Blog

  • তালা প্রেসক্লাবের ইফতার মাহফিল

    তালা প্রেসক্লাবের ইফতার মাহফিল

    তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গত মঙ্গলবার রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ইফতার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, দৈনিক পত্রদুত-এর সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, শুভাষিণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, জেএসডির কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, তালা জনতা ব্যাংক ম্যানেজার মোঃ শাহিনুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, জাসদ নেতা দেবাশীস দাশ, আওয়ামী লীগনেতা শাহাবুদ্দীন বিশ্বাস, সৈয়দ ঈদ্রিস, নারায়ণ মজুমদার, সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান খাঁ, মামুন সরদার, যুবলীগনেতা খান সিরাজুল ইসলাম, গোলদার মিজানুর রহমান, জাহিদ বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ।

    দোয়া পরিচালনা করেন তালা উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদুর রহমান।

  • রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার ইফতার মাহফিল

    রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার ইফতার মাহফিল

    পাটকেলঘাটা প্রতিনিধি: রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত সোমবার ক্লাব রুমে ইফতার পূর্ব সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা।

    শুরুতেই আলোচনা করেন রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান।

    প্রধান অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, থানার এস আই অহিদুজ্জামান অহিদ, পাটকেলঘাটা হারুণ অর রশিদ মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক সাংবাদিক নাজমুল হক, সাংবাদিক আশরাফ আলী প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ ক্লাবের সভাপতি মফিদুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক মফিদুল ইসলাম, পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এস এম হাদিউজ্জামান হাদি, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা থানা শাখার সভাপতি শহিদুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবলুর রহমান প্রমুখ। ইফতার পূর্ব মুহুর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল বারি।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সাধারণ সম্পাদক খান হাদিুল ইসলাম।

  • পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

    পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় অসহায়, দুস্থদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।

    গত মঙ্গলবার সকাল থেকে ওয়ার্ডের তেতুলতলা, চৌধুরীপাড়া, বটতলা, নবজীবন এলাকা, নিকারীপাড়া, গুড়পুকুর এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে এ কার্ড বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

    কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ।

  • কালিগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কালিগঞ্জে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কালিগঞ্জ ব্যুরো: জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল সাত্তার মোড়ল। জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, প্রেস ক্লাবের সভাপিত সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, থানার উপ-পরিদর্শক হেকমত আলী, উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি শেখ শাহজালাল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ সাদেকুর রহমান, ইউপি সদস্য ও জাপা নেতা ফজলুর রহমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

  • জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

    জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

    সংবাদ বিজ্ঞপ্তি: জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গত মঙ্গলবার বিকালে মনিং সান প্রি-ক্যাডেট স্কুলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

    উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, অর্থ সম্পাদক শাহজাহান সবুজ, মীর সায়েম প্রমুখ।

  • সাইন্স একাডেমিক কেয়ারের ইফতার মাহফিল

    সাইন্স একাডেমিক কেয়ারের ইফতার মাহফিল

    সংবাদ বিজ্ঞপ্তি: সাইন্স একাডেমিক কেয়ারের আয়োজনে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    গত মঙ্গলবার সাইন্স একাডেমিক কেয়ারের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাইন্স একাডেমিক কেয়ারের পরিচালক মো. মামুনুজ্জামান

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল মেরিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন পৌর কাউন্সিলর জ্যোৎনা আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, পিরোজপুর পিটিআই এর সুপার শঙ্কর কুমার রায়, রবিউল ইসলাম প্রমুখ।

  • ঈদ কবে জানা যাবে শুক্রবার

    ঈদ কবে জানা যাবে শুক্রবার

    ডেস্ক রিপোর্ট: এ বছর রোজার ঈদ কবে হবে তা জানা যাবে শুক্রবার। ওই দিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন বলে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানো অনুরোধ করা হয়েছে। আগামী ১৬ জুন, শনিবার ঈদ হতে পারে এমনটা ধরে ১৫, ১৬, ১৭ জুন রোজার ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে। তবে রোজা ৩০টি হলে ঈদ হবে রোববার, সেক্ষেত্রে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

  • ‘একসময় ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’-তথ্যমন্ত্রী

    ‘একসময় ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’-তথ্যমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট: অসম্ভবকে সম্ভব করার বাংলাদেশ একসময় ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশা ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ও সাবেক কৃতি ফুটবলার হাসানুল হক ইনু।

    বুধবার দুপুরে রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রী তার বাসভবন নিলয়ে ‘বিশ্বকাপ ফুটবল সম্প্রচার ও বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে আয়োজিত সভাশেষে সাংবাদিকদের একথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘ফিফার সদস্য এবং ফুটবলপ্রেমী জনগণের দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো দেখা ও বিশ্লেষণ করা আমাদের দায়িত্ব। বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টিভি ও নাগরিক টিভিসহ বেসরকারি গণমাধ্যমগুলো রাশিয়াতে আগামীকাল থেকে বিশ্বকাপের আসর দেশব্যাপী সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।’

    সাবেক কৃতি ফুটবলার হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে যে বিস্ময়কর উন্নয়ন ঘটছে, ক্রীড়াঙ্গনও তার স্বাক্ষর বহন করছে বলে উল্লেখ করেন।

    তিনি বলেন, ‘প্রমীলা ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, পুরুষ ক্রিকেট দলের বিশ্বখ্যাতি, ফুটবল দলের অগ্রযাত্রার পাশাপাশি শ্যুটিংসহ সকল ক্রীড়ায় দেশ দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে।’ ইনু বলেন, বিশ্বকাপের সময়ে দেশের ক্রীড়াঙ্গনের সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষকেরা গণমাধ্যমে আলোচনার মাধ্যমে দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে, জাতিকে আরও ক্রীড়ামুখী করবে।

  • মানব কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    মানব কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মানব কল্যাণ সোসাইটি’র পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    গত মঙ্গলবার সকালে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আব্দুল আলম, শেখ ফেরদৌসুল ইসলাম ময়না, মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, মো. আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ

  • সাতক্ষীরায় কৃষি ও পানি নিয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা

    সাতক্ষীরায় কৃষি ও পানি নিয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিনিধি: গত ৮ জুন শুক্রবার দুপুর ২ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে সাতক্ষীরায় কৃষি ও পানি নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নদী ও জলবায়ূ বিশেষজ্ঞ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. আইনুন নিশাদ। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন সহ উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডf. আফতাবুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি,এম নুর ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত (ভারপ্রাপ্ত) সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম, কামরুজ্জামান, দৈনিক জনকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, দৈনিক নবনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক কালের চিত্র ও ভয়েস অব সাতক্ষীরার স্টাফ রিপোটার মোঃ নাজমুল আলম মুন্না, উপপরিচালক বিএডিসি মোঃ নাজিম উদ্দীন, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কনসালটেন্ট রেহনুমা রহমান, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কোর্ডিনেটর সাইফ তানজিম কাইয়ুম(ওয়ার্ল্ড ব্যাংক) ব্র্যাক ইউনিভারসিটির লেকচারার এবং কোর্ডিনেটর অপারেশন রউফা খানম, ধান গবেষনা ইনষ্টিটিউট এর সঞ্জয় কুমার ও ওলি আহমেদসহ বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধি। আলোচনায় সাতক্ষীরা কৃষি, মাছ, ধান, পাট,ফল-ফালালি, মানুষের জীবন জীবিকা মান-ধরন এবং নদী, নালা, খাল-বিলসহ প্রধান প্রধান অন্তরায় ও নেতিবাচক বিষয়গুলোর উপর আলোচনা করতে যেয়ে জেলা প্রশাসক বলেন সাতক্ষীরার প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি, এটা থেকে উত্তরণ হতে পারলে সাতক্ষীরার মানুষ অনেকটা স্বস্থি পেত । এছাড়া সাতক্ষীরার মানুষ নানা পেশার সাথে সম্পৃক্ত এই পেশা দিক দিয়ে যে যেভাবে নিজের উন্নয়ন ঘটাতে চায় সেটা তারাই ভাল বোঝে। যে লোক যে পোশার দিকে যেতে চায় অর্থনৈতিক ভাবে স্বালম্বি হতে কুরুক না এতে কোন সমস্যা নেই। যারা মাছ চাষ করতে চায় তারা মাছ চাষ করুক, যারা ফসল ফলাতে চায় তারা ফসল ফলাক। কিন্তু একই জমিতে বিভিন্ন ধরনের চাষ না করে একটা ফসলের চাষই ভাল। এতে তেমন কোন ক্ষতি নেই। কিন্তু মাছ চাষও করবেন আবার ধান চাষ করবেন তা হলেতো কোনটিই ভাল হবে না। এছাড়া আমাদের সমন্বয় হীনতার কারনেই কোন কাজে এজন্য মানুষ ভাল সুফল পায়না। ভাল সুফল পেতে হলে কাজের সমন্বয় দরকার। খাল ভরাট, নদী ভরাট, নদীর নাব্যতা হারানো চাষিদের জন্য প্রধান অন্তরায়।

  • ধুলিহরে বজ্রপাতে শিশুর মৃত্যু

    ধুলিহরে বজ্রপাতে শিশুর মৃত্যু

    সাতক্ষীরা প্রতিনিধি: ধুলিহরে বজ্রপাতে বেল্লাল হোসেন নামের ১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু বেল্লাল হোসেন বালুইগাছা গ্রামের মো. ইব্রাহিম হোসেন খোকনের ছেলে।
    স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বালুইগাছা গ্রামে আকষ্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতের শব্দে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু বেল্লাল অতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কৃষি ও পানি নিয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা- সুপেয় পানিই সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা

    নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুর ২ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে সাতক্ষীরায় কৃষি ও পানি নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নদী ও জলবায়ূ বিশেষজ্ঞ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. আইনুন নিশাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাবেক মন্ত্রী ডঃ আ

    ফতাবুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি

     ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি,এম নুর ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূত (ভারপ্রাপ্ত) সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম, কামরুজ্জামান, দৈনিক জনকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক কালের চিত্র ও ভয়েস অব সাতক্ষীরার স্টাফ রিপোটার মোঃ নাজমুল আলম মুন্না, উপপরিচালক বিএডিসি মোঃ নাজিম উদ্দীন, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কনসালটেন্ট রেহনুমা রহমান, ২০৩০ বাংলাদেশ ওয়াটার রিসোর্স গ্রুপের কোর্ডিনেটর সাইফ তানজিম কাইয়ুম(ওয়ার্ল্ড ব্যাংক) ব্র্যাক ইউনিভারসিটির

    লেকচারার এবং কোর্ডিনেটর অপারেশন রউফা খানম, ধান গবেষণা ইনষ্টিটিউট এর সঞ্জয় কুমার ও ওলি আহমেদসহ বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধি। আলোচনায় সাতক্ষীরা কৃষি, মাছ, ধান, পাট, ফল-ফালালি, মানুষের জীবন জীবিকা মান-ধরন এবং নদী, নালা, খাল-বিলসহ প্রধান প্রধান অন্তরায় ও নেতিবাচক বিষয়গুলোর উপর আলোচনা করতে যেয়ে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি। এটা থেকে উত্তরণ হতে পারলে সাতক্ষীরার মানুষ অনেকটা স্বস্থি পেত । এছাড়া সাতক্ষীরার মানুষ নানা পেশার সাথে সম্পৃক্ত এই পেশা দিক দিয়ে যে যেভাবে নিজের উন্নয়ন ঘটাতে চায় সেটা তারাই ভাল বোঝে। যে লোক যে পোশার দিকে যেতে চায় অর্থনৈতিক ভাবে স্বালম্বি হতে কুরুক না এতে কোন সমস্যা নেই। যারা মাছ চাষ করতে চায় তারা মাছ চাষ করুক, যারা ফসল ফলাতে চায় তারা ফসল ফলাক। কিন্তু একই জমিতে বিভিন্ন ধরনের চাষ না করে একটা ফসলের চাষই ভাল। এতে তেমন কোন ক্ষতি নেই। কিন্তু মাছ চাষও করবেন আবার ধান চাষ করবেন তা হলেতো কোনটিই ভাল হবে না। এছাড়া আমাদের সমন্বয় হীনতার কারনেই কোন কাজে এজন্য মানুষ ভাল সুফল পায়না। ভাল সুফল পেতে হলে কাজের সমন্বয় দরকার। খাল ভরাট, নদী ভরাট, নদীর নাব্যতা হারানো চাষিদের জন্য প্রধান অন্তরায়।

  • বৈকারীতে গণসংযোগ করলেন উপজেলা চেয়ারম্যান বাবু

    নিজস্ব প্রতিনিধি: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে গনসংসযোগ ও বিভিন্ন পেশাজীবির সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার দুপুরে বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে সভাপতিত্বে বৈকারী শাহী জামে মসজিদ মুসল্লিদের সাথে মতবিনিময় ও কাথন্দা বাজার, শিকড়ি মোকতোব মোড় এলাকায় বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময় ও গনসংযোগ করা হয়। এসময় বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন শেখ হাসিনা সরকার জনগনের ও উন্নয়নের বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশে হয় উন্নয়ন । বর্তমান সরকার ক্ষমতায় এসে রাস্তা, কালভার্ট, ব্রীজ, সেতু, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, নির্মাণ ও সংস্কারের কাজ করেছেন। তাছাড়া দেশের মানুষের বয়স্ক, বিধবা, মাতৃভাতা, কৃষি উপকরন ভাতা, উপবৃত্তিভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ ও সোলার সংযোগ দিয়েছেন সরকার। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ১০টাকা কেজি চাল খাওয়াচ্ছেন। তাছাড়া বর্তমান সরকার উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক মনোনয়ন দিবেন তাহার পক্ষে কাজ করবেন বলে মুসল্লিদের ও এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতি আহবান জানান। এছাড়া আগামী ১১তম সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যেন আবারও প্রধানমন্ত্রী হয়ে এদেশের জনগনের কল্যাণে ও দেশের উন্নয়নের কাজ করতে পারে এবং আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদরে নৌকা প্রতিক মনোয়ন প্রত্যাশী ব্যাক্ত করে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের ও বৈকারী শাহী মসজিদ মুসল্লিদের কাছে দোয়া চান। মতবিনিময় অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্তার মাগফেরত দোয়া কামনা করা হয়।

  • সংবাদ সম্মেলনে পুলিশের খপ্পর থেকে ছেলেকে রক্ষা ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি

    শহর প্রতিনিধি: দুই সন্তানের জননী পুলিশের এ.এস আই মাছুমা বিনতে কাদেরকে সাতক্ষীরায় এক কলেজ ছাত্রের সাথে জোর পূর্বক বিয়ে দেয়ার জন্য তালা থানার দুই পুলিশ কর্মকর্তা হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার ঘোনা গোপালপুর গ্রামের মৃত হারুন অর রশিদ খানের ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আবু হোসেন খান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ছেলে খান নাজমুল হুসাইন বর্তমানে মাষ্টার্সে অধ্যায়নরত। মাত্র ২০/২৫ দিন আগে ফেসবুকের মাধ্যমে মাগুরা সিআইডিতে কর্মরত মাছুমা বিনতে কাদেরের সাথে নাজমুল হুসাইনের পরিচয় হয়। এর কয়েকদিন পর মাছুমা বিনতে কাদের পদন্নোতি পেয়ে খুলনার মেট্রোপলিটন জজ কোর্টে পুলিশের এ.এসআই হিসাবে যোগদান করেন। খুলনায় যোগদানের পর তাকে বিয়ে করার জন্য তিনি আমার ছেলের উপর চাপ প্রয়োগ করতে থাকেন। এসময় আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, মাছুমা বিনতে কাদের এর আগে তিনটি বিয়ে রয়েছে এবং তিনি দু’টি মেয়ে সন্তানের জননী। তার বর্তমান বয়স ৪৫ বছর আর আমার ছেলে বয়স মাত্র ২৭ বছর। বয়সের অনেক পার্থক্য ও দুই সন্তানের মা হওয়ায় আমার ছেলে তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১ জুন রাত ১১টার দিকে ওই মহিলা আমার বাড়িতে ্এসে একটি ঘর দখল করে এবং বলতে থাকে নাজমুল আমাকে বিয়ে না করলে আমি এখানেই থাকবো। এভাবে বসে থেকে পরদিন বিকাল ৫টার দিকে চলে যাওয়ার সময় ডিএসবি’র মাসুদের উপস্থিতিতে সে আমার স্ত্রীকে বলে যদি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে না দেন তাহলে ওকে গুলি করে হত্যা করা হবে। এর পর খুলনায় বসে ফোন করে সে ছেলে রাজি করার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রশর্দন করছে।
    তিনি অভিযোগ করে বলেন, ৭ জুন ইফতারের আগ মূহুর্তে তালা থানার দুইজন পুলিশ কর্মকর্তাকে সাথে নিয়ে মাছুমা তার একটি মেয়েসহ আমাদের বাড়িতে আসে। এসময় ওই দুই এসআই আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় তারা আমাকে বলে ২৪ ঘন্টার মধ্যে মাছুমার সাথে আমার ছেলে বিয়ে দিতে হবে না হলে স্বপরিবারে ক্রমফায়ারে হত্যা করবো বলে হুমকি প্রদর্শন করতে থাকে। বিষয়টি তালা থানার ওসি মেহেদী রাসেলকে জানালে তিনি এবিষয় কিছু জানেন না বলে জানান। তবে বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্থ করেন। একজন প্রতারক পুলিশ কর্মকর্তার মুখের কথায় কোন অভিযোগ ছাড়াই ভদ্র লোকের বাড়িতে গিয়ে স্ব পরিবারে হত্যার হুমকি দেয়া কতটা আইন সঙ্গত, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। বর্তমানে ওই মহিলাসহ তালা থানার দুই পুলিশ কর্মকর্তার ভয়ে আমরা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছি। তিনি প্রতারক দুই সন্তানের জননী মাছুরার খপ্পর থেকে ছেলেকে রক্ষা ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

  • জাসদের বাজেট প্রতিক্রিয়া

    জাসদের বাজেট প্রতিক্রিয়া

    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে আজ জাতীয় সংসদের অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটকে স্বাগতঃ জানিয়ে বাজেটে সামাজিক নিরাপত্তা-খাদ্য নিরাপত্তা-জ্বালানি নিরাপত্তা রক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা বলেন, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানী খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের অর্থনীতির পায়ের নীচের মাটিকে শক্তিশালী করবে। তারা বলেন, বাজেটে দেশীয় শিল্প খাতের সুরক্ষার জন্য যে প্রস্তাব দেয়া হয়েছে তা প্রশংসনীয়। তারা বলেন, যারা বাজেট বাস্তবায়নে ৯০ ভাগ সাফল্যকে ছোট করে দেখে ১০ ভাগ অপূর্ণতাকে বড় করে দেখেন তারা হীনমন্যতায় ভুগছেন। বাজেটের বড় আকার দেখে ইর্ষার কিছু নেই। বড় আকারের বাজেট জাতীয় অর্থনৈতিক সক্ষমতারই পরিচায়ক। জাসদ নেতৃদ্বয় রাজস্ব আহরন লক্ষ্য মাত্রা অর্জন করার জন্য রাজস্ব ও কর আদায় প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তারা বলেন, মোবাইল ফোন আজ সাধারণ মানুষের যোগাযোগ ও তথ্য জানার সবচেয়ে বড় হাতিয়ার। তারা মোবাইল ফোনের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করার আহ্বান জানান।
    বার্তা প্রেরক

    আব্দুল্লাহিল কাইয়ূম
    দফতর সম্পাদক

  • কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল

    কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ রমজান বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু,শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউল হক দোলন, কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সভাপতি ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন,কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন,মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান,জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালাল প্রমুখ। সাবেক যুবলীগের আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) রাজিব হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন,চম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,আওয়ামীলীগ নেতা মাষ্টার নরীম আলী,সাবেক কুশুলিয়া ইউপি চেয়ারম্যান মোফ্খাারুল ইসলাম নিলু,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু,রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন,মেম্বার এ্যাসোসিয়ানের সভাপতি শামসুজামান সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সুধী ও সাংবাদিক বৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

  • আনুলিয়ায় ১৫ টি রাস্তার ইটের সোলিংয়ের কাজের উদ্বোধন

    আনুলিয়ায় ১৫ টি রাস্তার ইটের সোলিংয়ের কাজের উদ্বোধন

     

     

     

    আশাশুনি উপজেলার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এডিপি ও এলজিএসপি’র অর্থায়নে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন কাজগুলোর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন।

    উত্তর একসরা গ্রামের গাজীবাড়ি হতে মোড়লবাড়ি পর্যন্ত, একসরা মতি মেম্বরের বাড়ি হতে মোড়লবাড়ি মসজিদগামী রাস্তা, নাংলা হাবিবুরের দোকান হতে মোল্যা বাড়ির রাস্তা, রাজাপুর ভোলাপাড়া হতে বাবর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সহ মোট ১৫ টি ছোট রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। ্এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন, ইউপি সদস্য শওকত হোসেন, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির দায়িত্ব গ্রহণ

    দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির দায়িত্ব গ্রহণ

    দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা করেন। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অফিস কক্ষে সাধারণ জনগনের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই, শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবয়াক আবু রায়হান তিতু প্রমূখ।