Blog

  • পদ্মপুকুরে গণগ্রন্থাগার উদ্বোধন ও ইফতার মাহফিল

    পদ্মপুকুরে গণগ্রন্থাগার উদ্বোধন ও ইফতার মাহফিল

    সংবাদ বিজ্ঞপ্তি: শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি বাজার সংলগ্ন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় গণগ্রন্থাগার উদ্বোধন, মেধাবীদের ঈদ সহায়তা ও ইফতার মাহফিল ।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ এস,এম আতাউর রহমান, চেয়ারম্যান ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ।আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সম্মানিত সভাপতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থী ইয়াছির আরাফাত ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে গণগ্রন্থাগার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন সম্মানিত প্রধান অতিথি। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তৃতা প্রদান করেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

    উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতারম বিল্লাহ আলোচনা সভায় বক্তারা জাতিগঠনে গ্রন্থাগারের গুরুত্ব নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানে গরীব ও মেধাবীদের ঈদ সামগ্রী প্রদান করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।

  • চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল

    চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল

    চাম্পাফুল প্রতিনিধি: ২৭ রমজান বিকাল ৫ টা থেকে চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে ইফতার মাহফিলে আলোচনা রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ রাশিদুল ইসলাম।

  • পাইকগাছার মেধাবী শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান

    পাইকগাছার মেধাবী শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান

    পাইকগাছা প্রতিনিধি: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় পাইকগাছার কৃতি মেধাবী শিক্ষার্থী হাফেজ গাজী আব্দুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

    গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা মাঠে পৌরসভার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পৌরসভার পক্ষে আব্দুল্লাহকে সম্মাননা প্রদান করেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মনজুরুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোহাঃ কওছার আলী গাজী, আলহাজ্ব কাজী আজিজুল করিম।

    উল্লেখ্য, গত ১২-১৭ মে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সপ্তাহ ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসাবে হাফেজ গাজী আব্দুল্লাহ অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে।

  • পাইকগাছায় ঈদ সামগ্রী বিতরণ

    পাইকগাছায় ঈদ সামগ্রী বিতরণ

    পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার সরল বাজারস্থ মিতালী বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে মিতালী ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গফফার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, মিতালী বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, মনিরুল ইসলাম, আজিজুর রহমান ও রফিকুল ইসলাম ফকির।

  • পাইকগাছা আওয়ামী লীগের ইফতার মাহফিল

    পাইকগাছা আওয়ামী লীগের ইফতার মাহফিল

    পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার পৌরসভা মাঠে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় দলীয় সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।

    বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগনেতা আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, আ’লীগনেতা রতন ভদ্র, উপাধ্যক্ষ আফছার আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রবেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, জেলা যুবলীগনেতা শেখ আনিসুর রহমান মুক্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, আ’লীগনেতা আলহাজ¦ মুনছুর আলী গাজী, আব্দুল হাকিম গোলদার, গাজী মিজান, সরদার গোলাম মোস্তফা, গোলক বিহারী মন্ডল, শেখ হেদায়েত আলী টুকু, গোলাম রব্বানী, প্রভাষক ময়নুল ইসলাম, জামাল উদ্দীন, আফছার উদ্দীন মোল্লা, মোঃ দাউদ শরীফ, কাজী আব্দুস সালাম বাচ্চু, ইউপি সদস্য শেখ রেজাউল করিম, ইজাহার আলী, যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম, মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি। উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম।

  • ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

    ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার মাদারবাড়িয়া সবুজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সংস্থার সভাপতি রবিউল ইসলাম বাদশার নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এদিন সকালে এলাকার অর্ধ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনিসহ প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়।

    এসময় সংস্থার সভাপতি রবিউল ইসলাম বাদশা, আল-মামুন, আইনুল হক, মিলন, আক্তারুজ্জামান, ইবাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

    এদিন বিকালে সংস্থার কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতির সভাপতিত্বে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মেহদী হাসান। ইফতার মাহফিলে সংস্থার সদস্যসহ এলাকার রোজাব্রত পালনকারীরা অংশ নেন।

  • কাদাকাটিতে ভিজিএফ’র চাল বিতরণ

    কাদাকাটিতে ভিজিএফ’র চাল বিতরণ

    আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ শুরু করা হয়।

    ইউনিয়নের ৩৮৭১ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। ১ম দিন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়।

    বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দীপ। এসময় ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলি, ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম, সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের চাল বিতরণ করা হবে।

  • কুল্যায় ভিজিএফ’র চাল বিতরণ

    কুল্যায় ভিজিএফ’র চাল বিতরণ

    কুল্যা প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে।

    বুধবার সকাল থেকে চাউল বিতরণ শুরু করা হয়। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার প্রদত্ব চাউল প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে প্রদান করা হচ্ছে।

    ইউনিয়নের ৫২ শ’ পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হবে। চাউল বিতরণ উদ্বোধন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম।

    এসময় ইউপি সচিব, সংশ্লিষ্ট ট্যাগ অফিসর, সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

    আশাশুনিতে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে শিশু শ্রম প্রতিরোধ দিবস- ২০১৮ পালন করা হয়েছে।

    মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে এবং আশাশুনি এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে বুধহাটা পিএফএ (০২) এর অন্তর্ভুক্ত ৫০ জন শিশু, ভিডিসি সদস্য, পিতামাতা সহ মোট ৮০ জন অংশগ্রহনকারী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

    “প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, ভিডিসি সভাপতি মোমিনুর রহমান, প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিড সাহা ও চাইল্ড প্রোটেকশন অফিসার দিপল বিশ্বাস, আশাশুনি এপি উপস্থিত ছিলেন।

    আ ব মা মোছাদ্দেক বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয় -এর উপর শিশুদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং শিশুশ্রম প্রতিরোধকল্পে গণস্বাক্ষর অভিযান ব্যানারে স্বাক্ষরের মাধ্যমে অঙ্গীকার করেন।

    এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে ৩ জন বিজয়ী শিশুকে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

  • তালায় টিআরএম প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    তালায় টিআরএম প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    তালা প্রতিনিধি: তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৮০ টি চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (১২ জুন) জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভারপ্রাপ্ত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

  • কৃষ্ণনগরে ভিজিএফ’র চাউল বিতরণ

    কৃষ্ণনগরে ভিজিএফ’র চাউল বিতরণ

    কৃষ্ণনগর প্রতিনিধিধ: কৃষ্ণনগর ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। চাউল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কে.এম মোশাররফ হোসেনসহ সকল ওয়ার্ডের মেম্বর ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ। উল্লেখ্য জুনের ৬ তারিখ হতে চাল বিতরণ শুরু হয়েছে।

  • কুলিয়ায় ইমামদের ঈদ সামগ্রী বিতরণ

    কুলিয়ায় ইমামদের ঈদ সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইমাদুল ইসলাম নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ইমামদের ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

    ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুল ইসলাম।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রওনাক উল ইসলাম, শাহাদাত হোসেন, গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, প্রেম কুমার, অচিন্ত মন্ডল, ভরত চন্দ্র সরকার, বিকাশ সরকার, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রানী প্রমুখ।

    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মো. ফারুক হোসেন।

  • প্রজন্মের ভাবনা পাঠক ফোরাম জেলা শাখার নিন্দা

    প্রজন্মের ভাবনা পাঠক ফোরাম জেলা শাখার নিন্দা

    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, ব্লগার শাহজাহান বাচ্চুকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি মৌলবাদিরা তার লাশ দাফনে বাধা দিয়েছে। তার মত মুক্তমনা অসাম্প্রদায়িক মানুষের এ ধরণের নৃশংস মৃত্যু মেনে নেওয়া যায়না। একের পর এক ব্লগার হত্যা হওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যাকারিদের শাস্তি না হওয়ায় মৌলবাদিরা উৎসাহিত হচ্ছে। এরই অংশ হিসেবে শাহজাহান বাচ্চুর উপর এ বর্বোরচিত হামলা। ঘটনার নিন্দা,হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক প্রজন্মের ভাবনা পাঠক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কলেজ শিক্ষক বিধান চন্দ্র দাস, সদস্য সচীব স্বপন কুমার শীল, সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. সত্যরঞ্জন ম-ল, আব্দুল জলিল, গোষ্ট বিহারী ম-ল, নিত্যানন্দ আমিন, মানবাধিকার কর্মী মধাব চন্দ্র দত্ত, রঘুনাথ খাঁ, মকবুল হোসেন, শহীদুল ইসলাম, শেখ আমিনুর রহমান, বেলাল হোসাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, শেখ বেলাল হোসেন, অ্যাড. ওসমান গনি, জিতেন্দ্রনাথ ঘোষ, ষষ্ঠী পাল প্রমুখ।
    প্রসঙ্গত, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পুর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করে।

  • ছুটির ফাঁদে ভোমরা স্থল বন্দর

    ছুটির ফাঁদে ভোমরা স্থল বন্দর

    নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আজ বুধবার থেকে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়েছে ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানী-রপ্তানী কার্যক্রম।

    আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

    ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটির সাথে আরো একদিন বাড়িয়ে ৫ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে আমাদেরকে এক পত্রের মাধ্যমে জানিয়েছেন। এই ৫ দিনই ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

    ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সরকারি চার দিন ছুটির সাথে সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কতৃপক্ষ যৌথভাবে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আরও একদিন বাড়িয়ে মোট ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি আরো জানান, আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
    জেলায় পুলিশের

  • জেলায় পুলিশের বিশেষ অভিযানে আটক-৩৯

    শহর প্রতিনিধি: জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

    আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানার ৬ জন, কলারোয়া থানার ৬ জন, তালা থানার ৩ জন, কালিগঞ্জ থানার ৬ জন, শ্যামনগর থানার ৮ জন, আশাশুনি থানার ৬ জন, দেবহাটা থানার ২ জন ও পাটকেলঘাটা থানার ২ জন।

    জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  • কাশিমাড়ীতে ভিজিএফ’র চাউল বিতরণ

    কাশিমাড়ীতে ভিজিএফ’র চাউল বিতরণ

    কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান।

    চাউল বিতরণী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সেলিম খান, কাশিমাড়ী ইউপি সচিব আব্দুস সবুর, ইয়াহিয়ার রহমান খোকন প্রমুখ।

  • সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি: সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয়ে সমমনা কয়েকজনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বুধবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, এ্যাড.ফাহিমুল হক কিসলু, মশিউর রহমান পলাশ, হাফিজুর রহমান মাসুম, কানিজ ফাতিমা, রওনক বাসার ও ইকবাল লোদী প্রমুখ।

  • বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ এর চাউল বিতরণ

    বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ এর চাউল বিতরণ

    মুন্সীগঞ্জ প্রতিনিধি: বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে পরিষদ মাঠ চত্বরে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।

    চাউল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা ট্যাগ অফিসার তপন জ্যোতি চক্রবর্তী, ইউপি সচিব কার্তিক চন্দ্র মন্ডল প্রমুখ।

    ইউনিয়নের ৬২৫০ টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি কওে চাউল বিতরণ করা হবে।