সদর হাসপাতে চিকিৎসাধীন রয়েছে জয়নগর গ্রামের আব্দুর রহিম এর ছেলে মিজানুর রহমান(১৭)।

  • কালিগঞ্জে বজ্রপাতে আহত – ২

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার খড়মি গ্রামে বজ্রপাতে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার খড়মি গ্রামের মৃত কছিমুদ্দি গাজীর পুত্র কাশেম গাজী (৩৫), উচ্চেপাড়া গ্রামের আমের আলীর পুত্র আব্দুর রহিম (২৬)। আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা আশঙ্খাজনক। জানা যায় খড়মি বিওপি ক্যাম্পের পাশে কাশেম গাজীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বৃহস্পতিবার বেলা ১ টার সময় বিকট শব্দে বজ্রপাত পড়লে আহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রহিমকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি ঘটলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। অপর জনকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

  • শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    সংবাদ বিজ্ঞপ্তি: পাটকেলঘাটা এলাকার কাশিনাথ সাহার ছেলে মিহির সাহার মাদক ও সুদের ব্যবসার প্রতিবাদ করায় একজন শিক্ষক মোঃ ফারুক হোসেনের নামে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের মৃত কওছার আলী দফাদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক এই অভিযোগ করেন।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মাষ্টারের ছেলে মোঃ ফারুক হোসেন একজন আদর্শ স্কুল শিক্ষক। শিক্ষাকতার পাশাপাশি এলাকায় তিনি একজন সমাজসেবক হিসাবে বিশেষ পরিচিত। অপরদিকে একই এলাকার কাশিনাথ সাহা একজন সুদখোর হিসাবে পরিচিত। তার ছেলে মাদকসেবী মিহির সাহা এজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের কারণে এলাকার যুবসমাজ দিন দিন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। শিক্ষক ফারুক হোসেন এলাকার যুবসমাজকে রক্ষা করতে মিহিরকে মাদকের ব্যবসা ছেড়ে দেয়ার অনুরোধ জানান। কিন্তু তার কথা না শুনে এক পর্যায় পিতা কাশিনাথ ও ছেলে মিহির দু’জনেই মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সুদখোর কাশিনাথ সাহা ও তার ছেলে মিহির সাহা শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। তিনি আরো বলেন, সম্প্রতি এক মাদক বিরোধী অভিযানে মিহির সাহা গ্রেফতার হয় এবং ভ্রাম্যমান আদালত তাকে দুই দিনের সাজা প্রদান করে। সাজা খেটে বাড়ি ফিরে স্থানীয় কয়েকজন দুর্নীতিবাজদের মদদে মিহির সাহা তার পিতা কাশিনাথ সাহাকে দিয়ে গত ৫ মে সাতক্ষীরা প্রেসক্লাবে শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধ একটি মিথ্যে সংবাদ সম্মেলন করায়। সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। পিতা ও ছেলের মাদক ব্যবসার প্রতিবাদ করায় একজন আদর্শবান শিক্ষককে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে কাশিনাথ সাহা ওই সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে মিথ্যে তথ্য উপস্থাপন করে। বর্তমানে তারা আমাকেসহ আমার ভাগ্নে ফারুক হোসেনকে বিভিন্ন ফাঁদে ফেলে মিথ্যে মামলা দিবে বলে হুমকি দিচ্ছে। এঘটনায় আমরা শঙ্কিত হয়ে পড়েছি। তিনি দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীদের হাত থেকে এলাকার যুবসমাজকে রক্ষার পাশাপাশি ভাগ্নে শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধানদিয়া পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: তবিবুর রহমান, যুবলীগ নেতা প্রকাশ কুমার সাহা, পার্থ চক্রবর্ত্রী, প্রভাষক মো: আহাঙ্গির আলম ও উত্তর সারসা সর:প্রা: বিদ্যা: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন।

  • দেবহাটায় রমজানে বাজার স্থীতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় নিরাপদ আম বাজারজাতকরণ ও আসন্ন রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বন্ধের ব্যবাসীয় ও বাজার কমিটির নের্র্তৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া মৎস্য সেড সমিতির সভাপতি রজব আলী মোল্যা, উপজেলা আম ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুস সেলিম, সহ-সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান, মোস্তফা আহম্মেদ, মনিরুল ইসলাম, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, জাহিদুর রহমান, বিভিন্ন বাজারের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ বলেন, দেবহাটা, সাতক্ষীরার আমের দেশে ও দেশের বাহিরে বেশ সুনাম রয়েছে। তাই কোন প্রকার ক্যামিকেল বা স্বাস্থের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার করা যাবে না। যদি কেউ অসৎ পথ অবলম্বন করে। তার জন্য জেল জরিমানা ও কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। একই সাথে আগামী রমজান মাস ঘিরে হঠাত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি বা পঁচা, বাসি খাবার বিক্রয় করলেও ব্যবস্থা গ্রহন করা হবে। তাই রমজানের শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাজারের দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানান তিনি।

  • শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জিপিএ-৫ অর্জনকারীদের সংবর্ধনা প্রদান

    সখিপুর(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা, জ্যামিতি বক্স, সাইকেল বিতরণ করা হয়েছে। একই সাথে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা।

  • দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলম খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণপদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার, এলজিইডি কর্মকর্তা মোমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, হিসাবরক্ষণ অফিসার আব্দুস সামাদ, যুব উন্নয়ন অফিসার এছমোত আরা বেগম, সমবায় অফিসার আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মাসিক সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের চলমান ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

  • পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সাতক্ষীরা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলার সাফল্যে জেলার কলারোয়া থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় তিন পুলিশ কর্মকর্তাকে জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা নির্বাচিত হয়। শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা নির্বাচিতরা হলেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, জেলা গোয়েন্দা শাখার এসআই মুনজুরুল হাসান ও কলারোয়া থানার এএসআইআহসান হাবিব। পুরস্কৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন, সাতক্ষীরা সদর থানার এস আই বিপ্লব কুমার কান্তি ও মনির হোসেন, কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস, শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন ও এএসআই আহসান হাবিব, পাটকেলঘাটা থানার এএসআই হারুনর রশিদ, তালা থানার এসআই রফিকুল ইসলাম ও মিজানুর রহমান, আশাশুনি থানার এএসআই উস্তার আলী ও জহুরুল ইসলাম, কালিগঞ্জ থানার এস আই সোহরাব হোসেন, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম, এসআই শংকর কুমার ঘোষ, ইমদাদুল হক, এএসআই আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, ফজলুল হক ও তরিকুল(২)। সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার( ইন সার্ভিস ট্রেনিং) রাসেলুর রহমান। সভায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, গত এপ্রিল মাসে জেলার পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভ’ক্ত আসামীকে গ্রেফতার করে। মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে কাজ করায় জেলা পুলিশের পক্ষথেকে মোট ২২ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃৃত করা হয়।

  • এনইউবিটি খুলনাতে পরিবেশ বিশয়ক সেমিনার

    সংবাদ বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার এনভায়রমেন্ট ক্লাবের উদ্যোগে বাংলাদেশ “ইয়োথ এনভায়রমেন্ট ইনিশিয়েটিভ” সহযোগিতায় পরিবেশ এর উপর দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। এতে খুলনার প্রায় ১৫টি স্কুল ও মাদ্রাসার ৫০ জনের অধিক শিক্ষার্থীদের নিয়ে “গ্রীন লার্নিং” শিরোনামে পরিবেশ দূষন,বায়ু দূষন, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনা সৃষ্টি করা হয়। সেমিনারের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, জনাব রাজীব হাসনাত শাকিল, কো- আডিনেটর এনভায়রমেন্ট ক্লাব এনইউবিটি খুলনা, বাংলাদেশ ইয়োথ এনভায়রমেন্ট ইনিশিয়েটিভ এর প্রশিক্ষক রবি সংকর হাওলাদার, বহ্নি শিখা চৌধুরী ও মো: আল মুমিন খান ¯েœহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন আমেরিকান কর্ণার খুলনার কো- অর্ডিনেটর ফারজানা রহমান।

  • বুধহাটায় হামলায় আহত-৪

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় জামাত নেতার হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে রবিবার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২। তাং ০৬(০৫)১৮। মামলা সূত্রে জানা গেছে, গত চলতি মাসের ২তারিখ সন্ধ্যায় বুধহাটা গ্রামের মৃত মাদার সরদারের পুত্র চিহ্নিত জামাত নেতা মোঃ আব্দুল হাই, মৃত আরিফ সরদারের পুত্র আবুল কালাম ও আব্দুস সালাম, মৃত আফিল সরদারের পুত্র আব্দুল বারী এবং কুল্যা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ বিল্লাল হোসেন সহ আরও ৪/৫জন একত্রিত হয়ে লোহার রড, ধারালো দা, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মৃত নছিমুদ্দীন সরদারের পুত্র মোঃ আমিনুর ইসলামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। বিষয়টি জানতে পেরে আমিনুর ইসলামের ছোট ভাই আজিজুল ইসলাম, তার চাচাত ভাই আক্তারুল ইসলাম, এবং আমিনুরের স্ত্রী হাসিনা বেগম ঠেকাইতে গেলে আসামিরা তাদের উপরও এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। এসময় স্থানীয় বাসিন্দা নূর ইসলাম, মনিরুল ইসলাম ও মহিউদ্দীন সরদার আহতদের উদ্ধার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে মামলা সূত্রে প্রকাশ। এছাড়া মাদার সরদারের পুত্র আব্দুল হাই যে জামাতের চিহ্নিত নেতা তার কিছু নমুনা কাগজপত্র এ প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে আমিনুর ইসলাম গংদের সাথে চিহ্নিত জামাত নেতা আব্দুল হাই গংদের সাথে জমি জায়গা নিয়ে ঝগড়া বিবাদ লেগে ছিলো। বিগত ২০১২সালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বসাবসির মাধ্যমে ২০১২সালের জিআর নং ২৫, মামলা নং ০৫ বিষয়টি সমাধান করে দেন। বর্তমানে আব্দুল হাই এর বাড়িতে জামাতের গোপন বৈঠক হওয়ার কথা আমিনুর ইসলাম ফাঁশ করে দেওয়া আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে বসত বাড়ির পথকে কেন্দ্র করে তাকে সহ তার পরিবারের লোকদের এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে। এমতাবস্থায় আহত আমিনুর সহ সচেতন এলাকাবাসী জামাত নেতা এমন যঘন্ন তান্ডবের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।